কলকাতা : কার্তিক মাসে শুক্লপক্ষে পড়ে ভ্রাতৃদ্বিতীয়া। ভাই-বোনের পবিত্র সম্পর্কে স্নেহের প্রতীক এই ভাইফোঁটা। এই দিন কপালে ফোঁটা পরিয়ে ভাইয়ের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধির প্রার্থনা করেন বোনেরা। অনেকে ভাইফোঁটা দেন প্রতিপদে , অনেকে দ্বিতীয়ায় । এবার দ্বিতীয়া থাকছে দুই দিন। বুধ ও বৃহস্পতিবার। 


কোন মাছের কী দর 
তাই দীপাবলি থেকেই চাঙ্গা বাজার। ভাইফোঁটা উপলক্ষ্যে মাছের বাজার কিছুটা চড়া। ভাইয়ের কপালে ফোঁটা আর পাতে ইলিশ মাস্ট। এবার ইলিশের জোগানও যথেষ্টই।



  • এক কেজি পর্যন্ত ইলিশের দাম ১২০০-দেড় হাজার টাকা।

  • দেড় কেজির দাম ঘোরাফেরা করছে আঠারোশোর মধ্যে।

  • ভেটকি ৫০০-সাড়ে ৫০০

  • পারশে ৪০০-৫০০

  • পাবদা ৫০০-৬০০

  • তোপসে ৭০০

  • বাগদা মাঝারি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

    দ্বিতীয়া কখন শুরু, কখন শেষ 
    দাম যতই চড়া হোক, ভাইয়ের পাতে পছন্দের মাছ তুলে দিতে বাজারে ভিড়। ২৬ অক্টোবর ভাইফোঁটা। ওই দিন দুপুর ২টো বেজে ৪২ মিনিটে দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে। থাকবে ২৭ অক্টোবর দুপুর ১২টা বেজে ৪৫ মিনিট পর্যন্ত। তাই এ বছর ২৬ এবং ২৭ অক্টোবর, দুই দিনই ভাইফোঁটা পালন করা যাবে। তবে ২৬ অক্টোবর দ্বিতীয় তিথি শুরু হওয়ার পরই ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার আদর্শ সময় বলে মনে করা হচ্ছে। পুরোহিতরা বলছেন, ভাইফোঁটার অপরাহ্ণ কাল ২৬ অক্টোবর দুপুর ১টা বেজে ১২ মিনিট থেকে ৩টে বেজে ২৭ মিনিট পর্যন্ত।

    ভাইফোঁটার গল্প 
    শাস্ত্র অনুসারে, এই দিনে যমরাজ বোন যমুনার আমন্ত্রণে তাঁর বাড়িতে আহার করতে এসেছিলেন। দীর্ঘ দিন দেখা না পেয়ে যমুনা ভাইকে নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তাঁর পথ চেয়ে বসেছিলেন। বোনের ডাকে সাড়া দিয়ে তাঁর দুয়ারে আবির্ভূত হন যমরাজ। সেই থেকে বাঙালির বারো মাসের তেরো পার্বণে পাকাপাকি জায়গা করে নেয় ভাইফোঁটা। তাই ফোঁটা দেওয়ার সময় বোনেরা আজও ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা’ শ্লোক বলে ভাইয়ের মঙ্গলকামনা করেন। 

  •