বীরভূম: SIR নিয়ে সংঘাতে তৃণমূল, SIR-কেই কাজে লাগানোর পরামর্শ অনুব্রত মণ্ডলের। 'SIR করে ভোটার তালিকায় নাম তুলুন', SIR-এ নাম তুলুন, এরপর NRC আসছে, বার্তা দিয়েছেন তিনি। 'SIR-এ নাম বাদ গেলে NRC-তে ডাকবে', SIR-এ নাম না তুললে মানুষের বিড়ম্বনা বাড়বে, বার্তা শাসকনেতার।এদিন অনুব্রত মণ্ডল বলেছেন, এসআইআর করার পর কিন্তু এনআরসি হবে। যেটা আসামে হয়েছে। এসআইআর-এ যদি নাম বাদ যায়, তাহলে এনআরসি-তে ডাকবে। এবং তখন মানুষ প্রচণ্ড বিড়ম্বনায় পড়বে। এই জন্য সব মানুষকে বলব, যেন এসআইআর করে ভোটার লিস্টে নামটা তুলে নেয়।' 

Continues below advertisement

আরও পড়ুন, 'কলকাতা পুরসভার প্রশ্রয়ে অবৈধভাবে বার্থ সার্টিফিকেট বিলি হচ্ছে..',SIR সংঘাতে এবার বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

Continues below advertisement

SIR করার পর কিন্তু NRC হবে। SIR-NRC আতঙ্কে যখন রাজ্য়ের একাধিক জায়গা থেকে মৃত্য়ুর অভিযোগ সামনে এসেছে, তখন নতুন বিতর্ক তৈরি করলেন অনুব্রত মণ্ডল। কয়েকদিন আগেই তিনি বলেছিলেন SIR হলে কোনও অসুবিধা নেই।বীরভূম তৃণমূল কংগ্রেস কোর কমিটি আহ্বায়ক অনুব্রত মণ্ডল বলেন, SIR চালু হোক না, অসুবিধার কী আছে। SIR চালু তো ভাল হবে। কোনও প্রবলেম নেই।  কিন্তু সেই অনুব্রত মণ্ডলই এবার SIR-র সঙ্গে NRC-কে জুড়ে দিলেন কৌশলে।

 অনুব্রত মণ্ডল বলেন, SIR করার পর কিন্তু NRC হবে। যেটা আসামে হয়েছে। এবারে SIR-এ যদি নাম বাদ যায়, NRC তে ডাকবে। এবং তখন মানুষ প্রচণ্ড বিড়ম্বনায় পড়বে। এইজন্য সব মানুষকে বলব যেন SIR করে নিজের ভোটার লিস্টে নামটা তুলে নেয়।' এই মন্তব্য়ের জন্য় অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করেছে বিজেপি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন,বীরভূমে ২ ষাঁড় গুঁতোগুঁতি লেগে গেছে। এদিকে কাজল গুঁতোচ্ছে, এদিকে অনুব্রত গুঁতোচ্ছে। একটা মোটা ষাঁড়। একটা রোগা ষাঁড়। ২ ছেলে গুঁতোগুঁতি করছে। অনুব্রত বলছে যে SIR করুন ভাল করে, SIR না করলে NRC হয়ে যাবে। বিপদ হয়ে যাবে। অনুব্রত মণ্ডল বলছে। কী গুণ জেলের দেখেছেন? আগে কী বলত? চড়াম তড়াম, গুড়-বাতাসা। মনে আছে? একবার মোদির জেল থেকে ঘুরে এল চরিত্রই পরিবর্তন হয়ে গেছে।  SIR-এ কত নাম বাদ পড়তে পারে তা নিয়ে বিজেপি নেতারা ইতিমধ্য়েই ভবিষ্য়দ্বাণী শুরু করেছেন। সেই প্রসঙ্গে বলতে গিয়ে বারবার শুভেন্দু অধিকারীর মুখে উঠে এসেছে অনুপ্রবেশকারী মুসলিম ভোটারের প্রসঙ্গ। বিরোধী দলনেতা   শুভেন্দু অধিকারী বলেন, পূর্ব অভিজ্ঞতা বলে ২০০২ সালে যে শেষ SIR হয়েছিল পশ্চিমবঙ্গে ২৬ লক্ষ নাম বাদ গেছিল।  সঠিক SIR হলে গত ১০-১২ বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে, কাঁটাতারের বেড়া না থাকার ফলে, তাতে ১ কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত।  এবার অসমের NRC-র প্রসঙ্গ টেনে পাল্টা রাজনৈতিক কৌশল নিলেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল বলেন, দেখুন আসামে কিন্তু ১৪লাখ হিন্দু লোক জেলে আছে। এটা কিন্তু ভুল ধারনা যে খালি মুসলিমরাই জেলে থাকবে। হিন্দুরা থাকবে না তা নয়। আসামে কিন্তু হিন্দুই বেশি আছে। সবাই মিলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে এখানকার ছেলেমেয়েরা যেভাবে কাজ করছে প্রবলেম হবে না। এর আগে SIR নিয়ে মন্তব্য করতে গিয়ে একাধিকবার NRC প্রসঙ্গ শোনা গেছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। সম্প্রতি SIR শুরুর আগে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন, সামনে SIR? আর পিছনে কী? পিছনে কী মীরজাফর স্যার? ভোটের নামে SIR? পিছনে কি মীরজাফর স্যার?  NRC? । মুখ্য়মন্ত্রীর ভয় দেখাচ্ছেন, এই দাবি করে পাল্টা আক্রমণ শানিয়েছিল বিজেপি।আর এবার মুখ্য়মন্ত্রীর পথে হাঁটলেন অনুব্রত মণ্ডল।