পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: মিগজাউমের জেরে লাগাতার বৃষ্টি এরাজ্যেও। যার জেরে এবার ফসলে ব্যাপক ক্ষতির আশঙ্কা। বাঁকুড়া (Bankura) জেলায় আমন ধান ও আলু চাষে ব্যপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।


ফসলে ব্যাপক ক্ষতির আশঙ্কা: আবহাওয়া দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টি হয়েছে ৪৫.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টিতেই কার্যত ডুবে গিয়েছে জেলার বিভিন্ন প্রান্তের ধান ও আলুর জমি। ডিসেম্বরের গোড়াতে বাঁকুড়া জেলায় এখন আমন ধান কাটার মরশুম চলছে। বহু জমিতে ধান কাটা অবস্থায় পড়ে রয়েছে। কিছু জমিতে এখনও বাকি।জমিতে জল জমে যাওয়ায় এই কাটা ধান এখন জলে ডুবে রয়েছে। ফলে ধানে অঙ্কুর হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। অন্যদিকে বাঁকুড়ার কোতুলপুর, জয়পুর, সোনামুখী,  বিষ্ণুপুর, সিমলাপাল ও তালডাংরা সহ বিভিন্ন ব্লকে এখন আলু বসানোর ভরা মরশুম চলছে। টানা বৃষ্টিতে ইতিমধ্যেই জমিতে বসানো আলু পচে যাওয়ার আশঙ্কা। পাশাপাশি এখনও যেসব ছবিতে আলু বসানো বাকি, সেখানে চাষের কাজ বেশ কিছুটা পিছিয়ে যাবে।  


দক্ষিণ ভারতে আছড়ে পড়া ঘূর্ণিঝড় ফের পরিণত হয়েছে নিম্নচাপে। যার পরোক্ষ প্রভাব পড়েছে এরাজ্যেও। মিগজাউমের প্রভাবে রাজ্য়ে আচমকা উধাও শীত। বুধবার থেকেই মুখ ভার আকাশের। সঙ্গে মাঝেমধ্যেই মানছে বৃষ্টিও। বৃহস্পতিবার সকালেও বৃষ্টিতে ভিজল কলকাতা। এদিন বৃষ্টি হয়েছে জেলায় জেলায়। বাঁকুড়া তো বটেই একটানা বৃষ্টিতে মাথায় হাত পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কৃষকদের। ঘূর্ণিঝড় মিগজাউমের জেরে বীরভূমে আগাম সতর্কবার্তা জারি করেছিল রাজ্য় কৃষি দফতর। কিন্তু, ভিজে থাকা ধান কাটায় সমস্য়া হওয়ায় এবং একসঙ্গে এত ধান রাখার জায়গা না থাকায় এখনও ২০ শতাংশ ফসল এখনও মাঠে পড়ে রয়েছে। এই পরিস্থিতিতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে তাঁদের সংশ্লিষ্ট বিমার আওতায় আনার আশ্বাস দিয়েছেন জেলার কৃষি অধিকর্তা।

এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে,শুক্রবার থেকেই আবহাওয়া পরিবর্তন হবে। শনিবার থেকে ফিরতে পারে শীতের আমেজ।আগামী মঙ্গলবারের মধ্য়ে রাতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি নামতে পারে। তবে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতায় বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস।যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: Robotic Surgery: স্বাস্থ্য পরিষেবার মুকুটে নতুন পালক, SSKM-এ শুরু হতে চলেছে রোবোটিক সার্জারি