Rampurhat Violence Live Updates: রামপুরহাটকাণ্ডে সোমবার নিহতের আত্মীয় মিহিলাল শেখকে ডাকল সিবিআই

Rampurhat Fire: রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্তে 3D লেজার স্ক্যানিং প্রযুক্তির ব্যবহার। এর সাহায্যে ক্রাইম সিনের একটি 3D মডেল তৈরি করা যায়।

abp ananda Last Updated: 27 Mar 2022 11:41 PM
Rampurhat Violence Live Updates: নিহতের আত্মীয় মিহিলাল শেখকে ডাকল সিবিআই

তিন দফায় বগটুইকাণ্ডে ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেনকে ৮ ঘণ্টা জেরা করল সিবিআই। এক তৃণমূল কর্মীর সঙ্গে মুখোমুখি বসিয়ে তাঁকে জেরা করা হয়। বয়ান রেকর্ডের জন্য কাল নিহতের আত্মীয় মিহিলাল শেখকে ডাকল সিবিআই। এদিকে বানিরুল শেখের বাড়ির পিছন থেকে উদ্ধার হয়েছে শাবল ও হাঁসুয়া।

Rampurhat Violence Live Updates: অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন নাজেমা বিবির সঙ্গে আজই কথা সিবিআইয়ের

রামপুরহাট মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ছিলেন নাজেমা বিবি। অবস্থার অবনতি হওয়ায় দেওয়া হল ভেন্টিলেশনে। রামপুরহাটকাণ্ডে দেহের ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল নাজেমা বিবির। আজই অগ্নিদগ্ধদের সঙ্গে কথা সিবিআইয়ের।

Rampurhat Violence Live Updates: অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে নাজেমা বিবি

রামপুরহাট হত্যাকাণ্ডে আনারুল সহ ধৃত চারজনকে জেরা সিবিআইয়ের। আক্রান্তদের বয়ান রেকর্ড। অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে নাজেমা বিবি।

Rampurhat Violence Live Updates: রামপুরহাটকাণ্ডে সোমবার নিহতের আত্মীয় মিহিলাল শেখকে ডাকল সিবিআই

রামপুরহাটকাণ্ডে কাল নিহতের আত্মীয় মিহিলাল শেখকে ডাকল সিবিআই। সকাল ১০টায় মিহিলাল শেখকে ডাকল সিবিআই। বয়ান রেকর্ডের জন্য ডাকল মিহিলাল শেখকে। আজ ধৃত আনারুলকে ৮ ঘণ্টা জেরা সিবিআইয়ের। জেরার পর রামপুরহাট থানায় নিয়ে যাওয়া হল তৃণমূল নেতাকে। দফায় দফায় দফায় আনারুলকে জেরা সিবিআইয়ের। ফের জেরার সম্ভাবনা আনারুল হোসেনকে

Rampurhat Violence Live Updates: রামপুরহাটকাণ্ডে ধৃত আনারুলকে ৮ ঘণ্টা জেরা সিবিআইয়ের

রামপুরহাটকাণ্ডে ধৃত আনারুলকে ৮ ঘণ্টা জেরা সিবিআইয়ের। জেরার পর রামপুরহাট থানায় নিয়ে যাওয়া হল তৃণমূল নেতাকে। দফায় দফায় দফায় আনারুলকে জেরা সিবিআইয়ের। ফের জেরার সম্ভাবনা আনারুল হোসেনকে

Rampurhat Violence Live Updates: বাংলাকে সন্ত্রাসমুক্ত করতে ৩৫৫ ধারা জরুরি : অধীর

"বাংলাকে সন্ত্রাসমুক্ত করতে ৩৫৫ ধারা জরুরি। কেন্দ্রে বিজেপির সরকার আছে, কেন তারা বলছে না ? তৃণমূল-বিজেপি ফের জোটবদ্ধ হবে বলে কি তারা এড়িয়ে যাচ্ছে ?" তৃণমূল-বিজেপিকে কটাক্ষ অধীর চৌধুরীর।

Rampurhat Violence Live Updates: বগটুইয়ের পশ্চিমপাড়ায় নমুনা সংগ্রহ সিবিআইয়ের

অভিযুক্তদের জেরার পাশাপাশি এদিনও বগটুইয়ের পশ্চিমপাড়ায় নমুনা সংগ্রহ করে সিবিআই। বানিরুল শেখের পোড়া বাড়ির পিছনে হাঁসুয়া ও শাবল উদ্ধার হয়। বানিরুল শেখের বাড়ির পিছনে উদ্ধার হাঁসুয়া, শাবল। উদ্ধার হয় পুড়ে যাওয়া একটি মোটরবাইক।

