পার্থ প্রতিম ঘোষ, বাঁকুড়া: মাওবাদী আতঙ্কে জঙ্গলমহলে (Jangalmahal) জারি হয়েছে হাই অ্যালার্ট (High Alert)। এই প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় জঙ্গলমহলের জেলাগুলিতে সফর করছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। পরিস্থিতি পর্যালোচনায় গতকাল বাঁকুড়া (Bankura) ও পুরুলিয়ায় (Purulia) পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকও করেন তিনি। বাঁকুড়া জেলার মাওবাদী প্রভাবিত রানিবাঁধ, রায়পুর, বারিকুল, সারেঙ্গা ও সিমলাপাল থানাকে সতর্ক করা হয়েছে। এই ৫ থানা এলাকায় নাকা তল্লাশি ও টহলদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, জঙ্গলমহল এলাকায় নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন ডিজিপি।


জঙ্গলমহলে জারি হাই অ্যালার্ট: পুলিশ-প্রশাসন সূত্রে খবর, সম্প্রতি জঙ্গলমহলে মাওবাদীদের গতিবিধি বেড়েছে। জঙ্গলমহল এলাকায় মাওবাদীদের নামে একাধিক পোস্টার পাওয়া গেছে। উদ্ধার হয়েছে ল্যান্ডমাইন। গ্রেফতার হয়েছেন কয়েকজন সক্রিয় মাওবাদী নেতা। গত ৮ এপ্রিল, মাওবাদীদের ডাকা বন্‍‍ধে ব্যাপক সাড়া পড়েছিল জঙ্গলমহলে। বাঁকুড়ার রায়পুর-সারেঙ্গা ও রানিবাঁধ এলাকায় যান চলাচল ও দোকানপাট সম্পূর্ণ বন্ধ ছিল। এর ফলে প্রশাসন আশঙ্কা করছে, জঙ্গলমহলে মাওবাদীদের গতিবিধি বেড়েছে। এই প্রেক্ষাপটে শনিবার মেদিনীপুর ও ঝাড়গ্রামের পুলিশ লাইনসে উচ্চপর্যায়ের বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। এরপর গতকাল পরিস্থিতি পর্যালোচনায় গতকাল বাঁকুড়া ও পুরুলিয়ায় পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন মনোজ মালব্য। সূত্রের খবর, বৈঠকে সংশ্লিষ্ট ৫ থানা এলাকায় নজরদারি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। এরপর এদিন সকাল থেকেই  রানিবাঁধ, সিমলাপাল এলাকায় শুরু হয় নাকা চেকিং। বাইক, টোটো আটকে জানতে চাওয়া হয়, কোথায় যাচ্ছেন? কী উদ্দেশ্য? গাড়ির নথিও দেখতে চান পুলিশ আধিকারিকরা। 


অন্যদিকে বীরভূমের শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে ২ জন নাবালক। বৃহস্পতিবার মেলা থেকে ফেরার পথে শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার ৩ দিন পর ২ অভিযুক্তকে গতকাল রাতে পাড়ুই থেকে গ্রেফতার করে পুলিশ। আজ গ্রেফতার করা হয় ২ নাবালককে।  বীরভূমের পুলিশ সুপার জানিয়েছেন, নাবালিকার বয়ানের ভিত্তিতে অভিযুক্তদের স্কেচ আঁকানো হয়। তার ভিত্তিতেই গতকাল রাতে প্রথমে পাড়ুই থেকে গ্রেফতার করা হয় সুনীল সোরেন ও লক্ষ্মীরাম সোরেনকে। 


আরও পড়ুন: Anubrata Mondal: অনুব্রত মণ্ডলকে বিষ ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হবে উডবার্ন ওয়ার্ডে! বিস্ফোরক বিজেপি বিধায়ক