Bankura College: এবিপি আনন্দের খবরের জের, '১০০ টাকার' অধ্যাপকের নোটিস বাতিল
Bankura Tapan College: দক্ষিণ দিনাজপুরের তপনের নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজের বিজ্ঞপ্তি ঘিরে রবিবার বিস্মিত হয়েছিল শিক্ষামহলের একাংশ।
কলকাতা: এবিপি আনন্দের খবরের জের, '১০০ টাকার' অধ্যাপকের নোটিস বাতিল। বিতর্কের মুখে তপনের কলেজের বিতর্কিত নোটিস প্রত্যাহার। ক্লাস পিছু ১০০ টাকার বিনিময়ে অতিথি অধ্যাপক চেয়ে নোটিস। রাজ্য জুড়ে তীব্র সমালোচনার মুখে ২৪ ঘণ্টার মধ্যেই বিজ্ঞপ্তি বাতিল। বিজ্ঞপ্তি বাতিল করা হল, নোটিস (Notice) দিয়ে জানাল নাথানিয়াল মুর্মু কলেজ। ক্লাস পিছু ১০০ টাকা, সপ্তাহে ১৫টির বেশি ক্লাস নয়, বিজ্ঞপ্তি ঘিরে তোলপাড়।
ঘটনার প্রেক্ষাপট
কলেজে ক্লাসপিছু অতিথি লেকচারারের সাম্মানিক ১০০ টাকা! দক্ষিণ দিনাজপুরের তপনের নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজের বিজ্ঞপ্তি ঘিরে রবিবার বিস্মিত হয়েছিল শিক্ষামহলের একাংশ। ১০০ টাকা সাম্মানিকে ৬ জন অতিথি লেকচারারের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কলেজ কর্তৃপক্ষ। সপ্তাহে ১৫টির বেশি ক্লাস নয়, এও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। (Bankura College)
এদিকে এরপরই গোটা বিষয়টি জানিয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি লেখেন, তৃণমূল আমলে এটাই শিক্ষার দাম। সরকার পোষিত তপনের নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজে ক্লাসপিছু সাম্মানিক একজন দিনমজুরের একদিনের আয়ের থেকেও কম। এ নিয়ে কলেজ কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এর আগে চলতি বছরের মার্চে, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপকের ক্লাসপিছু বেতন ৩০০ টাকা ধার্য করা নিয়ে বিতর্ক তৈরি হয়।
আরও পড়ুন, 'সুপ্রিম কোর্ট কড়া পদক্ষেপ নিতে বারণ করছে , জিজ্ঞাসাবাদ করতে তো নয়' সিবিআইকে বিচারপতি গঙ্গোপাধ্যায়
সম্প্রতি, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের স্পেশাল লেকচারার পদে নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরেও তোলপাড় পড়ে যায়। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, সপ্তাহে সর্বাধিক চারটি ক্লাস করাবেন স্পেশাল লেকচারাররা। ক্লাস পিছু মিলবে ৩০০ টাকা সাম্মানিক! গতবছরও বাঁকুড়া বিশ্ববিদ্যালয়েরই অস্থায়ী-চুক্তিভিত্তিক ঝাড়ুদার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। সেখানে মাসিক ভাতা ছিল ৫ হাজার টাকা।