কলকাতা : উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি। ইতিমধ্যেই কলকাতা ও হাওড়ায় ডেঙ্গিতে মৃত্যু হয়েছে ৪ জনের। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই ডেঙ্গি চিকিৎসার আদর্শ চিকিৎসা বিধি সম্পর্কে সরকারি চিকিৎসকদের ওয়াকিবহাল করা হয়েছে। কিন্তু রাজ্যের বিরুদ্ধে ডেঙ্গি পরিসংখ্যান লোকানোর অভিযোগ উঠল।

  

তথ্য গোপনের অভিযোগ
রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি বেশ উদ্বেগজনক। ৩১ অগাস্ট পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪২৪ জন। এরই মাঝে রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের কাছে তথ্য গোপনের অভিযোগ উঠেছে। গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যের একাধিক জেলায় ডেঙ্গির দাপট।

আরও পড়ুন :
' নাম বাদ গেলে হাত গলায় ঝুলবে ’ এবার পুলিশ প্রশাসনকে হুমকি বামনেত্রী মীনাক্ষীর


শেষ ২ সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৪০ জন। অভিযোগ, রাজ্য সরকার ৩১ মে পর্যন্ত ডেঙ্গি সংক্রান্ত যে রিপোর্ট কেন্দ্রের কাছে জমা দিয়েছে তাতে দেখা যাচ্ছে, ৩১ মে পর্যন্ত যতজন ডেঙ্গি আক্রান্ত ছিলেন, ৩১ অগাস্টেও সংখ্যাটা অপরিবর্তিত। অভিযোগ, রাজ্য সরকার ডেঙ্গির সঠিক তথ্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে পাঠালে, এই মুহূর্তে দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ডেঙ্গি আক্রান্তের নিরিখে পশ্চিমবঙ্গের স্থান এক নম্বরে। 
করোনার প্রকোপ পুরোপুরি কাটতে না কাটতেই এবার রাজ্যে ডেঙ্গি উদ্বেগ চরমে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের ৩ জেলায় ডেঙ্গি পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। এর মধ্যে রয়েছে 



  • হাওড়া

  • উত্তর ২৪ পরগনা 

  • কলকাতা

    অগাস্ট মাসে হাওড়ায় ২ সপ্তাহের মধ্যে ডেঙ্গিতে ২ জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে এবার হাওড়ার ৯ নম্বর ওয়ার্ডে প্রথমবার পাওয়া গেল ডেঙ্গির লার্ভা।  এই পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে পথে নামলেন হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। সোমবার হাওড়ার ৮, ৯ ও ৫০ নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন তিনি। 

  •