সৌভিক মজুমদার, কলকাতা : নিয়োগ-দুর্নীতি মামলায় (Recruitment Scam) হাইকোর্টে ফের ভর্ৎসিত সিবিআই। তদন্তের গতি প্রকৃতি নিয়ে উষ্ণা প্রকাশ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের মন্তব্য 'এই মামলায় আর কোনও আধিকারিকের প্রয়োজন নেই, প্রধানমন্ত্রীকে প্রয়োজন। সিবিআই আদালতের সঙ্গে খেলা করছে, তারা দুর্নীতির পর্দাফাঁস করার লক্ষ্যে তদন্ত করছে না'। নিয়োগ দুর্নীতি মামলায় গঠিত সিবিআইয়ের সিটের কার্যক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি এবার খোদ সিবিআই অধিকর্তা প্রবীণ সুদকে হাজিরার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।


নিয়োগ দুর্নীতির তদন্তে নিযুক্ত সিটের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তা নিয়ে রিপোর্ট পেশের নির্দেশও দেন বিচারপতি। ৪ অক্টোবর দুপুর ২ টোয় সিবিআই ডিরেক্টরকে (CBI Director) ভার্চুয়ালি হাজিরার নির্দেশ বিচারপতির। 'এই কেস ডায়েরি দেখে ভয়ঙ্কর কিছু তথ্য পাচ্ছি, সিটের সদস্য নয়, এমন ব্যক্তিও ঘুষ দিয়ে চাকরি পাওয়া শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করেছেন', এটা কী করে সম্ভব ? প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।


'বিশল্যকরণী খুঁজে আনব আমি', কেস ডায়েরি দেখে মন্তব্য কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 'সিবিআইয়ের আচরণ খুবই ঢিলেঢালা, কোর্টের নির্দেশেই টাকা দিয়ে চাকরি পাওয়া ৪ শিক্ষক গ্রেফতার হয়েছে', সিবিআই নিজে থেকে গ্রেফতার করেনি, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay)।


গতকালই OMR শিট মামলায়, কড়া কড়া শব্দবন্ধে CBI-কে ভর্ৎসনা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছিলেন, CBI অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে। এবার আমি আপনাদের পদক্ষেপ বর্ণনা করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখব। আপনারা দোষীদের আড়াল করার চেষ্টা করছেন। প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে থাকা দফতরের আধিকারিকরা কী করছেন, সেটা তাঁকে জানানো দরকার। CBI-এর আধিকারিকরা এত অবোধ বা নির্বোধ নন। নিশ্চিতভাবেই CBI-এর আধিকারিকরা দুষ্কৃতীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে।


প্রধানমন্ত্রীর হাতে থাকা দফতরের প্রসঙ্গ সামনে এনেই নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইকে কড়া সুরে ভর্ৎসনা করে আধিকারিকদের বদলে প্রধানমন্ত্রীকে প্রয়োজন বলেই মন্তব্য করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি সিবিআই অধিকর্তাকে ভার্চুয়ালি হাজির থাকার নির্দেশও দিলেন তিনি।                


 


আরও পড়ুন- নেই কোনও ওষুধ, অত্যন্ত বেশি মারণ ক্ষমতা, নিপা ভাইরাস নিয়ে উদ্বেগে চিকিৎসকরা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন