রাজীব চৌধুরী, নওদা: চার বছরের শিশু কন্যাকে খুনের অভিযোগ ঠাকুমার বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য নওদায়। বুধবার দুপুরে মুর্শিদাবাদের নওদা থানার সাকোয়া চুনারীপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।


শিশু কন্যাকে খুনের অভিযোগ: এদিন দুপুরবেলায় ওই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওই শিশুর মা জোৎস্না চুনারী এলাকায় খুঁজতে যান। এরপর বাড়ি ফিরে বাথরুমে গিয়ে তিনি দেখেন সেখানেই পড়ে রয়েছে একরত্তি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।  এলাকাবাসীদের দাবি, ছেলের  দ্বিতীয় পক্ষের স্ত্রীর কন্যাসন্তান হওয়ায় বাড়িতে অশান্তি হত। পরিবারের একমাত্র রোজগেরে অজয় চুনারী বিহারে কাজ করেন। প্রথম পক্ষের স্ত্রীর মৃত্যুর পর ফের বিয়ে করেন অজয়। স্থানীয়দের অভিযোগ, দ্বিতীয় পক্ষের স্ত্রীর কন্যাসন্তানকে অজয় চুনারীর মা লক্ষ্মী চুনারী খুন করেছেন। এই ঘটনায় মৃত ওই শিশুর মা তাঁর শাশুড়ির বিরুদ্ধে থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ ভিত্তিতে মৃত ওই শিশুর ঠাকুমাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। তবে ঠিক কী কারণে ওই শিশুর মৃত্যু হয়েছে তার, তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ।


বৃদ্ধকে খুনের অভিযোগ নাতির বিরুদ্ধে: দিনকয়েক আগে পুরাতন মালদায় ৭০ বছরের ব্যক্তিকে খুনের অভিযোগে তাঁর ১৭ বছরের নাতিকে গ্রেফতার করল পুলিশ। তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয়েছে খুন হওয়া ব্যক্তির ছেলেকেও। পুলিশ সূত্রে দাবি, তুচ্ছ বিষয় নিয়ে বচসার জেরে কুপিয়ে খুন করা হয় ওই ব্যক্তিকে।  তদন্তে পুলিশ জানতে পেরেছে, গাছ কাটা আর বালতি ভাঙার মতো তুচ্ছ বিষয় নিয়ে ৭০ বছরের ওই ব্যক্তির সঙ্গে বৃহস্পতিবার বিকেলে বিবাদ বাধে নাবালক নাতির। দুজনের মধ্যে ধাক্কাধাক্কিও হয়। অভিযোগ, সেই সময় রাগের মাথায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে দাদুকে খুন করে নাতি। কিন্তু কেন পুলিশের সন্দেহ হল নাতিকে? পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ঘটনার সময় দাদু-নাতি ছাড়া বাড়িতে আর কেউ ছিল না। পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ, নিহতের পেটে খাবারের অংশ মিলেছে। তার থেকে পুলিশের সন্দেহ হয়, দুপুরে খাওয়ার পরই খুন হন তিনি। নাতির মোবাইল ফোনের কল রেকর্ডে দেখা যায়, ঘটনার দিন দুপুর সাড়ে তিনটে থেকে ৭টার মধ্যে সে তার বাবার সঙ্গে দফায় দফায় দীর্ঘক্ষণ কথা বলেছে। নাতিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তার বয়ানে ধরা পড়ে অসঙ্গতি।


আরও পড়ুন: South 24 Parganas: মাদক ব্যবসার অভিযোগ, গ্রেফতার ক্যানিংয়ের তৃণমূল পঞ্চায়েত সদস্য