সৌভিক মজুমদার, কলকাতা: এসএসসি-র (School Service Commission) গ্রুপ সি নিয়োগ দুর্নীতি (Corruption) মামলায় এফআইআর দায়েরের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।


‘দুর্নীতিবাজদের কলার ধরে নিয়ে যাওয়া উচিত’


‘দুর্নীতিবাজদের কলার ধরে নিয়ে যাওয়া উচিত সিবিআইয়ের (CBI)। সিবিআই যে কোনও প্রভাবশালীকে জেরা করতে পারে। যে কোনও রাজনৈতিক ব্যক্তিকে জেরা করতে পারে সিবিআই। সহযোগিতা না করলে হেফাজতে নিতে পারে সিবিআই’, বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।


‘২০ মে তদন্তের অগ্রগতি সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট’


‘৫৪২ জনের ভুয়ো সুপারিশপত্র-ও হেফাজতে নেবে সিবিআই। বিতর্কিতভাবে নিযুক্ত ৫৪২ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারে সিবিআই। ৫৪২ জনকে খুঁজে বের করতে সাহায্য করতে হবে জেলার পুলিশ সুপারদের। ২০ মে তদন্তের অগ্রগতি সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট দেবে সিবিআই’, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।


সম্পত্তির হিসেব দেওয়ার নির্দেশ


এসএসসির উপদেষ্টা কমিটির পাঁচ সদস্যকে সম্পত্তির হিসেব দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ২০ মে দুপুর দুটোর মধ্যে আদালতে সম্পত্তির হিসেব দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।


সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল


এদিকে, এসএসসি-র নিয়োগ-দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ‘নির্দিষ্ট তথ্যপ্রমাণ থাকলে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে। ন্যায় বিচারের ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চ সীমা অতিক্রম করেছে বলে মনে করে না ডিভিশন বেঞ্চ। প্রভাবিত সবপক্ষের বক্তব্য সবসময় শুনতে হবে এমন কোনও বিধিবদ্ধ নিয়ম বা আইন নেই। এখনও পর্যন্ত যে তথ্যপ্রমাণ এসেছে তার কোনওটাই এসএসসি-র পক্ষে যায়নি। আর্থিক দুর্নীতি খুঁজে বার করার ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও ভুল নেই,’ জানাল বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।


‘উপদেষ্টা কমিটির সদস্যদের ভূমিকা আলাদা করে খুঁজে দেখার সময় এটা নয়। বিতর্কিতভাবে নিযুক্ত হওয়া প্রার্থীদের বেতন বন্ধ বা ফেরত দিতে বলে ভুল করেনি সিঙ্গল বেঞ্চ।’ এসএসসি-র নিয়োগ-দুর্নীতি মামলার রায়ে পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের। সিঙ্গল বেঞ্চেই মামলা ফেরত পাঠাল ডিভিশন বেঞ্চ।


এসএসসি-র গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী ও নবম-দশমে সহকারী শিক্ষক নিয়োগের মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। সেই মামলার প্রেক্ষিতেই আজ রায়দান ডিভিশন বেঞ্চের।