Rampurhat Violence Live Updates: মুখ্যমন্ত্রী নিজেই বলছেন পুলিশ ব্যর্থ, রামপুরহাটকাণ্ডে কটাক্ষ সেলিমের

রামপুরহাটকাণ্ডে দায় চাপানো রাজনীতি-তরজা। তৃণমূলের অভ্যন্তরীণ চক্রান্ত। পুলিশের ওপর দায় চাপানোর চেষ্টা হচ্ছে  বলে আক্রমণ শমীক ভট্টাচার্যর। অন্যদিকে সেলিমের কটাক্ষ, মুখ্যমন্ত্রী নিজেই বলছেন পুলিশ ব্যর্থ।

Rampurhat Violence Live Updates: রামপুরহাট হত্যাকাণ্ডে ষড়যন্ত্র তরজা

রামপুরহাট হত্যাকাণ্ডে ষড়যন্ত্র তরজা। তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কটাক্ষ বিজেপির। অন্যদিকে অধীর আক্রমণ করে বলেন, দেউচা-পাঁচামি গল্প, শিল্প করুন, খুন নয়। সেলিমের অভিযোগ, প্রথম থেকেই প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে।

Rampurhat Violence Live Updates: আজাদ চৌধুরীর মুখোমুখি বসিয়ে জেরা আনারুলকে

সিবিআইয়ের ম্যারাথন জেরার মুখে পড়লেন বগটুইকাণ্ডে ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেন। ধৃত তৃণমূল কর্মী আজাদ চৌধুরীর সঙ্গে মুখোমুখি বসিয়ে তাঁকে জেরা করা হয়।  বগটুই গ্রামে বানিরুল শেখের বাড়ির পিছন থেকে শাবল ও হাঁসুয়া উদ্ধার করল কেন্দ্রীয় ফরেন্সিক দল। 

Rampurhat Violence Live Updates: রামপুরহাটের ঘটনায় প্রথমে পুলিশের ভুল ছিল, মানলেন মমতা

"বীরভূমে একটা ঘটনা ঘটেছে, এটা নিন্দনীয়। রামপুরহাটের ঘটনায় প্রথমে পুলিশের ভুল ছিল।" মানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Rampurhat Violence Live Updates: দেউচা পাঁচামির প্রকল্পকে রুখে দিতেই রামপুরহাটের হত্যাকাণ্ড, বিস্ফোরক অভিযোগ মমতার

বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামের ভয়ঙ্কর হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। সেই ঘটনার নেপথ্যে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী! তাঁর বিস্ফোরক অভিযোগ, দেউচা পাঁচামির প্রকল্পকে রুখে দিতেই রামপুরহাটের হত্যাকাণ্ড ঘটানো হয়েছে! 

Rampurhat Violence Live Updates: রামপুরহাটকাণ্ডে তদন্তকারী সিবিআই অফিসারদের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা

রামপুরহাটকাণ্ডে তদন্তকারী সিবিআই অফিসারদের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা। ৩৫ জন সিআরপিএফ জওয়ান মোতায়েন স্বরাষ্ট্রমন্ত্রকের। তৈরি হচ্ছে আলাদা ব্যারাক।

Rampurhat Violence Live Updates: দেউচা-পাঁচামিতে যাতে কর্মসংস্থান না হয় তার জন্য রামপুরহাটে বড় ষড়যন্ত্র, অভিযোগ মমতার

দেউচা-পাঁচামিতে যাতে কর্মসংস্থান না হয় তার জন্য রামপুরহাটে বড় ষড়যন্ত্র। সিবিআইকে সহযোগিতা করবে রাজ্য। বিজেপির কথায় সিবিআই কাজ করলে আন্দোলন। হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।

Rampurhat Violence Live Updates: বগটুইয়ে বিজেপির আইনজীবী সেলের প্রতিনিধিরা

বগটুইয়ে বিজেপির আইনজীবী সেলের প্রতিনিধিরা। "রামপুরহাটকাণ্ডের পিছনে বড় বড় মাথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই এটা স্পষ্ট। টাকা দিয়ে মৃত মানুষকে জীবন দিতে পারবেন ?" প্রশ্ন বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের

