পূর্ণেন্দু সিংহ, খাতরা (বাঁকুড়া) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Draupadi Murmu) নিয়ে অখিল গিরির (Akhil Giri) কুরুচিকর মন্তব্যে ক্ষোভে ফুঁসছে আদিবাসী সমাজ। বাঁকুড়ার খাতরায় খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে (Jyotsna Mandi) ঘিরে বিক্ষোভ আদিবাসীদের। বাড়ি থেকে বেরোতেই মন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ আদিবাসীদের। অখিল গিরিকে অবিলম্বে গ্রেফতারির দাবিতে মন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ।


কী বলছেন খাদ্য প্রতিমন্ত্রী ?


এপ্রসঙ্গে জ্যোৎস্না মান্ডি বলেন, "সম্মানীয় রাষ্ট্রপতি সম্পর্কে অখিল গিরি যে মন্তব্য করেছেন, সেটা নিয়েই তাঁরা বিক্ষোভ সমাবেশে নেমেছিলেন। সেই সময় আমি পেরোচ্ছিলাম। তখন আমার গাড়ি ধরে দাঁড়ায়। আটকে ছিলেন। একজন আদিবাসী মহিলা হয়ে কী বক্তব্য তা জানতে চান। ব্যক্তিগতভাবে, উনি যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ করে বলেছেন, আমি সেটাকে সমর্থন করি না একজন আদিবাসী মহিলা হয়ে। উনি যেটা বলেছেন সেটা তাঁর ব্যক্তিগত মতামত।" 


দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক ও কারা প্রতিমন্ত্রী অখিল গিরি ! তার জেরে অগ্নিগর্ভ রাজ্য রাজনীতি ! জেলায় জেলায় বিক্ষোভ-অবরোধে নেমেছে বিজেপি। তবে শুক্রবারই নয়, এর আগে ২৭ অক্টোবর নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির অনুষ্ঠানেও একই মন্তব্য করেছিলেন অখিল গিরি। এই প্রেক্ষাপটে রাষ্ট্রপতির সঙ্গে তোলা ছবি শেয়ার করে বিরোধী দলনেতা ট্যুইটে লেখেন, রাষ্ট্রের সাংবিধানিক প্রধানের প্রতি ‘সংশোধন অযোগ্য’ বেলাগাম নিকৃষ্ট মানের মন্তব্য করেন যিনি, উনিই আবার নাকি রাজ্যের সংশোধনাগার মন্ত্রী। লজ্জাজনক!


সুর চড়ান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তিনি বলেন, শুধু অখিল গিরি নয়, আমরা মমতা ব্যানার্জির সরকারকে তীব্র ভর্ত্‍‍সনা করছি। আদিবাসী সমাজ অত্যন্ত আক্রাশিত। আমরা তাঁদের সঙ্গে কথা বলেছি। তারা অখিল গিরির বিরুদ্ধে FIR করবে।


এদিকে রাষ্ট্রপতিকে নিয়ে অখিল-মন্তব্যে অস্বস্তির মুখে পড়েছে তৃণমূল নেতৃত্ব! মন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করে দলের তরফে ট্যুইটারে লেখা হয়, ভারতের মাননীয় রাষ্ট্রপতি, দ্রৌপদী মুর্মুকে আমাদের পরম শ্রদ্ধা। আমাদের দলের বিধায়কের করা দুর্ভাগ্যজনক মন্তব্যের তীব্র নিন্দা করি এবং স্পষ্ট করে জানাতে চাই যে, অখিল গিরির মন্তব্যের আমরা তীব্র বিরোধিতা করি। নারীর ক্ষমতায়নের যুগে এ ধরনের দুর্ব্যবহার গ্রহণযোগ্য নয়।


আরও পড়ুন ; এবার অখিল গিরির বিরুদ্ধে হবিবপুর থানায় লিখিত অভিযোগ বিজেপি-র