কলকাতা: এবার সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ইউনিফর্মে 'কাটমানির' (Cut Money) অভিযোগ। ইউনিফর্ম (School Uniforms) তৈরির পিছনে কাটমানি রয়েছে বলে ট্যুইট শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari )। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ইউনিফর্মের মাপ নেওয়ার সরকারি নির্দেশকে কটাক্ষ বিরোধী দলনেতার। 'স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের বোকা বানানো হচ্ছে', ট্যুইট শুভেন্দু অধিকারীর। 'সরবরাহ করা হচ্ছে আগে থেকে তৈরি থাকা নিম্নমানের ইউনিফর্ম', বলে কটাক্ষ বিরোধী দলনেতার।
'অভিভাবকদের বোকা বানানো হচ্ছে', কেন বললেন শুভেন্দু ?
ট্যুইটে শুভেন্দু আরও লেখেন , 'সেলফ হেল্প গ্রুপ (এসএইচজি) সদস্যরা গত বছরের সেলাই কাজের জন্য সম্পূর্ণ টাকা পায়নি। এখন, যদি তারা পরিমাপ করে এবং স্ট্যান্ডার্ড আকারের ইউনিফর্ম ছাত্রদের সঙ্গে মানানসই না হয়, তাহলে স্থানীয়স্তরে তাদের দায়ী করা হবে। আমি SHG বোনদের অনুরোধ করছি, এই ধরনের আদেশ অনুসরণ করার আগে বিচক্ষণতা প্রয়োগ করতে।'
শিক্ষাক্ষেত্রে দুর্নীতি
প্রসঙ্গত, একের পর এক দুর্নীতির ইস্যুতে কার্যত জেরবার রাজ্য। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে তার ভুরিভুরি উদাহরণ রয়েছে। সবার থেকে এগিয়ে সেই তালিকায় 'নিয়োগ দুর্নীতি'। একে প্রথম থেকেই স্কুল ইউনিফর্মে নীল-সাদা পোশাক-বিতর্ক ছিল। এবার আর সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ইউনিফর্মেও উঠেছে দুর্নীতির অভিযোগ। লেগেছে কাটমানির দাগ। মূলত সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পোশাক নীল-সাদা করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। যেখানে থাকবে বিশ্ব বাংলা লোগো। আর এরই প্রতিবাদে গতবছর জেলা জুড়ে বিক্ষোভ দেখায় একাধিক সরকারি ও বেসরকারি স্কুল।
আরও পড়ুন, বিপুল সম্পত্তির হদিশ, আরও আছে কি? হদিশ পেতে শান্তনু -কুণালের এলাকায় ইডি অভিযান
'ইউনিফর্ম' রাজনীতি ?
গত কোচবিহার এবিটিএ-র সদস্য ও সম্পাদক সুজিত রায় বলেছিলেন, 'দমন করার জন্য স্কুল শিক্ষকদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে এটি। স্বৈরাচারী মনোভাব।' বিজেপি শিক্ষক সেলের সদস্য দেবানিক ভট্টাচার্যের আবার সমালোচনা, 'বর্তমান রাজ্য সরকার স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে আচরণ করছে। জোর করে নীল সাদা পোশাক চাপানো হচ্ছে।' পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিঠুন বৈশ্য যদিও পাল্টা যুক্তি দিয়ে বলেছিলেন, 'রাজ্য বৃহত্ উদ্দেশ্য নিয়েই এই সিদ্ধান্ত।' উল্লেখ্য, যদিও নীল-সাদা রঙের বিতর্কে শুধু স্কুল ইউফর্মেই থেমে নেই, সম্প্রতি নয়া সংযোজন কলকাতা মেট্রোর পিলারও।