Rampurhat Violence Live Updates: রামপুরহাটকাণ্ডে পুলিশের কাছে ঘটনার রাতের সিসিটিভি ফুটেজ চাইল সিবিআই

 কারা হামলা চালিয়েছিল বগটুইয়ে ? পুলিশের কাছে ঘটনার রাতের সিসিটিভি ফুটেজ চাইল সিবিআই। গ্রামবাসীদের ফুটেজ দেখিয়ে দুষ্কৃতীদের শনাক্তকরণের চেষ্টা।

Rampurhat Violence Live Updates: রামপুরহাটকাণ্ডে গ্রেফতারিতে ‍ফের ষড়যন্ত্রের তত্ত্ব তৃণমূল নেতা আনারুল হোসেনের

রামপুরহাটকাণ্ডে গ্রেফতারিতে ‍ফের ষড়যন্ত্রের তত্ত্ব তৃণমূল নেতা আনারুল হোসেনের। এবার বিরোধীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। থানা থেকে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে আনার পথে বিস্ফোরক আনারুল। আনারুল সহ ৪ জনকে সিবিআই ক্যাম্পে জিজ্ঞাসাবাদ। আনারুল ও আজাদ চৌধুরীকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ। ভাদু শেখ খুনের পর আনারুল-আজাদের ফোনে কথা হয় বলে অভিযোগ। আজাদের নেতৃত্বেই বগটুই গ্রামে হামলা, অগ্নিসংযোগের অভিযোগ।

Rampurhat Violence Live Updates: রামপুরহাটকাণ্ডের তদন্তে বাতাসপুরেও যাওয়ার কথা গোয়েন্দাদের

রামপুরহাটকাণ্ডে চিকিৎসাধীন আক্রান্তদের বয়ান রেকর্ড সিবিআইয়ের। নিজেই হাসপাতালে গেলেন ডিআইজি সিবিআই। বাতাসপুরেও যাওয়ার কথা গোয়েন্দাদের

Rampurhat Violence Live Updates: এখনও বলছি রামপুরহাটের ঘটনার পিছনে বড় ষড়যন্ত্র আছে, বললেন মমতা

আজ ফের একবার রামপুরহাটে হিংসার পিছনে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। বলেন, "আমি এখনও বলছি রামপুরহাটের ঘটনার পিছনে বড় ষড়যন্ত্র। সিবিআই নিজের কাজ করুক, আমাদের সহযোগিতা থকবে। সিবিআই যদি বিজেপির কথায় কাজ করতে যায়, তাহলে আন্দোলন । আগেও একাধিক মামলার তদন্তভার নিয়েছে সিবিআই, কিন্তু কিছুই হয়নি। নোবেল চুরির তদন্তে এখনও কিছু মেলেনি। নেতাইকাণ্ডে এখনও পর্যন্ত বিচার হয়নি।"

Rampurhat Violence Live Updates: থানা থেকে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে আনা হল আনারুলকে

রামপুরহাটকাণ্ডে সিবিআইয়ের স্ক্যানারে তৃণমূল নেতা আনারুল। থানা থেকে আনা হল সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে। আনারুল সহ ৪ জনকে সিবিআই অফিসে জিজ্ঞাসাবাদ। আনারুল ও আজাদ চৌধুরীকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ। ভাদু শেখ খুনের পর আনারুল-আজাদের ফোনে কথা হয় বলে অভিযোগ

Rampurhat Violence Live Updates: রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্তে আজ থেকে বয়ান রেকর্ড করার প্রক্রিয়া শুরু করবে সিবিআই

রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্তে আজ থেকে বয়ান রেকর্ড করার প্রক্রিয়া শুরু করবে সিবিআই। প্রথমে গেল রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরে গেলেন ডিআইজি সিবিআই অখিলেশ সিংহ। সেখানে ভর্তি এক নাবালক ও তিন মহিলা। সিবিআই সূত্রে খবর, তাঁদের কাছে ঘটনার দিনের কথা জানতে চাওয়া হবে। গোটা ঘটনায় তৃণমূলের অপসারিত ব্লক সভাপতি আনারুল হোসেনের ভূমিকা কী ছিল তাও জানতে চাইবেন তদন্তকারীরা। 

Rampurhat Violence Live Updates: আনারুল কোথায় ছিলেন? খোঁজ নিচ্ছে সিবিআই

হামলার রাতে কোথায় ছিলেন আনারুল হোসেন? প্রশ্ন সিবিআইয়ের।

Rampurhat Violence Live Updates: ঘটনার পর ফোনে কথা আনারুল-আজাদের?

