কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে নাম ছিল BJP নেতা অরুণ হাজরার। এবার তাঁকে নিয়ে আদালতে বিস্ফোরক নথি পেশ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI. কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, ২০২২ সালে অরুণের নিজের হাতে লেখা চুক্তিপত্র পাওয়া গিয়েছে, যেখানে উল্লেখ রয়েছে, বিভিন্ন পদে নিয়োগের জন্য 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে তিনি ৭৮ কোটি টাকা দিয়েছিলেন। CBI জানিয়েছে, এর মধ্যে ৪৫ কোটি টাকার কাজ করে ফেরত দিয়েছেন সুজয়কৃষ্ণ। বাকি টাকা সম্পত্তি বিক্রি করে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি বলেও লেখা আছে ১০টি স্ট্যাম্প পেপারে। (Recruitment Scam)
আদালতে ওই নথি পেশ করে এমনই দাবি করেছে CBI. যদিও BJP নেতা অরুণের দাবি, ভুল তথ্য পেশ করা হয়েছে আদালতে। এই নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন অরুণ। কিন্তু নতুন করে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ চুক্তিপত্রে সই থানা অনেকে জিজ্ঞাসাবাদে গোয়েন্দাদের কাছে সবকিছু স্বীকার করে নিয়েছেন বলে জানা যাচ্ছে। (Arun Hazra)
প্রাথমিক দুর্নীতি মামলা নিয়ে কয়েক দিন আগেই চার্জশিট জমা দেয় CBI. সেই চার্জশিটে নাম ছিল 'কালীঘাটের কাকু', শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং অরুণ তথা চিনু হাজরার নাম রয়েছে। সেই চার্জশিটের সাপেক্ষে এবার তথ্য-প্রমাণের নথি জমা দিল CBI. তাতে বলা হয়েছে, BJP নেতা অরুণ ওরফে চিনু ১০ টাকার একটি স্ট্যাম্প পেপারে, ২০২২ সালে নিজের হাতে চুক্তিপত্র লিখেছেন।
কোন সময় কত টাকা 'কালীঘাটের কাকু'কে দিয়েছেন, চুক্তিপত্রে তা লেখেন অরুণ। লেখা হয়, প্রাথমিকে চাকরির জন্য ১১ কোটি ৭০ লক্ষ, গ্রুপ ডি-র জন্য ১৫ কোটি, গ্রুপ সি-র জন্য ৯ কোটি টাকা, অর্গানাইজার Primary + Rail-এর জন্য ৩ কোটি টাকা অগ্রিম দেওয়া হয়েছে। একই ভাবে, নবম-দশম-একাদশ-দ্বাদশের জন্য ১ কোটি ৫ লক্ষ এবং সবমিলিয়ে ৭৮ কোটি টাকা দেওয়ার কথা লেখেন অরুণ।
চুক্তিপত্রের শেষ পাতায় যে চারজনের সই রয়েছে, তাতে সই রয়েছে অরুণের। বাকি তিনজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে CBI. তাঁরা গোয়েন্দাদের জানান, অরুণই নিজের হাতে ওই চুক্তিপত্র লিখে দেন। বিভিন্ন জায়গায় থেকে চাকরি বিক্রির নাম করে যে টাকা তোলা হয়, তা নিয়ে যাবতীয় তথ্য ও হিসেব ওই চুক্তিপত্রে রয়েছে বলে দাবি CBI-এর। চুক্তিপত্রে সাক্ষী হিসেবে আরও চার জনের সই রয়েছে।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কারা সুপারিশের মাধ্যমে চাকরি পান, কারা সুপারিশ করেন, তার জন্য ১৩২ জনের তালিকা তৈরি করেছে CBI. ১৩২ জনেরই বয়ান রেকর্ড করতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা। তালিকায় প্রভাবশালীদের নাম রয়েছে। বিজেপি নেতাদের নামও রয়েছে বলে খবর। কী ভাবে গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়, চাকার লেনদেন কী ভাবে হয়, অ্যাডমিট কার্ডের মাধ্যমে সুপারিশ হল কী করে, জানতে চায় CBI. ধাপে ধাপে ওই ১৩২ জনকে তলব করা হবে বলে জানা গিয়েছে।