তুহিন অধিকারী ও পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: আরজি কর কাণ্ডের মধ্যেই এবার বিষ্ণুপুরে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার। চাঁচরের জঙ্গল থেকে মহিলার দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য। ধর্ষণ করে খুন করা হয়েছে, অভিযোগ পরিবারের। দেহ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার, দাবি পুলিশের। বিষ্ণুপুর থানার আইসির তৎপরতায় দেহ উদ্ধার করে নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে ময়না তদন্ত করা হবে।


স্থানীয় সূত্রে দাবি, বিষ্ণুপুর থানার চাঁচর ডাঙ্গাপাড়ার বাসিন্দা বছর ৪৬-এর এক মহিলা গতকাল জঙ্গলে কাঠ কুড়াতে গিয়েছিলেন। তারপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন এবং গ্রামবাসীরা বহু খোঁজাখুঁজি করার পরেও খোঁজ পাননি। এরপর বনদফতরে খবর দেওয়া হয়। অভিযোগ, বনদফতরের কর্মীরাও জঙ্গলে খোঁজাখুঁজি করেছিল কিন্তু তাঁকে খুঁজে পাওয়া যায়নি। আজ ফের সকালবেলায় গ্রামবাসীরা একজোট হয়ে জঙ্গলে খুঁজতে গেলে জঙ্গলের মাঝেই অর্ধনগ্ন অবস্থায় মেলে ওই মহিলার দেহ। তড়িঘড়ি খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায়। ঘটনাস্থলে যায় বিষ্ণুপুর থানার বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: মারাত্মক অভিযোগে গ্রেফতার 'টেলিগ্রাম' সিইও, কী হবে অ্যাপের ভবিষ্যৎ?