পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: গতকাল রাজ্যের ১০৮টি পুরসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরপরেই মনোনয়ন জমা দেওয়া শুরু হয়েছে। আজ সকাল থেকেই মনোনয়নের তোড়জোড় শুরু হয়েছে বাঁকুড়া জেলার তিন পুরসভায়। বাঁকুড়ার জেলাশাসকের দফতর চত্বর ও বিষ্ণুপুর মহকুমা শাসকের দফতরে চলছে এই তিন পুরসভার মনোনয়ন তোলা ও জমা দেওয়ার কাজ। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থার পাশাপাশি জোর দেওয়া হয়েছে নিরাপত্তাতেও।


বাঁকুড়া পুরসভার জন্য বাঁকুড়া জেলা শাসকের দফতর চত্বরে থাকা কন্যাশ্রী ভবন ও সংখ্যালঘু ভবনে পৃথক পৃথক ওয়ার্ডের মনোনয়ন তোলা ও জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মনোনয়নকে কেন্দ্র করে যাতে বেশি সংখ্যক মানুষ মনোনয়ন কেন্দ্রে ভিড় না করেন সেজন্য কেবলমাত্র প্রার্থী ও একজন প্রস্তাবককে মনোনয়ন কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। মনোনয়ন কেন্দ্রের বাইরে মাস্ক ও স্যানিটাইজার দেওয়ার ব্যবস্থা রয়েছে। বাঁকুড়া পুরসভার ২৪ টি ওয়ার্ডের প্রার্থীদের মনোনয়নের জন্য মোট ৬ টি টেবিল করা হয়েছে। একেকটি টেবিলে নির্দিষ্ট চারটি ওয়ার্ডের প্রার্থীরা মনোনয়ন করতে পারবেন।


মনোনয়নকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে বাঁকুড়ার জেলা শাসকের দফতরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। জেলা শাসকের দফতর চত্বরে যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে। সিসি ক্যামেরায় নজরদারি চালানো হচ্ছে গোটা এলাকায়। মনোনয়নের জন্য প্রশাসনিক এই ব্যবস্থায় খুশি  মনোনয়ন তুলতে যাওয়া প্রার্থীরা।  


২৭ ফেব্রুয়ারি বাকি ১০৮টি পুরসভার ভোটগ্রহণ। বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। ৯ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১২ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি বাকি ১০৮টি পুরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। ৮ মার্চের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টে মামলা চলায় দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে ভোট হচ্ছে না। বাকি সব জায়গাতেই ভোট হবে।