পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ক্রমশ ভয় ধরাচ্ছে ডেঙ্গি (Dengue)। এবার বাঁকুড়া (Bankura) শহরে থাবা বসাল ডেঙ্গি সংক্রমণ। গতকাল নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ জন। ডেঙ্গি-দাপটে উদ্বিগ্ন পুরসভাও। পরিস্থিতি সামাল দিতে কোমর বেঁধে নেমেছে পুরসভা। স্বাস্থ্য দফতরের (Health Department) সঙ্গে যৌথভাবে অভিযান চালাচ্ছে পুরসভা। বাড়ি বাড়ি ঘুরে করা হচ্ছে সমীক্ষা।
সেই সমীক্ষা করতে গিয়েই সামনে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য়। এতদিন দেখা যেত, ঘরের বাইরে জলের ট্যাঙ্ক, ফুলের টব বা কোনও ভাঙা জিনিসপত্রে জমে থাকা জলে বেড়ে ওঠে ডেঙ্গির মশার লার্ভা। ওইভাবেই বংশবিস্তার করে এডিস ইজিপ্টাই। কিন্তু বাঁকুড়া শহরে সমীক্ষায় পুরসভা দেখেছে ঘরের চার দেওয়ালের মধ্যেই বংশ বাড়াচ্ছে ডেঙ্গির মশা।
বাঁকুড়া পুরসভা সূত্রে খবর, গত ৩ মাসে ডেঙ্গি আক্রান্তের (Dengu Fever) সংখ্যা ৩৩। আর বৃহস্পতিবারই আক্রান্ত হয়েছেন ৬ জন। যার ফলে ডেঙ্গি সংক্রমণ নিয়ে আতঙ্কিত এলাকার বাসিন্দারা।
গত বছর বাঁকুড়া পুরসভার (Bankura Municipality) ১৯ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি কার্যত মহামারির আকার নিয়েছিল। আক্রান্তের সংখ্যা ছুঁয়েছিল প্রায় তিনশো। এবার বর্ষার শুরুতে ফের ডেঙ্গির প্রকোপ দেখা দেয় ১৯ নম্বর ওয়ার্ডে। এখন সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ডেঙ্গির প্রকোপ বাড়ছে অন্যান্য ওয়ার্ডে। পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার বাঁকুড়ার ৭ নম্বর ওয়ার্ডে শিবির করে জ্বরে আক্রান্তদের রক্তের নমুনা (Blood Test) পরীক্ষা করে পুরসভা। জ্বরে আক্রান্ত ১২ জনের রক্তের নমুনা পরীক্ষা করার পর ৬ জনের শরীরে ডেঙ্গির সংক্রমণ ধরা পড়ে। এরপরই তৎপর হয়েছে পুরসভা ও স্বাস্থ্য দফতর। যৌথ ভাবে এলাকায় অভিযান চালানো হয়। পুরসভার স্বাস্থ্যকর্মীরা এলাকায় বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা চালান। তখনই বেশ কয়েকটি বাড়িতে পাওয়া যায় মশার লার্ভা। এলাকার নিকাশি ব্যবস্থা ঠিকমতো করার পাশাপাশি পুরসভার তরফে ঝোপ জঙ্গল পরিস্কারের কাজও শুরু করা হয়েছে। পুরসভার আশা, এই পদক্ষেপের ফলে ডেঙ্গির বাড় বাড়ন্ত কমবে।
ইতিমধ্যেই কলকাতা, উত্তর ২৪ পরগনায় সামনে এসেছে ডেঙ্গির দাপট। ডেঙ্গির কবলে প্রাণহানির ঘটনা ঘটেছে, সেই কারণেই কোনওভাবেই পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় সেদিকে কড়া নজর রাখছে পুরসভা।
আরও পড়ুন: প্রথম সৌর অভিযানের আগে মন্দিরে বিজ্ঞানীরা, সঙ্গী মিনিয়েচার Aditya L1