বাঁকুড়া : "আমার বিরুদ্ধে যারা কেস করেছে, তাদের শেষ দেখে ছাড়ব।" প্রকাশ্য় সভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি বাঁকুড়ার (Bankura) বিজেপি বিধায়ক (BJP MLA) নীলাদ্রি শেখর দানার (Niladrisekhar Dana)। প্রভাব খাটিয়ে তাঁর মেয়েকে এইমসে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এনিয়ে তদন্ত করছে সিআইডি (CID)। যদিও বিজেপি বিধায়কের অভিযোগ, তাঁকে হেনস্থা করা হচ্ছে। পাশাপাশি বিজেপি বিধায়ক পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বলেন, "যদি প্রভাব খাটানোর দুর্নীতি বের করে দিতে পারেন, বিজেপির পতাকা ছেড়ে বাড়িতে ঢুকে যাব।"


পাল্টা জবাব দিতে ছাড়েনি শাসক শিবির। বাঁকুড়া তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "আসলে এই গরমে উনি আবোল তাবোল বকছেন। উনি যে দুর্নীতি করেছেন সেটা বাঁকুড়া কেন, ওঁর দলের লোকও জানে কীভাবে তাঁর মেয়ের চাকরি হয়েছে। এ ব্যাপারে বেশি না বলাই ভাল। ঠাকুর ঘরে কে রে ! আমি তো কলা খাইনি। এগুলো সবাই জানে। প্রচণ্ড গরমে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আবোল তাবোল বক্তব্য করেছেন। লোকজন হয়নি, ফাঁকা মাঠে চিৎকার চেঁচামিচি করছেন। কোনও লাভ হবে না।"


এইমসে (AIIMS) নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) গত পরশু ফের বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল সিআইডি। 


রাজ্যজুড়ে শোরগোল ফেলে দেওয়া নিয়োগ দুর্নীতিকাণ্ডে এখনও পর্যন্ত তৃণমূলের ৩ বিধায়ক জেলবন্দি ! আরও এক বিধায়কের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট ! এই প্রেক্ষাপটে পঞ্চায়েত নির্বাচনের আগে যখন দুর্নীতি ইস্যুতে শাসকদলকে ক্রমশ কোণঠাসা করতে চাইছে বিরোধীরা, তখন কল্য়াণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে বুধবার জিজ্ঞাসাবাদ করে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা CID।


অনেক কম নম্বর পেয়েও, কল্যাণী এইমসে সুপারিশের ভিত্তিতে বেআইনিভাবে বিধায়ক কন্যা মৈত্রেয়ী দানা চাকরি পান বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্ত করছে CID। গত বছরের ১১ অক্টোবর এই মামলাতেই বাঁকুড়ার বিজেপি বিধায়ককে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন রাজ্য গোয়েন্দারা। এনিয়ে নীলাদ্রিশেখর দানা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমায় যতবার ডাকবে ততবার আসব।


৫ হাজার পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার জনের পর নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রেয়ীর নাম থাকার পরও, কল্যাণী AIIMS-এ ঠিকাদার সংস্থায় চাকরি পান তিনি। CID সূত্রের দাবি, গত বছরের ১৫ জুলাই, বিধায়ক-কন্যা দাবি করেন, নিয়োগ সংক্রান্ত কোনও কিছুতে বাবার কোনও ভূমিকা ছিল না। কল্যাণী এইমসেও কোনওদিন যাননি। যদিও গোয়েন্দাদের দাবি, কল্যাণী AIIMS কর্তৃপক্ষ জানায়, বিজেপি বিধায়ক তাঁর মেয়ের চাকরির জন্য হাসপাতালের উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে দেখা করেন। যে বেসরকারি সংস্থা নিয়োগ করেছিল, তারাও জানায়, চাকরির সুপারিশপত্র এসেছিল কল্যাণী AIIMS থেকে। এরপরই গত বছরের অক্টোবরে বাঁকুড়ার বিজেপি বিধায়ককে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে CID। 


সূত্রের দাবি, এরপর এই মামলায় আরও কিছু তথ্যপ্রমাণ তাঁদের হাতে এসেছে। এছাড়াও নীলাদ্রিশেখর দানার বয়ানেও বেশ কিছু অসঙ্গতি মিলেছে। সেগুলি নিয়ে জানতেই তাঁকে ভবানী ভবনে তলব করা হয়েছিল।