CAA: প্রায় ৪ কোটি সন্দেহজনক ভোটার! কাগজ না দেখালে নাম বাদ যেতে পারে? সল্টলেকে বিজেপির বৈঠক
SIR In West Bengal: রাজ্যজুড়ে ৭০০ শিবির করার ভাবনা বিজেপি এবং তার সহযোগীদের । বাংলাদেশ সীমান্তে বিশেষ নজর দিচ্ছে বিজেপি ।

কলকাতা: রাজ্যজুড়ে SIR শুরু নিয়ে জল্পনার মধ্যেই, CAA শিবির নিয়ে সল্টলেকে বিজেপির বৈঠক । রাজ্যজুড়ে ৭০০ শিবির করার ভাবনা বিজেপি এবং তার সহযোগীদের । বাংলাদেশ সীমান্তে বিশেষ নজর দিচ্ছে বিজেপি । নদিয়া, কোচবিহারের মতো জেলায় বিশেষ নজর দেওয়ার সম্ভাবনা রয়েছে । বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের মধ্যে বৈঠকে হাজির BL সন্তোষ, সুনীল বনশলরা ।
বিজেপির মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন, ‘অত্যন্ত উদ্বেগজনক তথ্য এখনও পর্যন্ত উঠে এসেছে । আমার কাছে ১৮ তারিখ পর্যন্ত ২০০২ ও ২০২৫ সালের যে ম্যাপিং এসেছে বিভিন্ন স্থানীয় সূত্র থেকে, BLO-দের সঙ্গে যোগাযোগের মাধ্যমে, তাতে আমরা দেখছি অর্ধেকের বেশি ভোটার পশ্চিমবঙ্গের । মানে ৭ কোটি ৮০ লক্ষ ভোটারের মধ্যে প্রায় ৩ কোটি ৭০-৮০ লক্ষ ভোটারের ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকায় ম্যাপিং এবং ম্যাচিং হচ্ছে না । সাড়ে তিন কোটি থেকে ৪ কোটি ভোটার যাঁদের কাগজ দেখাতে হবে সত্যি করে, কারণ তাঁদের নাম বা পরিবারের কারও নামও নেই । ২০০২ থেকে ২০২৫ সালের মধ্যে যাঁদের নাম উঠেছে । তাঁদের মধ্যে একটা সিংহভাগ মানুষ থাকবেন, যাঁরা সন্দেহজনক ভোটার । SIR হলে তাঁদের নাম বাদ যাবে ।'
বাংলায় SIR প্রক্রিয়া শুরু আগেই কমিশনের নজরে BLO । অনিচ্ছুক ৬০০ BLO-কে শোকজের চিঠি নির্বাচন কমিশনের । কেন কাজ করতে চাইছেন না BLO-রা? জানতে চায় কমিশন । কেন শোকজ? বিবেচনা করতে কমিশনের কাছে BLO-দের আবেদন । শিক্ষকতা করে এই কাজ করা যায় না, দাবি অনিচ্ছুক BLO-দের একাংশে ।
ভোটার তালিকা ম্যাপিং, সীমান্তবর্তী এলাকা নিয়ে উদ্বিগ্ন কমিশন । দার্জিলিং-জলপাইগুড়ি বাদে সব জেলার ভোটার তালিকায় ম্যাপিং শেষ । ভোটার তালিকায় ম্যাপিং, জেলায় জেলায় ভোটার তালিকায় 'ফারাক'! ২০০২-এর সঙ্গে ২০২৫-একাধিক জেলায় ভোটার তালিকায় ম্যাপিংয়ে 'ফারাক' । 'গতবারের থেকে উঃ ২৪ পরগনা, কোচবিহার, পঃ বর্ধমান ৫০%-এরও কম মিল' । ২০০২-এর তুলনায় দঃ ২৪ পরগনায় মাত্র ৫০% মিল: সূত্র । 'পঃ বর্ধমানে গতবারের তুলনায় ভোটার তালিকায় ৪০%-এরও কম মিল!' উত্তর ২৪ পরগনায় গতবারের তুলনায় ভোটার তালিকায় ৪১%-এরও কম মিল ।






















