কলকাতা: মার্চের শুরুতেই বড় ধাক্কা খেলেন মধ্যবিত্তরা। তিন রাজ্যের বিধানসভা ভোট মিটতেই ফের বাড়ল রান্নার গ্যাসের দাম (LPG Price Hike)। গ্যাসের সিলিন্ডারের দাম ছাড়াল ১১০০ টাকা। এক লাফে ৫০ টাকা বেড়ে কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হল ১১২৯ টাকা। তা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হতেই কেন্দ্রের বিজেপি (BJP) সরকারের ঢাল হয়ে এগিয়ে এলেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সাধারণ মানুষের হাতে যথেষ্ট টাকা রয়েছে, সমস্যা হওয়ার কথা নয় বলেই কার্যত ঘোষণা করে দিলেন তিনি। 


এক লাফে ৫০ টাকা বেড়ে কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হল ১১২৯ টাকা


বুধবার গ্যাসের দাম বাড়ার পরই মাথায় হাত সাধারণ মানুষের। একলাফে ৫০ টাকা দাম বাড়ানোয় কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছেন বিরোধীরা। তিন রাজ্যে বিধানসভা মিটতেই কৌশলে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁদের। সেই আবহে প্রতিক্রিয়া চাইলে সাধারণ মানুষের দিকে প্রশ্ন ঘুরিয়ে দেন দিলীপ। তাঁর বক্তব্য, "নির্বাচন দেখে দাম ওঠাপড়া করে না। আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম এবং গ্যাসের দাম অনেক বেড়েছে। আমাদের অর্থনীতি সবচেয়ে গতিশীল। মানুষের হাতে টাকা রয়েছে। আপনি দু'তিন দিন আগে বিমানের টিকিট কাটতে গেলে পাবেন না।"


আরও পড়ুন: Panchayat Elections 2023: মামলা করেছিলেন শুভেন্দু, পঞ্চায়েত নির্বাচন ফের পিছোল, বাড়ল স্থগিতাদেশের মেয়াদ


মানুষের হাতে টাকা রয়েছে বলে দাবি করলেও, বাংলার মানুষকে এর অন্তর্ভুক্ত করতে চাননি দিলীপ। তাঁর বক্তব্য, "তবে পশ্চিমবঙ্গের মানুষের কথা আলাদা। বাংলার মানুষের হাতে টাকা নেই। ওরা ভিখারি করে রেখে দিয়েছে।"


বাংলার মানুষকে ভিখারি করে রাখা হয়েছে, বললেন দিলীপ


মানুষের হাতে টাকা রয়েছে না বললেও, কার্যত দিলীপের সুরেই সুর মেলাতে শোনা যায় বঙ্গ বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদারকে। তিনি বলেন, "আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল এবং গ্যাসের দাম বাড়ছে। যুদ্ধ পরিস্থিতিও চলছে। তাই সরকারকে বাধ্য হতে হয়। এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রেও দেখেছেন। প্রতিদিন এয়ার ইন্ডিয়া চালাতে ৬৪ লক্ষ ভর্তুকি দিতে হতো। এতদিন চলার পর বিক্রি হয়ে গেল। কোনও ব্যবসাই লোকসানে চলতে পারে না। গ্য়াস কোম্পানিগুলিও যাতে লোকসানে না চলে যায়, তাই কেন্দ্রকে মাঝেমধ্যে দাম বাড়াতে হয়। আবা যখন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে যাবে, গ্যাসের দামও কমে যাবে।"


রান্নার গ্যাসের দাম বাড়ানোয় কেন্দ্রীয় যদিও তীব্র আক্রমণ করেছেন তৃণমূলের ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্য, "নির্বাচন মিটলেই গ্যাসের দাম বাড়ে। তেলের টাকা দিতে হয়। কারণ শিল্পপতিরা ভোটে খরচ করেছেন।" রান্নার গ্যাসের দামবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে খোঁচা দিয়েছে কংগ্রেসও। ট্য়ুইটারে তারা লেখে, 'মোদি সরকার হোলির উপহার দিয়েছে। ৫০ টাকারও বেশি বেড়েছে LPG সিলিন্ডারের দাম। বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে সাড়ে ৩০০ টাকার বেশি'। 


 ৫০ টাকা দাম বেড়ে যাওয়ায় এই মুহূর্তে কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি LPG সিলিন্ডারের দাম হল ১১২৯ টাকা। ৭ মাস পর দাম বাড়ল রান্নার গ্যাসের। একইসঙ্গে বেড়েছে হোটেল, রেস্তোরাঁয় ব্যবহারের বাণিজ্যিক সিলিন্ডারের দামও। ৩৫২ টাকা বেড়ে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম হল ২ হাজার ২২১ টাকা ৫০ পয়সা। ফলে সব মিলিয়ে ফের আমজনতার পকেটে টান। এর আগে ২০২২-এর ৬ জুলাই শেষবার বেড়েছিল রান্নার গ্যাসের দাম। তার আগে ২০২২-এর ৭ মে, ভারতে প্রথমবার হাজারের গণ্ডি পার করেছিল এলপিজি-র দাম।