রামপুরহাটে ওই ঘটনার পর আনারুল-আজাদ ফোনে কথা। দাবি সিবিআইয়ের একটি সূত্রের।

Rampurhat Violence Live Updates: আনারুল ও আজাদকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা

রামপুরহাটকাণ্ডের তদন্তে আনারুল ও আজাদ শেখকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই।

Rampurhat Violence Live Updates: তদন্ত প্রভাবিত করছে বিজেপি: কুণাল ঘোষ

বিজেপির বিরুদ্ধে রামপুরহাটকাণ্ডের সিবিআই তদন্ত প্রভাবিত করার অভিযোগ আনলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

Rampurhat Violence Live Updates: ধৃত আনারুলকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে ধৃত আনারুল। চলছে জিজ্ঞাসাবাদ। 

Rampurhat Violence Live Updates: সিবিআই ক্যাম্প অফিসে আনা হচ্ছে আনারুলকে

রামপুরহাটকাণ্ডে ধৃত আনারুল হোসেনকে নিয়ে যাওয়া হচ্ছে সিবিআইয়ের ক্যাম্প অফিসে।  

Rampurhat Violence Live Updates: হাসপাতাল থেকে খুঁটিনাটি তথ্যের খোঁজ

রামপুরহাটকাণ্ডে জখমদের কারা হাসপাতালে নিয়ে এসেছিলেন? তা নিয়ে বিস্তারিত খোঁজ নিচ্ছেন সিবিআইয়ের তদন্তকারীরা। 

Rampurhat Violence Live Updates: রামপুরহাটকাণ্ডে ঘটনাস্থল থেকে হাঁসুয়া উদ্ধার

ঘটনাস্থল থেকে একটি হাঁসুয়া উদ্ধার করেছে ফরেন্সিক দল। সেটি ওইদিন হামলার সময় ব্যবহার হয়েছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে।

Rampurhat Violence Live Updates: সন্তানদের হারিয়ে অসুস্থ জহুরা বিবি

রামপুরহাটকাণ্ডে দুই সন্তানকে হারিয়ে অসুস্থ হয়ে পড়েছেন জহুরা বিবি। সাঁইথিয়ার বাতাসপুরে তাঁর বাড়িতেই আশ্রয় নিয়েছেন জামাই মিহিলাল শেখ। এদিন অসুস্থ জহুরাকে দেখতে বাড়িতে যান চিকিৎসক। 

Rampurhat Violence Live Updates: ডাক্তারদের সঙ্গে কথা বলছেন সিবিআই অফিসাররা

কী অবস্থায় জখমদের হাসপাতালে নিয়ে আসা হয়েছিল? ডাক্তারদের সঙ্গে কথা সিবিআই দলের।

Rampurhat Violence Live Updates: শুরু বয়ান রেকর্ড

রামপুরহাট কাণ্ডে বয়ান রেকর্ড শুরু সিবিআইয়ের।

Rampurhat Violence Live Updates: ঘটনার দিন রাতে ঠিক কী ঘটেছিল? খোঁজ সিবিআইয়ের

ঘটনার দিন রাতে কী ঘটেছিল? ওই ঘটনায় আনারুলের ভূমিকা কী ছিল? তা জানার চেষ্টা করছে সিবিআইয়ের তদন্তকারী দল।

Rampurhat Violence Live Updates: গ্রামবাসীদের সিসিটিভি ফুটেজ দেখিয়ে দোষীদের শনাক্তকরণের পরিকল্পনা

রাজ্যপুলিশের থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ গ্রামবাসীদের দেখিয়ে দোষীদের শনাক্ত করার চেষ্টা চালাবে সিবিআই।

Rampurhat Violence Live Updates: রামপুরহাটকাণ্ডে সিবিআই তদন্তকারী দলে মহিলা অফিসার

সিবিআই তদন্তকারী দলে এলেন তিন মহিলা অফিসার।

Rampurhat Violence Live Updates: বগটুই গ্রামে ফরেন্সিক দল

বগটুই গ্রামে ঘুরে নমুনা সংগ্রহ কেন্দ্রীয় ফরেন্সিক দলের। রবিবার সকাল থেকেই শুরু কাজ।

