সৌভিক মজুমদার, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারী : এক মাসের মধ্যে রাজ্যের সব সংশোধনাগারে (Jails of West Bengal) জ্যামার ও ফুল বডি স্ক্যানার বসানোর নির্দেশ দিল আদালত। একটি মাদক সংক্রান্ত মামলায় এই নির্দেশ দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। এ নিয়ে একটি রিপোর্টও জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। 


জেল-নির্দেশ


৪ সপ্তাহের মধ্যে রাজ্যের সমস্ত জেলে জ্যামার (Jammer) এবং ফুল বডি স্ক্যানার (Full Body Scanner) বসাতে হবে। মাদক সংক্রান্ত একটি মামলার শুনানিতে সোমবার এমনই নির্দেশ দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।


২০২২-এর অক্টোবরে মুর্শিদাবাদের জলঙ্গি থেকে তাজবুল শেখ ও সুকুর মণ্ডল নামে দু-জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জামিনের আবেদনের মামলায় এদিন তাঁদের আইনজীবী আদালতে দাবি করেন, দু-জনকে (তাজবুল শেখ ও সুকুর মণ্ডল) মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। অন্য অভিযুক্তের বয়ানের ভিত্তিতে এই দু-জনকে গ্রেফতার করা হয়। সেই অভিযুক্ত জামিনে আছেন। এই দু-জনের কাছ থেকে কোনও মাদক উদ্ধার হয়নি। তাই এদের জামিন মঞ্জুর করা হোক। উত্তরে সরকারি আইনজীবী বলেন, ধৃতরা সকলেই মাদক ব্যবসায়ী। জামিন পাওয়া অভিযুক্তের সঙ্গে এই দু-জন ব্যাক্তির যোগাযোগ রয়েছে। সংশোধনাগার থেকে ফোনের মাধ্যমে এরা মাদকের ব্যবসা চালাত। 


একথা শুনেই হতবাক হয়ে যান বিচারপতি বাগচী। তারপর তিনি নির্দেশ দেন, রাজ্যের সমস্ত সংশোধনাগারে জ্যামার ও ফুল বডি ইলেকট্রনিক্স স্ক্যানার বসাতে হবে।
অভিযুক্তদের যখন সংশোধনাগারে নিয়ে আসা হবে, তখন স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা করে দেখতে হবে, তাদের কাছে কোন ডিভাইস আছে কি না। রাজ্যের সব সংশোধনাগারে আদালতের নির্দেশ মতো জ্যামার ও ফুল বডি স্ক্যানার বসানো হল কিনা, সেই বিষয়ে একটি রিপোর্ট, চার সপ্তাহ পর হাইকোর্টে জমা করতে হবে।


অতীতেও একাধিক অভিযোগ


অতীতে জেলে বসে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ একাধিকবার উঠেছে। রবিবারই গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল সম্পর্কে বিস্ফোরক দাবি করেন তারই দলের নেতা কাজল শেখ। এমনকি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জানুয়ারি মাসে আদালতে দাঁড়িয়ে একই দাবি করেছিল সিবিআইও। এই আবহে এদিন অন্য একটি মামলার শুনানিতে সংশোধনাগারে জ্যামার ও ফুল বডি স্ক্যানার বসানোর নির্দেশ দিলেন বিচারপতি। বিচারাধীন বন্দিদের বিরুদ্ধে সংশোধনাগার থেকে ফোনে কথা বলার অভিযোগ ওঠায় ডিএসপি ডিএনটির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে আদালত। ৪ সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি হবে।


আরও পড়ুন- বাংলার শিক্ষা ব্যবস্থাকে ১০০ বছর পিছিয়ে দিয়ে ধ্বংস করেছেন, পার্থ প্রসঙ্গে ইডি