ইংরেজবাজার (মালদা) : কাল রামনবমীর শোভাযাত্রায় মালদা ও মুর্শিদাবাদে হামলার আশঙ্কা। এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠাতে চলেছেন বিজেপি বিধায়ক। নাশকতার আশঙ্কাপ্রকাশ করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।


বিজেপি বিধায়ক বলেন, "কাল রামনবমীর শোভাযাত্রায় জঙ্গি হামলা হতে পারে। তার কারণ, আমরা বিগত কয়েক মাস ধরে দেখছি, মালদা ও মুর্শিদাবাদে এবং সম্প্রতি মোথাবাড়িতে একটা নির্দিষ্ট ফর্ম্যাটে আক্রমণ করছে। আমি আজ এই বিষয় নিয়ে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, জেলাশাসক এবং এসপিকে লিখিতভাবে চিঠি দিচ্ছি। আগামীকালের জন্য আমাদের কমব্যাট ফোর্স যেন পূর্ণ মাত্রায় তৈরি থাকে। আমরা যেন সিভিক পুলিশের জীবনকে বিপদে না ফেলে দিই।"


রামনবমীর আগের দিন পোস্টারে পোস্টারে ছয়লাপ হয়ে গেছে শহর। বিজেপির পরে এবার রামনবমীর শুভেচ্ছা জানিয়ে কলকাতার ইএম বাইপাসে পোস্টার দিল লালুপ্রসাদ যাদবের দল আরজেডি। লালুপ্রসাদের সঙ্গে তাঁর পুরো পরিবারের ছবি রয়েছে পোস্টারে। এতদিন বিজেপির পোস্টারে ছেয়ে গেছিল শহর। হিন্দু হিন্দু ভাই ভাই থেকে শুরু করে শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া রামনবমীর পোস্টারের দেখা মিলেছে শহরের সর্বত্র। এবার পোস্টার যুদ্ধে সামিল হল আরজেডিও। 


এদিকে রামনবমীতে অশান্তি এড়াতে শহর থেকে জেলায় কড়া নজরদারি পুলিশের। রাজ্যের ১০টি পুলিশ জেলা ও কমিশনারেটকে সংবেদনশীল বলে চিহ্নিত করা হয়েছে। এইসব এলাকার দায়িত্বে রয়েছেন ২৯ জন IPS অফিসার। ৫ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এইসব এলাকার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাঁরা। ২ থেকে ৯ এপ্রিল পর্যন্ত রাজ‍্য পুলিশের সব কর্মী ও অফিসারের ছুটি বাতিল করা হয়েছে। কোনও রকম সংঘর্ষ এড়াতে ইন্টালিজেন্স ইনপুটের দিকেও সর্বক্ষণ নজর রাখা হচ্ছে। রাজ্য পুলিশের সঙ্গে প্রচুর কলকাতা পুলিশও মোতায়েন করছে লালবাজার। কলকাতায় ছোট বড় মিলিয়ে ৫৯টি রামনবমীর শোভাযাত্রা বেরোবে যারমধ‍্যে পাঁচটি বড় মিছিল। সেখানে বাড়তি নজরদারি থাকছে। এন্টালি, পিকনিক গার্ডেন, কাশিপুর, হেস্টিংস ও সেন্ট্রাল অ্যাভিনিউতে বড় মিছিলের রুটে কোনও পরিবর্তন হবে না। মিছিলের আগে ও পরে থাকবে পুলিশ বাহিনী। বহুতল থেকে নজরদারি চলবে। ব‍্যবহার করা হবে ড্রোন। শহরের বিভিন্ন এলাকায় পুলিশ পিকেট থাকবে। ছোট ছোট গলিতে বাইকে নজরদারি চালাবে পুলিশ। অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। নির্ধারিত রুট ও অনুমতি ছাড়া কেউ মিছিল করলে আইনি পদক্ষেপ করবে লালবাজার। CCTV-র নজরদারি ছাড়াও বড় মিছিলে লাইভ স্ক্রিনিং নজরদারি চালাতে লাইভইউ ব‍্যবহার করবে লালবাজার।