জলপাইগুড়ি: মালবাজারে (Malbazar) নদীতে ভেসে গিয়ে ৮ জনের মৃত্যুর পর উঠছে বেশ কিছু প্রশ্ন। বিসর্জনের ঘাটে কয়েক হাজার মানুষ, সিভিল ডিফেন্স কর্মী মাত্র ৮ জন কেন? নৌকা ছিল না, পর্যাপ্ত সরঞ্জাম না রেখে সিভিল ডিফেন্স কর্মীদের হাতে শুধু দড়ি কেন? আগেও এলাকায় দেখা দিয়েছে হড়পা বান, তবু কেন সতর্ক হয়নি প্রশাসন? উত্তরবঙ্গে (Uttarbanga) ভারী বৃষ্টির পূর্বাভাস সত্ত্বেও কেন নেওয়া হয়নি পর্যাপ্ত প্রস্তুতি? নদীখাতে বোল্ডার ফেলে বিসর্জনের জন্য অস্থায়ী বাঁধ তৈরির অনুমতি কীভাবে মিলল? নদীখাতে কেন রাখা হয়নি পর্যাপ্ত আলোর ব্যবস্থা?
দড়ি ছাড়া কিছু ছিল না: ইতিমধ্যেই তোলপাড় ফেলে দিয়েছে মালবাজারের ঘটনা। ডিফেন্সের এক কর্মী জানিয়েছেন, জলপাইগুড়ির মাল নদীতে (Mal River) গতকাল প্রতিমা বিসর্জনের সময়ে তাঁদের কাছে দড়ি ছাড়া কিছু ছিল না। ৮ জন সিভিল ডিফেন্সের কর্মী ছিলেন ঘটনাস্থলে। বিপর্যয় যখন ঘটে, তখন যদি সিভিল ডিফেন্সের আরও কর্মী থাকতেন, তাহলে দ্রুত উদ্ধারকাজ করা যেত বলে তাঁর দাবি।
কেন বিসর্জনের সময় বাড়তি প্রস্তুতি নেওয়া হয়নি: এই বিপর্যয় নিয়ে স্থানীয় সূত্রে একটা সম্ভাবনার কথাও বলা হচ্ছে। স্থানীয় সূত্রে দাবি, নদীখাতে আগেই বোল্ডার ফেলা হয়েছিল, যাতে, যেদিকে বিসর্জন হবে, সেদিকে বেশি জল থাকে। হড়পা বানের সময় তা হিতে বিপরীত হয়েছে। যেখানে বিসর্জন হচ্ছিল, সেদিকেই প্রবল স্রোত এসে সবকিছু ভাসিয়ে নিয়ে যায় বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। কয়েকদিন আগেই এই নদীতে হড়পা বান হয়। তারপরও কেন বিসর্জনের সময় বাড়তি প্রস্তুতি নেওয়া হয়নি, সেই প্রশ্ন উঠছে।
রাজনীতিবিদদের টুইট: এ নিয়ে ট্যুইট করে প্রশাসনের সমালোচনা করেছেন বিজেপি নেতা তথাগত রায়। তিনি ট্যুইটে লেখেন, জলপাইগুড়ির মালবাজারে প্রতিমা বিসর্জনের সময় হড়পা বানে ভয়াবহ দুর্ঘটনা দেখিয়ে দিল, রাজ্যে কর্মসংস্কৃতির অবনমন। এ রাজ্যে নেতারা মানুষকে শুধু দাবি করতে শিখিয়েছে, তার পরিবর্তে যে নিজের কাজটুকু মন দিয়ে করতে হবে, তা শেখায়নি। সিভিল ডিফেন্সের অধিকারীর আমতা আমতা জবাব তাই বোঝায়।
জলপাইগুড়ির মালবাজারে মাল নদীতে হড়পা বানে আহতদের ভর্তি করা হয় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে। মৃতদের দেহও নিয়ে যাওয়া হয় সেখানে। হাসপাতালে প্রশাসনিক সাহায্য না মেলার অভিযোগে উত্তেজনা ছড়ায়। হাসপাতালে ভাঙচুর চালানো হয়। পরে পুলিশ ও প্রশাসনের কর্তারা গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ: বিসর্জনের সময় মাল নদীতে হড়পা বানে মৃত্যুর ঘটনার জেরে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। মালবাজারের ক্যালটেক্স মোড়ে মৃতদের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন। তাঁদের অভিযোগ, আগেও মাল নদীতে হড়পা বান হওয়া সত্ত্বেও প্রশাসন কোনও সতর্কতা নেয়নি। উদ্ধারের সময় প্রশাসনের সহায়তা মেলেনি বলেও তাঁদের অভিযোগ। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। প্রায় ১ ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।