ভাস্কর ঘোষ এবং অরিত্রিক ভট্টাচার্য, বেলুড়: ১২৫ বছরে পদার্পণ করল রামকৃষ্ণ মিশন (Ramakrishna Mission)। ১৮৯৭ সালের ১ মে প্রতিষ্ঠা হয়। আজ সকালে মূল মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের শুরু। ভক্ত সমাবেশ শুরু হবে সকাল ৯টা থেকে।
কী কী অনুষ্ঠান রয়েছে আজ?
মূল মন্দিরের পাশে এবার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৈদিক মন্ত্রোচ্চারণ দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। স্বাগত ভাষণ দেবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ। দিনভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হবে সকাল সাড়ে ১১টায়।
বিকেল ৪টে থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। প্রদীপ জ্বালিয়ে রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানের সূচনা করবেন প্রেসিডেন্ট মহারাজ স্বামী স্মরণানন্দ। একবছর ব্যাপী কার্যক্রমের উপস্থাপনা করবেন সহকারী সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দ।
আরও পড়ুন, ঈশ্বরকণা আবিষ্কারে নাম জুড়ল হাওড়ার শ্রমিকদের, দেওয়া হবে সম্বর্ধনা
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া শহরের বেলুড় অঞ্চলে হুগলি নদীর পশ্চিম পাড়ে অবস্থিত বেলুড় মঠ কলকাতা-সন্নিহিত অঞ্চলের অন্যতম দ্রষ্টব্যস্থল। বেলুড় মঠের রামকৃষ্ণ মন্দির রামকৃষ্ণ ভাব-আন্দোলনের প্রাণকেন্দ্র। ৪০ একর জমির উপর অবস্থিত মূল মঠপ্রাঙ্গণে মন্দির ও রামকৃষ্ণ মিশনের সদর কার্যালয় অবস্থিত। এছাড়াও স্বামী ব্রহ্মানন্দ মন্দির ও রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাসকে তুলে ধরার লক্ষ্যে একটি সংগ্রহশালাও এখানে স্থাপিত হয়েছে।
বেলুড় মঠ বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, নারীকল্যাণ, শ্রমিক ও অনগ্রসর শ্রেণীর স্বার্থে গ্রামোন্নয়ন, ত্রাণ, ধর্মীয় ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করে থাকে। রামকৃষ্ণ পরমহংস, সারদা দেবী, স্বামী বিবেকানন্দের জন্ম ও প্রয়াণতিথি, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও বড়দিন উৎসব উদ্যাপন করে এই কেন্দ্র। দুর্গাপূজা, বিশেষত মহাষ্টমীর কুমারীপূজা দেখতে এখানে প্রতি বছর প্রচুর জনসমাগম হয়।