Rampurhat Violence Live Updates: রাজ্যপুলিশের সংগ্রহ করা সিসিটিভি ফুটেজ চাইল সিবিআই

তদন্তের জন্য সিসিটিভি ফুটেজের উপর ভরসা। রাজ্য পুলিশের থেকে সিসিটিভি ফুটেজ চাইল সিবিআই।

Rampurhat Violence Live Updates: ঘরছাড়াদের জন্য ত্রাণসাহায্য স্থানীয় তৃণমূলের

রামপুরহাটকাণ্ডে ঘরছাড়াদের জন্য ত্রাণের ব্যবস্থা স্থানীয় তৃণমূল নেতৃত্বের। দেওয়া হয়েছে খাদ্যসামগ্রী।

Rampurhat Violence Live Updates: রবিবার ফের রামপুরহাটে সিবিআই তদন্তকারী দল

ফের রামপুরহাটে গেল সিবিআই। গতকালের পর আজ ফের রামপুরহাটে সিবিআই দল।

Rampurhat Violence Live Updates: নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জন্য আলাদা ব্যারাক

রামপুরহাটকাণ্ডের তদন্তকারী সিবিআই অফিসারদের সঙ্গেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। তাদের জন্য আলাদা ব্যারাক তৈরি করা হচ্ছে। 

Rampurhat Violence Live Updates: সিবিআইয়ের নিরাপত্তার জন্য এবার কেন্দ্রীয় বাহিনী

রামপুরহাটকাণ্ডে তদন্তকারী সিবিআই অফিসারদের জন্য এবার নিরাপত্তার ব্যবস্থা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। পাঠানো হল এক প্ল্যাটুন কেন্দ্রীয় বাহিনী। বাহিনীতে ৩৫ জন সিআরপিএফ জওয়ান।

West Bengal News Live Updates: মিহিলাল শেখের পরিবারের বয়ানও নিতে পারে সিবিআই

সাঁইথিয়ার বাতাসপুরে যেতে পারে সিবিআই। সেখানে আশ্রয় নিয়েছেন মিহিলাল শেখ-সহ স্বজনহারা বেশ কয়েকটি পরিবার। তাঁদের বয়ান রেকর্ড করবে সিবিআই। 

Rampurhat Violence Live Updates: রামপুরহাটকাণ্ডে বয়ান রেকর্ডের প্রক্রিয়া শুরু।

রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্তে আজ, রবিবার থেকে বয়ান রেকর্ড করার প্রক্রিয়া শুরু করবে সিবিআই। 

Rampurhat Violence Live Updates: বিচারের অপেক্ষায় নিহতের আত্মীয়রা

সিবিআই তদন্ত চলছে। খুঁটিয়ে দেখা হচ্ছে সব তথ্য। কবে মিলবে বিচার? অপেক্ষায় নিহতের আত্মীয়-পরিজনেরা।

Rampurhat Violence Live Updates: কখন উদ্ধার দেহ, উল্লেখ এফআইআরে

এফআইআরে উল্লেখ, ঘটনার পরদিন সকাল ৭টা ১০-এ ফের উদ্ধারকাজ শুরু করে দমকল। একটি বাড়ি থেকে উদ্ধার হয় ৭টি ঝলসানো দেহ।

Rampurhat Violence Live Updates: সিবিআইকে দেওয়া পুলিশের এফআইআর-এ উল্লেখ দমকলের কাজও

পুলিশের তরফে দমকলকে আগুনের খবর দেওয়া হয়। রাত ১০টা ২৫-এ গ্রামে আসে দমকলের ২টি ইঞ্জিন। চারজনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। আগুন নিভিয়ে রাত ২টোয় চলে যায় দমকল। আগুন নিভলেও প্রচণ্ড তাপের কারণে কোনও বাড়িতেই ঢোকেননি দমকল কর্মীরা। সিবিআইকে দেওয়া পুলিশের এফআইআর-এ উল্লেখ।

Rampurhat Violence Live Updates: পুলিশ গিয়ে দেখে আটটি বাড়ি জ্বলছে, এমনই তথ্য রয়েছে এফআইআরে

৯টা ৩৫-এ রামপুরহাট থানার ডিউটি অফিসার বগটুইয়ে কর্তব্যরত পুলিশকর্মীদের জানান, গ্রামের কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। রাত ১০টা ৫-এ অর্থাৎ অগ্নিসংযোগের ঘটনার আধঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গিয়ে দেখা যায়, ৮টি বাড়ি জ্বলছে। 

