কৃষ্ণেন্দু অধিকারী ও সৌমিত্র রায়, কলকাতা: করুণাময়ীতে (Karunamoyee) মধ্যরাতে (midnight) পুলিশি অভিযানের (police) প্রতিবাদে বিবৃতি (statement) দিলেন বিশিষ্টরা (civil society)। ‘এই ঘটনাকে ধিক্কার (booing) জানাই’, বিবৃতি বিনায়ক সেন (vinayak sen), অপর্ণা সেন (aparna sen), বিভাস চক্রবর্তী (bibhash chakrabarty), কৌশিক সেনের (kaushik sen) মতো বিশিষ্ট নাগরিকদের। সঙ্গে লেখা, পশ্চিমবঙ্গের নাগরিকের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে।
কী বললেন বিশিষ্টরা?
সরকারকে আলোচনার মাধ্যমে জট কাটানোর আবেদন জানিয়েছে বিশিষ্টরা। সঙ্গে আর্জি, আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে যেন ফৌজদারি মামলা দায়ের না করা হয়। বিবৃতিতে সই করেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, থেকে সুমন মুখোপাধ্যায়, রেশমী সেন, ঋদ্ধি সেনরা। এতেই থামেনি। চাকরিপ্রার্থীদের ওপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে সুর চড়ান চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও। ট্যুইটারে লেখেছেন, 'এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। আমি প্রতিবাদকারীদের উপর পুলিশের এই দমন-পীড়নের তীব্র নিন্দা করছি এবং বিচারের দাবি জানাচ্ছি।' তার আগেই এমন পুলিশি অভিযানের নিন্দা করে ট্যুইট করেছেন বিশিষ্ট চিত্রপরিচালক অর্পণা সেন। লিখেছেন, 'অনশনকারীদের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করছে তৃণমূল সরকার। অহিংস আন্দোলনের বিরুদ্ধে ১৪৪ ধারা জারি করা হল কেন? সরকারের অনৈতিক আচরণের তীব্র প্রতিবাদ করছি।' প্রতিবাদ ভেসে আসে চিত্রপরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের তরফেও। তিনি বলেন, 'পুলিশ ও প্রশাসনকে ধিক্কার জানাব। অত্যন্ত লজ্জাজনক ঘটনা। ন্যক্কারজনক ঘটনা। আমরা গণতান্ত্রিক কোনও রাজ্যে বাস করছি কিনা, সেটা নিয়েই সন্দেহ জাগছে। একে আমরা শ্বেত সন্ত্রাস বলে থাকি। এখন সেই সন্ত্রাস নেমে আসছে তাঁদের উপর যাঁরা আদতে অপরাধী নন। আর যাঁরা গোটা শিক্ষাব্যবস্থাকে বিক্রি করে দিয়েছেন, তাঁরা নিশ্চিন্তে জেলে বসে রয়েছেন।' অভিনেতা কৌশিক সেনের আবার বক্তব্য, 'বলপ্রয়োগ করলে এই আন্দোলন তীব্র আকার ধারণ করবে।' আলোচনার মাধ্যমে জট কাটানোর পক্ষপাতী তিনি।
প্রেক্ষাপট...
গভীর রাতে পুলিশি অভিযান। করুণাময়ীতে ধুন্ধুমার। ৮৪ ঘণ্টার মাথায় চ্যাংদোলা করে টেনে হিঁচড়ে করুণাময়ীতে আন্দোলনকারী তুলে দিল পুলিশ। ৬১ ঘণ্টার অনশন ভেঙে দিল ১৫ মিনিটেই! প্রতিবাদে সরব আন্দোলনকারীরা। মহিলা আন্দোলনকারীদের শরীরে কেন হাত দেবেন পুরুষ পুলিশ, প্রশ্ন বিক্ষোভকারীদের। মাঝরাতে কুরুক্ষেত্রের ছবি করুণাময়ীতে। সকাল হতেই রাজনৈতিক দলের প্রতিবাদে রণক্ষেত্র মহানগর।
আরও পড়ুন:দীপাবলির আবহের প্রভাব ! শুরুতেই গতি দেখাল সেনসেক্স-নিফটি, আজ বিনিয়োগ করুন এভাবে