Calcutta High Court : 'এটা পুলিশ শাসিত রাজ্য নয় বা জরুরি অবস্থাও জারি হয়নি' শুভেন্দুর সভা বাতিল নিয়ে হাইকোর্টের ভর্ৎসনা পুলিশকে
Suvendu Adhikari : কোনও কারণ না দেখিয়ে সভার আগের দিন ১৪৪ ধারা জারি করলে সন্দেহ হওয়া স্বাভাবিক। ভাঙড়েও ১৪৪ ধারা প্রত্যাহার হয়েছে, খেজুরি তো ভাঙড় নয়'।
সৌভিক মজুমদার, কলকাতা : শুভেন্দু অধিকারীর (Suvendu adhikari) সভা বাতিল করে হাইকোর্টে কড়া প্রশ্নের মুখে পুলিশ। পাশাপাশি ১৪৪ ধারা জারির নির্দেশিকা খারিজ করল আদালত। সঙ্গে ২৬ অগাস্ট খেজুরিতে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি হাইকোর্টের (Calcutta High Court)।
পুলিশকে (Police) ভর্ৎসনা করে হাইকোর্টের কড়া প্রশ্ন, 'এটা পুলিশ শাসিত রাজ্য নয় বা জরুরি অবস্থাও জারি হয়নি। এভাবে ১৪৪ ধারা জারি করা যায় না।; পাশাপাশি বিচারপতি জয় সেনগুপ্তর মন্তব্য 'বিরোধীদের আটকাতে বাচ্চাদের মত যুদ্ধ করছেন কেন? অশান্তির কথা যদি বলেন, যাদবপুরে কি ১৪৪ ধারা জারি করেছেন? কোনও কারণ না দেখিয়ে সভার আগের দিন ১৪৪ ধারা জারি করলে সন্দেহ হওয়া স্বাভাবিক। ভাঙড়েও ১৪৪ ধারা প্রত্যাহার হয়েছে, খেজুরি তো ভাঙড় নয়'।
১৯ অগাস্ট খেজুরিতে শুভেন্দু অধিকারীর সভা হওয়ার কথা ছিল। ১৪৪ ধারা জারি করে একদিন আগে সভা বাতিল করে পুলিশ। যার জেরে দিন বদল করে ২৬ অগাস্ট সভার সিদ্ধান্ত নেয় বিজেপি (BJP)।
বিরোধী দলনেতার সভা নিয়ে আগেও টানাপড়েনের সাক্ষী থেকেছে রাজ্য। হালেই পশ্চিম মেদিনীপুরের পিংবনিতে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে সভায় অনুমতি ঘিরে বিতর্ক তৈরি হয়। পুলিশের অনুমতি না মেলায় অবশেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। সমস্যা হয়েছিল কারণ একই জায়গায় সভার সূচি ছিল তৃণমূলের। একই দিনে শাসক ও বিরোধী সভার বিষয়টি নতুন নয়। সেবারেও সমাধান দেয় কলকাতা হাইকোর্ট। তৃণমূল-বিজেপির জোড়া সভার সময় বেঁধে দিয়ে হাইকোর্টের নির্দেশে জানানো হয়, 'সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সভা করবে বিজেপি। দুপুর ২.৩০টা থেকে সন্ধে সাড়ে ৭টা পর্যন্ত সভা করবে তৃণমূল। সভা করতে হবে শান্তিপূর্ণভাবে, থাকতে হবে পুলিশি নিরাপত্তা'। প্রসঙ্গত, গত ১৪ মার্চ নন্দীগ্রাম দিবসে শুভেন্দুর সভায় পুলিশের অনুমতি না মেলার অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। গত ২ এপ্রিল, মাঠ ব্যবহারের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের ছাড়পত্র নেই বলে দাবি করে চন্দ্রকোণার ঝাকরায় শুভেন্দু অধিকারীর কৃষক সমাবেশের অনুমতি বাতিল করেছিল পুলিশ । আবার ৭ মে, পুলিশের তরফে ত্রুটিপূর্ণ আবেদনের কথা জানিয়ে পটাশপুরে শুভেন্দু অধিকারীর সভা ও মিছিলের অনুমতি বাতিল করা হয়েছিল।
এবার অবশ্য বিরোধী দলনেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই সভা হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন