প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে অবরুদ্ধ ৬০ নম্বর জাতীয় সড়ক। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) মেজিয়ার (Mejia) তারাপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, একটি গাড়়ির ধাক্কায় এক কিশোরকে গুরুতর আহত হতে হয়। সেই কিশোরের নাম শ্রীনাথ শীল। তার বয়স ১৩ বছর। সেই কিশোরের দুর্ঘটনার পরই ৬০ নম্বর জাতীয় সড়কে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়। প্রায় ২০ মিনিট জাতীয় সড়ক অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা।  


কীভাবে ঘটল পথ দুর্ঘটনা?


সূত্রের খবর, এদিন সকালে ৬০ নম্বর জাতীয় সড়কে সাইকেলে করে যাচ্ছিল সেই কিশোর। মেজিয়ার শ্রীনগর কলোনি থেকে তারাপুরের দিকে যাচ্ছিল সে। সেই সময়ই উল্টোদিক থেকে একটি মারুতি গাড়ি মুখোমুখি সজোরে ধাক্কা মারে ওই সাইকেল আরোহীকে। ঘটনাস্থলে গুরুতরভাবে আহত হয় ওই কিশোর। শুধু এই কিশোর নয় এই কিশোরের পাশাপাশি আরও দুই পথচারীকে ধাক্কা মারে বলে অভিযোগ।  


স্থানীয়দের প্রচেষ্টায় তাদের সকলকে দ্রুত মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলেও গুরুতর আহত শ্রীনাথ শীল কে  বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।  এরপরই স্থানীয়রা ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। অবরোধের জেরে  আটকে পড়ে বহু যানবাহন। পরে মেজিয়া থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে  অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।      


পূর্ব বর্ধমানে দুর্ঘটনায় মৃত্যু:  এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে একই পরিবারের ৪ জন টোটোতে ২ নম্বর জাতীয় সড়ক বি-র উপর দিয়ে মাছ ধরতে যাচ্ছিল। সেই সময় ঝিঙুটি মোড়ের কাছে পাথর বোঝাই ডাম্পার উল্টোদিক থেকে এসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। তার মধ্যে এক পরিবারের ৪ জনের। মৃত্যু হয়েছে টোটো চালকের। এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় বর্ধমান থানা ও দেওয়ান দিঘি থানার পুলিশ। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শোকের ছাড়া এলাকাজুড়ে।