প্রবীর চক্রবর্তী, কলকাতা: মিড ডে মিল রান্নার সরঞ্জাম (Mid Day Meal Cooking Equipment) চুরির অভিযোগ স্কুল থেকে। হরিদেবপুর থানায় (Haridevpur Police Station) অভিযোগ দায়ের স্কুল কর্তৃপক্ষের। রান্নার সরঞ্জাম চুরি যাওয়ায় কদিন পর স্কুল খুললে কীভাবে মিড ডে মিল (Mid Day Meal) দেওয়া যাবে প্রায় ১৭০০ পড়ুয়াকে, তা নিয়ে চিন্তায় স্কুল কর্তৃপক্ষ। 


মিড ডে মিল রান্নার সরঞ্জাম চুরির অভিযোগ: বিপাকে প্রাথমিক স্কুলের প্রায় ১৭০০ পড়ুয়া। অভিযোগ, পড়ুয়াদের মিড ডে মিল রান্নার সরঞ্জাম চুরি হয়ে গেছে স্কুল থেকে।  ক’দিন পর স্কুল খুললে কীভাবে মিড ডে মিল দেওয়া যাবে, তা নিয়ে চিন্তায় স্কুল কর্তৃপক্ষ।  খাস কলকাতার বুকে, হরিদেবপুর থানা এলাকায়, কলকাতা পুরসভার ১১৫ নম্বর ওয়ার্ডে পাশাপাশি দু’টি স্কুল কাশীনাথ সাহা বিদ্যাপীঠ ও সুখরঞ্জন বিদ্যামন্দির। শিক্ষকদের অভিযোগ তাঁরা সোমবার এসে দেখেন, কাশীনাথ সাহা বিদ্যাপীঠ থেকে চুরি হয়ে গেছে মিড ডে মিল রান্নার বাসনপত্র। কাশীনাথ সাহা বিদ্যাপীঠেই ১১৪ ও ১১৫ নম্বর ওয়ার্ডের স্কুলগুলির প্রায় ১৭০০ ছাত্রছাত্রীর মিড ডে মিল রান্না হত। তারপর তা এখান থেকেই পাঠানো হত বিভিন্ন স্কুলে। স্কুল থেকে চুরি গেছে পড়ুয়াদের শুকনো খাবারও। অভিযোগ, পাশের সুখরঞ্জন বিদ্যামন্দির স্কুলের বিদ্যুতের তারও চুরি গেছে। কাশীনাথ সাহা বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রাণ রায়চৌধুরী বলেন, “সুখরঞ্জেনে বিদ্যুতের তার চুরি হয়েছে।  আমাদের স্কুলের মিড ডে মিলের সরঞ্জাম চুরি হয়েছে। আজ সকালে এসে দেখি, তালা ভাঙা।’’


২৬ জুন পর্যন্ত গরমের ছুটি। কয়েকদিন পরই স্কুল খুলছে। স্কুল বন্ধ থাকলেও অভিভাবকরা শুকনো খাবার নিয়ে যেতেন। এতজন পড়ুয়ার জন্য দ্রুত মিড ডে মিলের ব্যবস্থা করাই এখন বড় চ্যালেঞ্জ স্কুল কর্তৃপক্ষের। ১১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন, বিষয়টি তিনি প্রাথমিক শিক্ষা সংসদে জানিয়েছেন। ১১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রত্না শূর বলেন, “বিষয়টি খুবই উদ্বেগজনক। অনেক পড়ুয়ার খাবার যায় ওই স্কুল থেকে। অবিলম্বে যাতে ব্যবস্থা করা যায়, তার জন্য বিষয়টি কলকাতা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি কার্তিক মান্নাকে জানিয়েছি।’’ হরিদেবপুর থানায় চুরির অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের চিহ্নিত করতে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।


আরও পড়ুন: Calcutta Highcourt: প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ হাইকোর্টের