কলকাতা: করোনায় কার্যত শামুকের গতিতেই এগিয়েছে পড়াশোনা। তার মধ্যেই সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা (CBSE Term 2 Board Exams 2022)। অনলাইন নয়, আগামী ২৬ এপ্রিল থেকে অফলাইনই নেওয়া হবে পরীক্ষা। ৫০ শতাংশ পাঠ্যসূচি অনুযায়ীই, নেওয়া হচ্ছে পরীক্ষা।
কিন্তু দীর্ঘ দিন পর পরীক্ষার হলে বসে, খাতা-পেনে লেখা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে পড়ুয়াদের মধ্যে। তা কাটিয়ে ওঠার উপায় (Tips and Tricks for Board Exams) বাতলে দিচ্ছেন বিশেষজ্ঞরা। মাথা ঠান্ডা রেখে, সব কিছু সাজিয়ে এগোলেই ফল মিলবে বলে আশাবাদী তাঁরা।
- পদ্ধতি প্রাচীন হলেও, পরীক্ষার প্রস্তুতির জন্য নোট নেওয়ার কোনও বিকল্প নেই। এতে কোন প্রশ্নের উত্তর কী ভাবে লিখতে হয়, মাথার মধ্যেই তা ছকে নেওয়া যায় বলে মত বিশেষজ্ঞদের।
- ইন্টারনেটের যুগে শুধু বইয়ের ভরসায় বসে থাকেন না পড়ুয়ারা। আবার প্রাইভেট টিউটরের নোটও সময় মনে ধরে না। সে ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হয়। তাই নিজের গ্রহণযোগ্যতা অনুযায়ী কোনটা ধরে এগনো উচিত, আগে তা ঠিক করে ফেলতে হবে।
আরও পড়ুন: CBSE ICSE: সিবিএসই-আইসিএসই-এর অফলাইন বোর্ড পরীক্ষা বাতিলের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
- খুঁটিনাটি সব মগজস্থ করে ফেললেও, পরীক্ষার খাতায় লেখার কথা ভাবলেই উৎকণ্ঠা দেখা দেয় অনেকের মধ্যে। তাই মাথা ঠান্ডা রেখে এগোলেই আপনা আপনি সমাধান বেরিয়ে আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
- পরীক্ষার আগে কৌশল করে এগোতে হবে। যে যে জায়গায় দুর্বলতা রয়েছে, সেগুলিকে গুরুত্ব দিতে হবে। সময় থাকতে থাকতে ঝালিয়ে নিতে হবে সব কিছু। তার জন্য সময়সীমা ধরে এগনো যেতে পারে।
- নিজেকেই চ্যালেঞ্জ দিতে হবে। জটিল প্রশ্নের উত্তর সাজায়ি নিতে হবে । বুঝে নিতে হবে, কতটা লেখা প্রয়োজন, কতটা বাদ দিলেও চলে।