Rampurhat Violence Live Updates: এবিপি আনন্দর হাতে এফআইআরের কপি

রামপুরহাট হত্যাকাণ্ডে সিবিআইয়ের এফআইআর এবিপি আনন্দর হাতে। এফআইআরে উল্লেখ, রাত সাড়ে ৮টা নাগাদ তৃণমূল উপপ্রধান ভাদু শেখ বোমাবাজিতে আহত হন বলে পুলিশ জানতে পারে।

Rampurhat Violence Live Updates: রামপুরহাট কাণ্ডে দমকলের কাজেও নজর সিবিআইয়ের

রামপুরহাট কাণ্ডে দমকলের রিপোর্ট নিয়েছে সিবিআই। কোন পথে গ্রামে পৌঁছেছিল দমকল? পৌঁছে তাদের গতিবিধি কী ছিল? খোঁজ চলছে সেই সব তথ্যের।  

Rampurhat Violence Live Updates: শুরু সিবিআই তদন্ত, গ্রামে এখনও আতঙ্কের পরিবেশ

ইতিমধ্যেই বগটুইতে পৌঁছে তদন্ত শুরু সিবিআইয়ের। গ্রামে এখনও আতঙ্কের ছবি।

প্রেক্ষাপট

অর্ণব মুখোপাধ্যায়, সাঁইথিয়া (বীরভূম) : বগটুইয়ে আক্রান্ত শিশুরাও। সাঁইথিয়ায় আশ্রয় নেওয়া আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের (West Bengal Commission for Protection of Child Rights) চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী ও সদস্যরা। সঙ্গে ছিলেন বীরভূমের জেলাশাসক। রামপুরহাট হত্যাকাণ্ডের (rampurhat violence) ভয়াবহ ঘটনার যাবতীয় বিবরণ শোনেন তাঁরা। তারপর তাঁদের যাবতীয় রিপোর্ট রাজ্যের মন্ত্রী শশী পাঁজার কাছে জমা দেওয়ার কথা রয়েছে কমিশনের। সেদিনের ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী বলেন, 'লজ্জাজনক-দুর্ভাগ্যজনক ঘটনা। বাঙালি হিসেবে আমাদের সবার মাথা হেঁট হয়ে গিয়েছে। শুধু পশ্চিমবঙ্গ কেন গোটা বিশ্বে কোথাও যেন এরকম ঘটনা না ঘটে।'


কলকাতা হাইকোর্টের (calcutta high court) নির্দেশে ইতিমধ্যে রামপুরহাটের ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই(CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যোগ্য তদন্ত করে দোষীদের ধরার পাশাপাশি উচিত শাস্তির ব্যবস্থা করা। রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের বক্তব্য, যাতে সব বাচ্চা সুরক্ষিত থাকে সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী বলেছেন, 'যে বাচ্চারা বেঁচে আছে তাদের ক্ষেত্রে ঠিক কীভাবে ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে, তারা যাতে সুরক্ষিত থাকে সেটা নিশ্চিত করতে হবে।'


এদিকে,  রামপুরহাটকাণ্ডে (rampurhat violence) ষড়যন্ত্রের (conspiracy) শিকার তিনি, এমনই বিস্ফোরক দাবি করলেন রামপুরহাটকাণ্ডে গ্রেফতার হওয়া আনারুল হোসেন (anarul hossain)। তাঁর কথায় 'ষড়যন্ত্র হয়েছে...ষড়যন্ত্র'। তবে কে বা কারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে জানতে চাওয়া হলে অবশ্য আর কোনও কথা বলেননি গ্রেফতার হওয়া রামপুরহাটের তৃণমূল নেতা (TMC leader)। ষড়যন্ত্রের অভিযোগ তোলার পাশাপাশি আরও একটি বিস্ফোরক দাবিও করেছেন তিনি। আনারুলের দাবি, তাঁর কাছে পুলিশ (Police) ডাকার জন্য কোনও ফোন আসেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (mamata banerjee) বগটুই গ্রামে গিয়ে আনারুল হোসেনকে গ্রেফতারের নির্দেশ দেওয়ার আগে জানিয়েছিলেন পুলিশে ফোন করতে বলা হলেও তেমনটা করেননি আনারুল।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.