প্রকাশ সিনহা, কলকাতা: গরুপাচার মামলায় (cattle smuggle) আজ ফের দিল্লিতে (delhi) ইডি-র (ED) সদর দফতরে তলব করা হয়েছে অনুব্রত মণ্ডল (anubrata mondal) ঘনিষ্ঠ ব্যবসায়ী (businessman) মলয় পিটকে (malay pit)। ইডি সূত্রে খবর, স্বাধীন ট্রাস্টের কর্ণধার মলয়কে প্রথম বার জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নন তদন্তকারীরা। বেশ কিছু প্রশ্নের ঠিকঠাক উত্তর তিনি দেননি বলেই মনে করছে ইডি। তাই ফের তলব করা হয়েছে ওই ব্যবসায়ীকে।
কী জানা গেল?
সূত্রের খবর, মলয় পিটের স্বাধীন ট্রাস্টের সঙ্গে অনুব্রত মণ্ডলের আত্মীয়দের কোটি কোটি টাকার লেনদেন হয়েছিল বলে অভিযোগ। কেন্দ্রীয় এজেন্সির অনুমান, সেই টাকা মলয়ের বেসরকারি মেডিক্যাল কলেজে বিনিয়োগ হয়েছে। টাকার উৎস সম্পর্কে স্বাধীন ট্রাস্টের কর্ণধার মলয় পিটের কাছে জানতে চাইছে ইডি। শোনা যাচ্ছে, কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের কাছে বেশ কিছু নথি ও ব্য়াঙ্ক স্টেটমেন্ট রয়েছে। সেই নিয়েই মলয় পিটকে জিজ্ঞাসাবাদ করতে চান তাঁরা। কয়েকদিনের মধ্যেই দিল্লি নিয়ে গিয়ে অনুব্রতকে জিজ্ঞাসা করতে চায় ইডি। তার আগে কেষ্ট-ঘনিষ্ঠ সকলের বয়ান নিতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার পর তার সঙ্গে মিলিয়ে দেখতে চায় কেষ্টর বয়ান। প্রসঙ্গত গরুপাচার মামলায় অনুব্রত-ঘনিষ্ঠ মলয়কে সিবিআই আগেই ২ বার জিজ্ঞাসাবাদ করেছে। এবার ডাক ইডি-র। তাও দ্বিতীয় বার।
নজরে কেষ্ট-ঘনিষ্ঠরা...
গরু পাচারের টাকা কোথায় কোথায় বিনিয়োগ করা হয়েছিল? অনুব্রত মণ্ডলের কন্যা, দেহরক্ষী সায়গল হোসেনের পাশাপাশি নজরে তৃণমূল জেলা সভাপতির ঘনিষ্ঠ ব্যবসায়ীরাও। বাদ যায়নি তাঁদের কর্মচারীদের অ্যাকাউন্টও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, কর্মচারীদের মাসিক বেতন সামান্য হলেও, মাঝেমধ্যেই ওই সব অ্যাকাউন্টের মাধ্যমে লক্ষাধিক টাকার লেনদেন হয়েছে। সিবিআই-এর সন্দেহ, ওইসব অ্যাকাউন্টের মাধ্যমে গরু পাচারের টাকা লেনদেন হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ব্যবসায়ী ও তাঁর কর্মচারীদের তালিকা তৈরি করতে শুরু করেছে সিবিআই। ওই ব্যবসায়ী ও তাঁদের কর্মচারীদের নামে বীরভূমে কোনও সম্পত্তি কেনা হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। অনুব্রত মণ্ডলের ১ কোটি টাকার লটারি জেতার রহস্যভেদ করতে গিয়ে মঙ্গলবার সামনে আসে আরও তিন লটারির হদিশ। সিবিআই-এর দাবি, শুধু অনুব্রত মণ্ডলই নয়, দফায় দফায় লটারির টাকা ঢুকেছে তাঁর কন্যা সুকন্যা মণ্ডলের অ্যাকাউন্টেও। এই প্রেক্ষাপটেই বুধবার, অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য ও মলয় পিটকে দিল্লিতে ফের জিজ্ঞাসাবাদ করে ইডি। তৃণমূলের অঞ্চল সভাপতি রাজীবের চালকলে কে বিনিয়োগ করেছিলেন? অনুব্রতর স্ত্রী-র চিকিৎসার জন্য কেন টাকা দিয়েছিলেন তিনি? উত্তর জানতে রাজীব ভট্টাচার্যকে এর আগেও ৪বার তলব করেছিল ইডি। এবার নজরে মলয় পিট।
আরও পড়ুন:যাঁকে পুলিশের কামড়! তাঁকেই জামিন অযোগ্য ধারা! গ্রেফতার চাকরিপ্রার্থী