শিবাশিস মৌলিক, কলকাতা : নবান্ন অভিযানের ২ দিন পরও কমেনি উত্তাপ। শুক্রবার লালবাজার অভিযান কর্মসূচি নিয়েছে বিজেপি।


 প্রস্তুত হচ্ছে গেরুয়া শিবির
তারজন্যই আজ প্রস্তুত হচ্ছে গেরুয়া শিবির। বিজেপি পার্টি অফিসের সামনে দলীয় পতাকা হাতে দেখা যাচ্ছে কর্মীদের। মুরলীধর সেনের অফিস থেকে পুলিশ হেড কোয়ার্টার লালবাজারের দিকে এগনোর পরিকল্পনা বিজেপির মিছিলের। 


লালবাজার অভিযানের ডাক
সেইসঙ্গে জেলায় জেলায় থানা ঘেরাও কর্মসূচিও নিয়েছে বিজেপি। বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নবান্ন অভিযানে পুলিশি জোরজুলুমের অভিযোগে থানা ঘেরাও কর্মসূচির কথা ঘোষণা করেন। তারপরই শুক্রবার বিজেপির উত্তর ও দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার তরফে লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়।     


আজও কি ফের একবার উত্তপ্ত হয়ে উঠবে রাজপথ ? পথে পথে পুলিশি প্রহরা তারই ইঙ্গিত দিচ্ছে।

অন্যদিকে, নবান্ন অভিযানে পুলিশি জোরজুলুমের অভিযোগে আজ বিভিন্ন জেলায় থানা ঘেরাও কর্মসূচি নিয়েছে বিজেপি। পশ্চিম বর্ধমানের কোকওভেন থানার সামনে আজ সকালে বিজেপি কর্মীরা চা ঘুঘনি,, কচুরিপাতার ঠোঙা ও কাশফুলের পাশবালিশ নিয়ে বিক্ষোভ দেখান। সম্প্রতি মুখ্যমন্ত্রী কর্মসংস্থানের জন্য চা-ঘুঘনি বা কাশফুলের পাশবালিশ তৈরি করে বিক্রির ওপর জোর দেন। মুখ্যমন্ত্রীর পরামর্শকে কটাক্ষ করেই ক্ষোভ দেখায় বিজেপি।  

নবান্ন অভিযানে দলের কর্মীদের বিভিন্ন জায়গায় আটকানো ও তাঁদের ওপর পুলিশি হামলার অভিযোগে আজ বিধানসভায় মুলতুবি প্রস্তাব উত্থাপন করে বিজেপি। সেই প্রস্তাব পেশের অনুমতি দেন বিধানসভার অধ্যক্ষ। তবে তারপরও মুলতুবি প্রস্তাব নিয়ে কোনও আলোচনা হয়নি।