নয়াদিল্লি: চিনের (China Corona) পরিস্থিতির উপর নজর রেখে ভারতেও একাধিক পদক্ষেপ। শনিবার থেকে করোনা (Corona) বিধি ফিরছে দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরেই ২ শতাংশ যাত্রীর করোনা পরীক্ষার সিদ্ধান্ত। বিমানবন্দর সূত্রে খবর, কোভিডের সংক্রমণ বেশি, এমন দেশে এখনই উড়ান বন্ধ নয়। সেসব দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ নয়।                                                                                                                                           


ভারতেও একাধিক পদক্ষেপ: করোনার সংক্রমণ যে দেশগুলিতে বাড়তে শুরু করেছে যেমন চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, আমেরিকা থেকে যাঁরা আসছেন, বিমানবন্দরে তাঁদের random RT-PCR পরীক্ষার সিদ্ধান্ত আগেই নিয়েছে কেন্দ্র। করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে গতকালের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে করোনার জিনোম সিকোয়েন্সিংয়ের ওপর জোর দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, এখন মূল লক্ষ্য হল কোনওভাবেই যেন নতুন ভ্যারিয়েন্ট ভারতে প্রবেশ করতে না পারে। আবার যাত্রীদের সুবিধা-অসুবিধার বিষয়টিও দেখা হচ্ছে। বিমানবন্দরেই ২ শতাংশ যাত্রীর করোনা পরীক্ষার সিদ্ধান্ত। আগামীকাল থেকেই এই নিয়ম কার্যকর করা হবে বলে সূত্রের খবর।                                                                                                                                           


বড়দিনের প্রাক্কালে চিন, সাউথ কোরিয়া, জাপান-সহ একাধিক দেশে ফের চোখ রাঙাচ্ছে করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট BF.7।  সামনে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চমকে দেওয়া সাপ্তাহিক রিপোর্ট। যেখানে বলা হয়েছে, শুধুমাত্র চিনেই করোনায় মৃত্যু ৪৯ শতাংশ বেড়ে গেছে। চিন ও তার আশেপাশের দেশগুলিতে সংক্রমণ বেড়েছে ৪৪ শতাংশ। লাতিন আমেরিকার একাধিক দেশে তো ৮৭ শতাংশ পর্যন্ত বেড়েছে সংক্রমণ।ইতিমধ্যে ভারতেও করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট BF.7-এ আক্রান্ত চারজনের হদিশ মিলেছে। এই পরিস্থিতিতে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ কেন্দ্র। পরিস্থিতি পর্যালোচনায় আজই প্রতিটি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এদিন দুপুর ৩টেয় নাগাদ এই বৈঠক হবে বলে খবর।


আরও পড়ুন: Covid19 Update: একাধিক দেশে বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক কেন্দ্র, আজ বৈঠক স্বাস্থ্যমন্ত্রীর