সুদীপ্ত আচার্য, কলকাতা : ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন (Bhabanipur By-poll)। রাতে নাকা তল্লাশি, সকালে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। আজ চক্রবেড়িয়া, যদুবাবুর বাজার, পদ্মপুকুর এলাকায় রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। এর আগে গতকাল রাতে জওহরলাল নেহরু রোড ও পার্ক স্ট্রিট ক্রসিংয়ে কলকাতা পুলিশের তরফে চলে নাকা চেকিং। নেতৃত্ব দেন ডিসি সাউথ আকাশ মাঘারিয়া। রাত্রিকালীন গতিবিধি নিয়ন্ত্রণ, বেআইনি কার্যকলাপ রোধ ও ভবানীপুর উপনির্বাচনকে মাথায় রেখে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ভবানীপুর উপনির্বাচনের আগেই শহরে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। তাই রাতের কলকাতার নিরাপত্তা জোরদার করতে তৎপর পুলিশ। 


মঙ্গলবার রাতেও জওহরলাল নেহরু রোড ও পার্ক স্ট্রিট ক্রসিংয়ে কলকাতা পুলিশের তরফে চলে নাকা চেকিং। নেতৃত্ব দেন ডিসি সাউথ আকাশ মাঘারিয়া। রাত্রিকালীন গতিবিধি নিয়ন্ত্রণ, বেআইনি কার্যকলাপ রোধ ও ভবানীপুর উপনির্বাচনকে মাথায় রেখে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। মঙ্গলবার বৃষ্টিভেজা রাতেই দক্ষিণ কলকাতার এলগিন রোডে চলে নাকা চেকিং। গাড়ি থামিয়ে পরীক্ষা করা হয় নথি। ডিকি খুলে তল্লাশি করা হয়। 

পুলিশ সূত্রে খবর, কোনও অস্ত্র বা বেআইনি জিনিস গাড়িতে করে পাচার হচ্ছে কি না, তা পরীক্ষা করে দেখা হয়। 


এছাড়াও, করোনা আবহে মঙ্গলবার রাতে নিয়ন্ত্রণ বিধি জারি থাকায় শহরের একাধিক জায়গায় নাকা চেকিং করা হয়। পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, ধর্মতলা, মৌলালি, শ্যামবাজার, চিড়িয়া মোড়ে নজরদারি চোখে না পড়লেও গিরিশ পার্কে দেখা মেলে পুলিশের। বাইক চলাচল নিয়ন্ত্রণ করতে চিংড়িঘাটার কাছে মা উড়ালপুলে ওঠার মুখে বসানো হয় ব্যারিকেড। বৃষ্টির মধ্যেই সেখানে হাজির ছিলেন পুলিশ কর্মীরা। 

নামে উপনির্বাচন। কিন্তু, উত্তাপ বিধানসভা নির্বাচনের থেকে এটুকু কম নয়। কারণ কেন্দ্রের নাম - ভবানীপুর। আর তৃণমূল প্রার্থীর নাম, মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে চ্যালেঞ্জ জানাতে বিজেপি ময়দানে নামিয়েছে প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে। আর সিপিএমের বাজি, তরুণ আইনজীবী শ্রীজীব বিশ্বাস।