Rampurhat Violence Live Updates: রামপুরহাটকাণ্ডে সোমবার নিহতের আত্মীয় মিহিলাল শেখকে ডাকল সিবিআই

Rampurhat Fire: রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্তে 3D লেজার স্ক্যানিং প্রযুক্তির ব্যবহার। এর সাহায্যে ক্রাইম সিনের একটি 3D মডেল তৈরি করা যায়।

abp ananda Last Updated: 27 Mar 2022 11:41 PM

প্রেক্ষাপট

অর্ণব মুখোপাধ্যায়, সাঁইথিয়া (বীরভূম) : বগটুইয়ে আক্রান্ত শিশুরাও। সাঁইথিয়ায় আশ্রয় নেওয়া আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের (West Bengal Commission for Protection of Child Rights) চেয়ারপার্সন...More

Rampurhat Violence Live Updates: নিহতের আত্মীয় মিহিলাল শেখকে ডাকল সিবিআই

তিন দফায় বগটুইকাণ্ডে ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেনকে ৮ ঘণ্টা জেরা করল সিবিআই। এক তৃণমূল কর্মীর সঙ্গে মুখোমুখি বসিয়ে তাঁকে জেরা করা হয়। বয়ান রেকর্ডের জন্য কাল নিহতের আত্মীয় মিহিলাল শেখকে ডাকল সিবিআই। এদিকে বানিরুল শেখের বাড়ির পিছন থেকে উদ্ধার হয়েছে শাবল ও হাঁসুয়া।