বালুরঘাট: সোনারপুরের পর বালুরঘাট, 'ভুয়ো' শিক্ষকের তালিকায় নাম জড়াল আরও এক তৃণমূল কাউন্সিলরের। এসএসসি প্রকাশিত ৯৫২ জনের তালিকায় নাম বালুরঘাটের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের। এসএসসি প্রকাশিত তালিকায় ৪১৭ নম্বরে নাম দীপান্বিতা দেব সিংহের। তালাবন্ধ বালুরঘাটের তৃণমূল কাউন্সিলর দীপান্বিতা দেব সিংহের বাড়ি। তৃণমূল কাউন্সিলরের নামে বালুরঘাটের ২৪ নম্বর ওয়ার্ডে পড়ল চাকরি-চুরির পোস্টার।
'ভুয়ো' শিক্ষকের তালিকায় তৃণমূল কাউন্সিলরের নাম: নম্বর বদল হয়েছে, এরকম ৯৫২ জনের OMR শিট হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। হাইকোর্টের নির্দেশে প্রকাশিত OMR শিটে নাম রয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুরসভার তৃণমূল কাউন্সিলরের। দীপান্বিতা দেব সিংহ ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এবারই প্রথমবার ভোটে দাঁড়িয়েছিলেন। প্রাচ্যভারতী বিদ্যাপীঠের জীবনবিজ্ঞানের শিক্ষিকা দীপান্বিতা কয়েকদিন ধরে স্কুলে আসছেন না। তৃণমূল কাউন্সিলরের নামে তাঁর ওয়ার্ডেই চাকরি-চুরির অভিযোগে পোস্টার পড়েছে। প্রাচ্যভারতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জানিয়েছেন, কোনও সরকারি নথি না পাওয়ায়, তিনি এ নিয়ে মন্তব্য করবেন না। তৃণমূল কাউন্সিলরের বাড়ি তালাবন্ধ।
দিনকয়েক আগে সেই তালিকায় ৪৭৪ নম্বরে নাম উঠে আসে কুহেলি ঘোষের। SSC সূত্রে খবর, তালিকায় সকলের ক্ষেত্রেই গাজিয়াবাদে অভিযান চালিয়ে সিবিআইয়ের উদ্ধার করা হার্ডডিস্কের সঙ্গে, কমিশনের সার্ভারে থাকা নম্বরের ফারাক রয়েছে। বর্তমানে সোনারপুরের চৌহাটি হাইস্কুলের ইতিহাসের শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন কুহেলি ঘোষ। কিন্তু তার অন্য আরেকটি পরিচয়ও রয়েছে। রাজপুর-সোনারপুর পুরসভার তিনবারের তৃণমূল কাউন্সিলর কুহেলি। শেষ পুরভোটে তিনি ১৮ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হন। তৃণমূলের এরকমই একজন জনপ্রতিনিধির নাম রয়েছে OMR শিটে নম্বর পাল্টে চাকরি পাওয়াদের তালিকায়। চৌহাটি হাইস্কুল কর্তৃপক্ষের দাবি, ২০১৯ সালের ২৮ জানুয়ারি স্কুলে যোগ দেন কুহেলি। SSC-র সুপারিশপত্র ও মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগপত্র পরীক্ষা করেই তাঁকে যোগদান করানো হয়। তারপর সেই সংক্রান্ত নথি পাঠিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট স্কুল পরিদর্শকের অফিসে। সম্প্রতি নিয়োগ দুর্নীতি নিয়ে হইচই পড়ে যাওয়ার পর, এ নিয়ে খোঁজখবর শুরু করে ডিআই অফিস। SSC-র তরফে বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করা হয়। সেদিনও স্কুলে যান। কিন্তু তারপর থেকে আর আসেননি।
আরও পড়ুন: Job Seekers Agitation: ঠান্ডার দোসর মশার কামড়, তবুও আন্দোলনে অনড় চাকরিপ্রার্থীরা