শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : পাঁচ দিনের মাথায় কোচবিহারের (Cooch Behar) ঘুঘুমারিতে পেট্রোল পাম্পের ডাকাতির ঘটনার কিনারা করল পুলিশ। যে ঘটনায় এখনও পর্যন্ত আট জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ। উদ্ধার হয়েছে ডাকাতি হওয়া টাকার একটা অংশ এবং দুটো কম্পিউটার মনিটর। এছাড়া দুষ্কৃতীদের থেকে উদ্ধার হয়েছে একটি দেশি বন্দুক। পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন জেলার বিভিন্ন জায়গা থেকে দুষ্কৃতীরা একত্রিত হয়ে এই ডাকাতির ঘটনা ঘটিয়েছে। এটাই এই দলের প্রথম ডাকাতি ছিল।
দুঃসাহকিক ডাকাতি
মুখ ঢেকে, আগ্নেয়াস্ত্র হাতে, সদলবলে পেট্রোল পাম্পে (Petrol Pump) চড়াও হয়েছিল দুষ্কৃতীরা। সিসি ক্যামেরা (CCTV Camera) ফুটেজে ধরা পড়েছিল সেই দুঃসাহসিক ডাকাতির ছবি। গত সোমবার রাত আড়াইটে নাগাদ কোচবিহারের ঘুঘুমারির পেট্রোল পাম্পে দু’জন কর্মী, দরজা বন্ধ করে ঘুমোচ্ছিলেন। অভিযোগ, ৪টি বাইকে চেপে ১১ জন দুষ্কৃতী সেখানে চড়াও হয়। দরজা খুলে ভিতরে ঢুকে, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, হুমকি দেয় দুষ্কৃতীরা। চলে মারধর, ভাঙচুরও।
টাকা লুঠ, মারধরের অভিযোগ
অভিযোগ, পেট্রোল পাম্প থেকে ৩০ হাজার টাকা লুঠ করে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। নিরাপত্তারক্ষীরা দাবি করেছিলেন, পেট্রোল পাম্পে দরজা ভেঙে ঢুকে এসে লুঠপাঠ চালানো হয়েছিল। মারধরও করা হয়েছিল তাঁদের। যে ঘটনার পর পুলিশি টহল নিয়ে প্রশ্ন তুলেছিল পাম্প কর্তৃপক্ষ। পেট্রোল পাম্পের ম্যানেজার চঞ্চল সরকার বলেছিলেন, 'আগে পুলিশ থাকত, এখন পুলিশ টহল দেয় না।' নিরাপত্তা আরও বাড়ানোর দাবি তুলেছিলেন তাঁরা।
সিসি ক্যামেরার ফুটেজ দেখে, দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা শুরু করে কোতোয়ালি থানার পুলিশ। যার পাঁচদিনের মাথায় দুঃসাহসিক চুরির ঘটনার কিনারা করল তারা। লুঠ হওয়া টাকার একাংশ, দেশি বন্দুক, কম্পিউটার মনিটার সহ একাধিক জিনিস উদ্ধারও করেছে পুলিশ (Police)।
সপ্তাহ দুয়েক আগেই পুজোর (Durga Puja 2022) প্রাক্কালে বরাহনগরের (Baranagar) সোনাপট্টিতে বড়সড় ডাকাতির ছক বানচাল করে পুলিশ (Police)। আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয় পাঁচ দুষ্কৃতীকে। ধৃতদের নাম অভিজিৎ সরকার, সুদীপ্ত সাউ, রবিশঙ্কর দত্ত চৌধুরী, শুভঙ্কর মালাকার। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি বন্দুক, ১৪ রাউন্ড কার্তুজ, একটি চপার উদ্ধার করে। এবং তা বাজেয়াপ্ত করে। সঙ্গে যে বাইকে করে পাঁচ জনের মধ্যে দুই জন এসেছিল, সেই বাইকটিও আটক করা হয়।
আরও পড়ুন- বিদেশে চাকরির টোপ দিয়ে অপহরণ, লক্ষ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, উদ্ধার ১৮ যুবক, গ্রেফতার ৩