পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: দণ্ডি-কাণ্ডের প্রতিবাদ-সহ কয়েক দফা দাবিতে আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা ১২ ঘণ্টার বাংলা বন‍্ধের প্রভাব পড়ল উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জঙ্গলমহলের কয়েকটি জেলায়। কোথাও ভয় দেখিয়ে বন্ধ করানো হল দোকান। কোথাও আবার জাতীয় সড়ক ও রাজ্য সড়ক অবরোধ করলেন বন্‍ধ সমর্থনকারীরা। বেশ কিছু জেলায় বেসরকারি বাস চলাচল বন্ধ থাকায় চূড়ান্ত নাকাল হলেন যাত্রীরা।


ব্যাহত বাস পরিষেবা: এদিন সকালে থেকে বাঁকুড়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে অধিকাংশ বাস। বাঁকুড়া বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন রুটে প্রায় সাড়ে তিনশো বাস চলাচল করে। সকালের দিকে রায়পুর, সারেঙ্গা, সিমলাপাল, তালডাংরা গুটিকয়েক বাস চলাচল করলেও, বেলা বাড়তেই সব বাসের চাকা বন্ধ। শুধুমাত্র দুর্গাপুর,আসানসোল রুটে স্বাভাবিক রয়েছে বাস চলাচল। পাশাপাশি, ছাতনা-শালতোড়া রাজ্য সড়কেও চলে অবরোধ। 


দিনকয়েক আগে বালুরঘাটে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার কারণে দণ্ডি কাটিয়ে দণ্ড দেওয়া হয় চার আদিবাসী মহিলাকে।দণ্ডি-কাণ্ডের প্রতিবাদ, শিক্ষার অধিকার-সহ ৫ দফা সোমবার ১২ ঘণ্টা বাংলা বন‍্ধের ডাক দেয় আদিবাসী সেঙ্গেল অভিযান। যার প্রভাব পড়ল বালুরঘাট শহর-সহ দক্ষিণ দিনাজপুর জেলায়।বালুরঘাট শহরের থানা মোড়ে পথ অবরোধ চলাকালীন, মোটরবাইক চালককে মারধর করেন বন্‍ধ সমর্থকরা। ধারাল অস্ত্র হাতে দাপিয়ে বেড়াতে দেখা যায় একদল বন্‍ধ সমর্থককে। ভয় দেখিয়ে ব্যবসায়ীদের দোকান বন্ধ করতে বাধ্য করা হয়। এর পাশাপাশি, বালুরঘাটে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন আদিবাসীরা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন আদিবাসীরা। চোপড়ায় অবরোধ করা হয় ৩১ নম্বর জাতীয় সড়ক। আটকে পড়ে একাধিক সরকারি বাস। পুরোপুরি বন্ধ হয়ে যায় বেসরকারি বাস চলাচল। তবে যাত্রীদের হয়রানির কথা ভেবে, দুপুরে তুলে নেওয়া হয় অবরোধ।

দণ্ডি-কাণ্ডের প্রতিবাদ ছাড়াও, এদিন শিক্ষার অধিকার-সহ একাধিক দাবিতে ঝাড়গ্রামে অনির্দিষ্টকালের জন্য জেলাশাসকের দফতর ঘেরাও কর্মসূচির ডাক দেয় ভারত জাকাত মাঝি পারগানা মহল। জেলাশাসকের অফিসের গেটে তালা লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। বেশ কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে ছিলেন জেলাশাসক। পরে পুলিশের হস্তক্ষেপে তালা খোলা হলে, তিনি অফিসে ঢোকেন। আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকে পুরুলিয়া-জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কের কাটাডি মোড় ও পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে সকাল থেকে অবরোধ শুরু হয়। সরকারি বাস চলাচল করলেও, বন্ধ ছিল বেসরকারি বাস।হুগলির পোলবাতেও দিল্লি রোড অবরোধ করেন বন্‍ধ সমর্থনকারী আদিবাসীরা। একঘণ্টা পর পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।


আরও পড়ুন: Jibankrishna Saha: খারিজ জামিনের আর্জি, ৪ দিনের সিবিআই হেফাজতে জীবনকৃষ্ণ সাহা