পূ্র্ণেন্দু সিংহ, বাঁকুড়া: রাজনীতিতে কুকথা-হুঁশিয়ারি-হুমকি। শাসক থেকে বিরোধী বিধায়ক- পাল্লা দিচ্ছে দুই পক্ষই। এবার ভাইরাল হল বাঁকুড়ার (Bankura) ওন্দার বিজেপি বিধায়ক (BJP MLA) অমরনাথ শাখার বক্তব্য। ধর্মতলায় বিজেপির সভায় যেতে বাধা দিলে কী করতে হবে তারই নিদান দিয়েছেন তিনি। 


কী বলেছেন বিজেপির বিধায়ক?
২৯ নভেম্বর ধর্মতলার সমাবেশের আগে পুঞ্চায় প্রস্তুতি সভা ছিল বিজেপির (BJP)। সেই সভাতেই ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা (Amarnath Sakha) বলেন, 'ধর্মতলায় বিজেপির সভায় যেতে বাধা দিলে, তৃণমূল (TMC) কর্মীদের টুঁটি চেপে গাড়িতে তুলে, গঙ্গায় চুবিয়ে দেবেন। তৃণমূলের কেউ গালে চড় মারলে, পাল্টা মারে তাঁর দাঁত ফেলে দিন।' যখন এই বক্তব্য রাখছিলেন বিধায়ক, তখন সভায় উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। বিধায়ক আরও বলেন, 'তৃণমূল নাকি বলছে, আমাদেরকে কোথাও কোথাও আটকাতে পারে। আপনাদের বলে দিচ্ছি, তৃণমূল কংগ্রেস যদি রাস্তা আটকায়, গাড়ি থেকে নেমে টুঁটিটা ধরে ওই বাঁশটা দিয়ে তুলবেন, আর গিয়ে গঙ্গার জলে চোবাবেন।'


যদিও এই বক্তব্যকে আমল দিতে চাইছে না স্থানীয় তৃণমূল। ধর্মতলার সভার জন্য লোক জোগাড় করতে পারবে না বুঝেই এই ধরনের মন্তব্য করা হচ্ছে বলে দাবি তৃণমূলের।  আগামী বুধবার কলকাতায় সভা করতে আসছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। সেই সভার আগে ক্রমশ চড়ছে বাংলার রাজনীতির পারদ। এরই মধ্যে চলছে বিজেপির প্রচার, সেই প্রচার ঘিরে হচ্ছে তরজা। চলছে হুমকি আর তার পাল্টা হুঁশিয়ারির পালা। রবিবার হুগলির চুঁচুড়ায় বিজেপির পোস্টারের নীচেই পাল্টা হুমকি পোস্টার দেখা গেছিল। যেখানে লেখা আছে, এলাকা থেকে যারা অমিত শা-র সভায় যাবেন তাদের এলাকা ছাড়া করা হবে। একই দিনে বাঁকুড়ার পুঞ্চায়, ধর্মতলার সমাবেশের প্রস্তুতি সভায় তৃণমূলকে পাল্টা হুমকি দিলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। সভায় যেতে বাধা দিলে, তৃণমূল কর্মীদের টুঁটি চেপে, গঙ্গায় চোবানোর হুমকি দিলেন তিনি। এখানেই শেষ নয়, চড় মারলে পাল্টা কামড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন বিজেপি বিধায়ক।


বাজার গরম করতে এই সব কথা বলছেন বিজেপি বিধায়ক। পাল্টা মন্তব্য করেছে তৃণমূল। যদিও নিজের অবস্থানেই অনড় রয়েছেন অমরনাথ শাখা। তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি অরূপ চক্রবর্তী বলেন, 'বিজেপি বিধায়ক বুঝতে পেরেছেন লোক হবে না কলকাতার সভায়, যা হোক একটা বলে বাজার গরম করতে হবে সেই কাজ উনি করছেন।' আর পাল্টা অমরনাথ শাখার দাবি, 'কোনও উস্কানিমূলক নয়, টিট ফর ট্যাট।'


আরও পড়ুন: এদেশে যেতে ভিসা লাগবে না ভারতীয়দের! আর কোন কোন দেশ দেয় এই সুবিধা?