পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ঠান্ডায় জবুথবু গোটা রাজ্য। তার মধ্যেই ফের বিপত্তি নেমে এল। শুশুনিয়া পাহাড়ে (Susunia Hill Fire)ফের আগুন ধরল। পাহাড়ের গায়ের জঙ্গল থেকে ধোঁয়া বেরোতে দেখে আঁতকে ওঠেন স্থানীয়রা। খবর যায় বন দফতরে। তড়িঘড়ি আগুন নেভানোর কাজ শুরু হয়। তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় ফের প্রহর গুনছেন স্থানীয় বাসিন্দারা। 


পাহাড়ের গায়ের জঙ্গল থেকে ধোঁয়া বেরোতে দেখে আঁতকে ওঠেন স্থানীয়রা


শনিবার দুপুরের ঘটনা। বাঁকুড়ার (Bankura News) শুশুনিয়া পাহাড়ের গায়ে, ঘন জঙ্গলে আগুন লাগে (Susunia Hill)। দুপুরে সেখান থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পৌঁছয় বন দফতরেও। তড়িঘড়ি ছুটে আসেন বন দফতরের কর্মী, আধিকারিকরা। শুরু হয় আঘুন নেভানোর কাজ। তাতে সন্ধের আগেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। 


শুশুনিয়া পাহাড়ের গায়ে ঘন জঙ্গল রয়েছে। শীতের মরসুমে এই জঙ্গলে গাছের শুকনো পাতা ঝরে স্তূপাকারে পাহাড়ের গায়ে জমে যায়। ফি বছর সেই শুকনো পাতা থেকে আগুন ধরার ঘটনা ঘটে। এ বারও তার অন্যথা হল না। তবে স্থানীয় মানুষ জন এবং বন দফতরের তৎপরতায় আগুন মারাত্মক আকার ধারণ করার আগেই তা নিভিয়ে ফেলা সম্ভব হয়। 


আরও পড়ুন: Bagbazar Puja: রাজস্থানের আচারি শালগম থেকে মেঘালয়ের কপি পাতার চাটনি, ৪৫১ ভোগ সহযোগে শনি ও কালীর পুজো


স্থানীয়রা জানিয়েছেন, আজ দুপুরের দিকে পাহাড়ের দক্ষিণ ঢালে মাটিতে পড়ে থাকা শুকনো পাতায় আগুন লেগে যায়। খবর পৌঁছয় বন দফতরেও। ধোঁয়া দেখেই বিষয়টি বুঝতে পারেন স্থানীয় বনকর্মীরা। দ্রুত ব্লোয়ার নিয়ে এসে আগুন নেভানোর কাজ শুরু হয়। বন কর্মীদের চেষ্টায় বিকেল গড়িয়ে সন্ধে নামার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।


পাহাড়ের দক্ষিণ ঢালে মাটিতে পড়ে থাকা শুকনো পাতায় আগুন লেগে যায়


বন দফতরের তরফে জানানো হয়েছে যে, পাহাড়ের গায়ের জঙ্গলের আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়েছে। তবে আগুন লাগার কারণ নিয়ে নানা তত্ত্ব উঠে আসছে। পর্যটকদের অসাবধানতায় পাহাড়ে আগুন লাগল, নাকি শুকনো পাতা থেকেই বিপত্তি ঘটে, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, উঠছে প্রশ্ন। বিষয়টি খতিয়ে দেখছে বন দফতর।