কলকাতা :  গত ৬ সেপ্টেম্বর, ভবানীপুরের উপনির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০শে সেপ্টেম্বর সকাল ৭টা থেকে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ১৩ই সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ১৬ই সেপ্টেম্বর। ৫ অক্টোবরের আগে সম্পূর্ণ করতে হবে নির্বাচন প্রক্রিয়া। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এই কেন্দ্রে তিন হেভিওয়েটের লড়াই। নামে উপনির্বাচন। কিন্তু, উত্তাপ বিধানসভা নির্বাচনের থেকে এটুকু কম নয়। কারণ কেন্দ্রের নাম - ভবানীপুর। আর তৃণমূল প্রার্থীর নাম, মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) । তাঁকে চ্যালেঞ্জ জানাতে বিজেপি ময়দানে নামিয়েছে প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে ( PRIYANKA TIBREWAL)। আর সিপিএমের বাজি, তরুণ আইনজীবী শ্রীজীব বিশ্বাস (SHRIJEEB BISWAS)। এঁরা ছাড়াও নির্বাচনী লড়াইতে আছেন আরও ৯ জন। চিনে নিন তাঁদের। 



  • নির্দল প্রার্থী হিসেবে ভবানীপুর কেন্দ্রে মনোনয়ন পত্র দাখিল করেছেন মলয় গুহ রায় (MALAY GUHA ROY)। তাঁর মনোনয়ন গৃহীতও হয়েছে কমিশনের তরফে। বেহালা পর্ণশ্রী অঞ্চলের বাসিন্দা মলয় গুহ রায়ের বয়স ৫৪ বছর।

  • ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির (Bharatiya Nyay-Adhikar Raksha Party) প্রার্থী হিসেবে ভবানীপুর উপনির্বাচনে লড়ছেন স্বর্ণলতা সরকার (SWARNALATA SARKAR)। তপসিয়ার মহেন্দ্র রায় লেনের বাসিন্দা স্বর্ণলতার বয়স কমিশনের দেওয়া তথ্য অনুসারে ৪৫।

  • নির্দল প্রার্থী হিসেবে ভবানীপুর কেন্দ্রে লড়ছেন সুব্রত বসু (SUBRATA BOSE). হরিদেবপুরের বাসিন্দা সুব্রতর বয়স ৬২।

  • বহুজন মহা পার্টির তরফে উপনির্বাচনে (Bahujan Maha Party) লড়ছেন মঙ্গল সরকার (MANGAL SARKAR)। হুগলি মাহেশের বাসিন্দা তিনি। নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুসারে তাঁর বয়স ৪১.




  • হিন্দুস্তানী আওয়াম মোর্চার (Hindustani Awam Morcha) হয়ে ভবানীপুরে উপনির্বাচনে লড়তে নামছেন শতদ্রু রায়। ৩৭ বছরের শতদ্রু কসবার বাসিন্দা।

  • ভবানীপুরে ভোটের ময়দানে লড়বেন সাহিনা আহমেদ ( SAHEENA AHMED)। তিনি নির্দল প্রার্থী। ওয়াটগঞ্জের বাসিন্দার এই প্রার্থীর বয়স ৩৪ মাত্র।

    আরও পড়ুন :


    'বিধিভঙ্গের অভিযোগ তুলতেই পুলিশ কর্মীরা সাদা পোশাকে ঘুরছেন আমার সঙ্গে', প্রচারে বেরিয়ে সরব টিবরেওয়াল


     



  • ৫১ বছরের রুমা নন্দনও (RUMA NANDAN) লড়ছেন ভবানীপুরে। তিনি নির্দল প্রার্থী। নীল গোপাল মিত্র লেনের বাসিন্দা ইনি।

  • এই কেন্দ্রের আরও এক প্রার্থীর নাম চন্দ্রচূড় গোস্বামী। তিনিও নির্দল প্রার্থী। ৩২ বছরের চন্দ্রচূড় এম জি রোডের রবীন্দ্র আবাসনের বাসিন্দা।

  • এই কেন্দ্রের আরেক নির্দল প্রার্থী আশরফ আলম (ASRAF ALAM)। একবালপুরের বাসিন্দা আলমের বয়স ৪০। 

    তথ্যসূত্র : https://affidavit.eci.gov.in/