শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: আগে কোনও বড় অস্ত্রোপচারের প্রয়োজন হলেই ছুটতে হতো জেলার বাইরে। নয়তো জেলাতেই লক্ষাধিক টাকা খরচ করে বেসরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা করাতে হতো রোগীর পরিবারকে। কিন্তু এখন অবস্থা অনেকটা বদলে গিয়েছে। কোচবিহারে (Cooch Behar Medical College) মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজের অর্থোপেডিক ডিপার্টমেন্টে একাধিক জটিল অপারেশন সম্পন্ন হয়েছে। সুস্থ হয়েছে অনেক রোগী।


গত বছর ডিসেম্বর মাস থেকে এই মেডিকেল কলেজে শুরু হয়েছে মেরুদণ্ডের অস্ত্রোপচার বা স্পাইন সার্জারি। এর আগে এই অপারেশন করাতে কোচবিহার থেকে রোগীকে বাইরে যেতে হতো। বেসরকারি ক্ষেত্রে পরিষেবা পেতে হলে গুনতে হতো লক্ষ লক্ষ টাকা। ফলে অনেকেই চিকিৎসার সুযোগ পেতেন না। এখন কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজে এই ধরনের অপারেশন হওয়ায়, অনেকেরই সুবিধে হয়েছে। 


এই হাসাপাতালেই মাথাভাঙার বাসিন্দা ২১ বছরে এক তরুণের মেরুদণ্ডের অস্ত্রোপচার হলো। মেডিকেল কলেজ সূত্রে খবর ওই তরুণ টিবি রোগে আক্রান্ত। তাঁর মেরুদণ্ডে পুঁজ জমে গিয়েছিল। এর ফলে দেহের নিম্নাংশে যে ধমনীগুলি আছে তাতে সমস্যা হয়। সেই কারণেই তাঁর শরীরের নীচের অংশ অবশ হয়ে যাচ্ছিল। এর চিকিৎসাই হল কোচবিহারের এই হাসপাতালে। আল্ট্রাসনোগ্রাফি গাইডেট মাইক্রো সার্জারির মাধ্যমে স্পাইনাল কর্ডে জমা পুঁজ বের করে দিতে সক্ষম হলেন চিকিৎসকরা।


এর আগে স্পাইনাল কর্ডের যেসব অস্ত্রোপচার হয়েছে প্রত্যেকটি ওপেন সার্জারি (Spine Surgery) ছিল, এবারই প্রথম মাইক্রো সার্জারি করা হলো সাফল্যের সঙ্গে। মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জন ডাক্তার শুভাশিস বন্দ্যোপাধ্যায় এই অস্ত্রোপচার করেন। বর্তমানে ওই তরুণ সুস্থ রয়েছেন। কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজের msvp চিকিৎসক রাজীব প্রসাদ বলেন,  'গত ডিসেম্বর থেকে স্পাইনাল কর্ড সার্জারি শুরু হয়েছে মেডিকেল কলেজে, তারপর থেকে একের পর এক জটিল অপারেশন হয়েছে এখানে। প্রতিটি রোগী সুস্থ হয়ে বাড়িতে গিয়েছেন, তবে এর আগে যে অপারেশনগুলো হয়েছে তা ছিল মূলত ওপেন সার্জারি, এবারই প্রথম মাইক্রো সার্জারি করা হলো।' তিনি আরও বলেন, 'কোচবিহারের অনেক মানুষ আছেন যাঁরা অর্থের জন্য এই ধরনের অপারেশন করতে পারেন না, তারা এখন মেডিকেল কলেজ থেকে বিনা পয়সায় অপারেশন করে নিচ্ছেন।' ভবিষ্যতে এই ধরনের অপারেশন আরও করা হবে বলে জানিয়েছেন হাসপাতালে MSVP।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: এবিপি আনন্দে সম্প্রচারিত খবর বিকৃত করে প্রচার! কী সেই ভুয়ো পোস্ট?