বাঁকুড়া: টোটোর বাড়বাড়ন্ত। শহরে বুকে দিবারাত্র টোটোর দাপটে নাজেহাল শহরবাসী। টোটোর অবাধে শহরের বুকে যাতায়াতে বড় বিপাকে সাধারণ মানুষজন। বাঁকুড়া শহরের বুকে টোটোর দৌরাত্ম্যে নিত্যদিন যানজট শহরের গুরত্বপূর্ণ রাস্তাগুলিতে। রাজ্যের পরিবহণ দফতরের নির্দেশের পরেই রাজ্যের বিভিন্ন পুরসভার পাশাপাশি টোটো নিয়ন্ত্রণে কোমর বেঁধে নামল বাঁকুড়া পুরসভা (Bankura Municipality)।
কেন ভোগান্তি, কোথায় সমস্যা ? টোটো নিয়ন্ত্রণে ময়দানে বাঁকুড়া পুরসভা
শহরে কত টোটো রয়েছে সেগুলির যাবতীয় তথ্য সংগ্রহের পাশাপাশি সেগুলি রেজিস্ট্রেশন করে রুট করে এবার পথে নামাতে চলেছে পুরসভা। বাঁকুড়া শহরের রাস্তায় চলতে গেলে টোটোর জেরে পড়তে হবে যানজটে। হ্যাঁ, এটাই এখন বড় ভাবিয়ে তুলেছে শহরবাসীকে। বাঁকুড়া শহরের লালবাজার, মাচানতলা, ভৈরবস্থান মোড়, কলেজ মোড়, জুনবেদিয়া, বাঁকুড়া বাসস্ট্যান্ড, মেডিক্যাল কলেজ এই সব গুরুত্বপূর্ণ রাস্তায় টোটোর বাড়বাড়ন্তে প্রতিদিন যানযটের ঘটনা ঘটছে। এর জেরে প্রতিদিন শহরবাসীকে সমস্যায় পড়তে হচ্ছে। পড়তে হচ্ছে ভোগান্তিতে।
টোটোর বাড়বাড়ন্ত, ফল ভোগ করছেন সাধারণ মানুষ
শহরে বেড়েছে টোটোর সংখ্যা, এক একজন একাধিক টোটো কিনে তা শহরের বুকে ভাড়া খাটানো শুরু করেছে। এর ফলে টোটোর সংখ্যা ব্যাপক হারে বেড়েছে শহরের বুকে। কোন রুট নেই কোনও নিয়ম না মেনেই শহরের বুকে অবাধে ঘুরে বেড়াচ্ছে টোটো এর ফল ভোগ করছেন সাধারণ মানুষ এমন অভিযোগ সামনে আসছে।
রেজিস্ট্রেশন ছাড়া অবৈধ টোটোই কি বাড়িয়েছে জটিলতা ?
প্রসঙ্গত, রাজ্যে কোভিডের একের পর এক ঢেউ আসার পর কাজ হারিয়েছে বহু মানুষ। যার জেরে বহু মানুষ এটাকেই জীবিকা হিসেবে বেছে নিয়েছে। কিন্তু সকল ক্ষেত্রেই গাড়ি চালাবার বৈধ কোনও রেজিস্ট্রেশন আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।রেজিস্ট্রেশন ছাড়া অবৈধ ভাবে অনেক টোটো চলছে একথাও স্বীকার করেছেন টোটো চালকদের একাংশ। অনেকেই বলপূর্বক করে নিয়ম না মেনে টোটো চালাচ্ছে বলেও দাবি করেছেন টোটো চালকদের একাংশ। টোটোর বাড়বাড়ন্তে বাঁকুড়া শহরের মানুষকে অসুবিধায় পড়তে হচ্ছে তা স্বীকার করেছে বাঁকুড়া পুরসভা।
রাজ্যের পরিবহণ দফতরের নির্দেশের পরেই ময়দানে বাঁকুড়া পুরসভা
তবে রাজ্যের পরিবহণ দফতরের নির্দেশের পরেই টোটো নিয়ন্ত্রণ করতে পদক্ষেপ শুরু হয়েছে বলে দাবি করেছে পুরসভা। টোটো পরিসংখ্যান ও রেজিস্ট্রেশন করে নিয়ম মেনে টোটো চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি টোটো শোরুম গুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার অনুমতি ছাড়া শহরে টোটো বিক্রি করা যাবে না।