শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: শিক্ষাক্ষেত্রে ইতিমধ্যেই একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে। উঠেছে নির্যাতনের অভিযোগ। উদ্ধার হয়েছে মাদক দ্রব্য। এবার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন থেকে উদ্ধার মদ। গ্রেফতার ক্যান্টিনের মালিক।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে ক্যান্টিন থেকে প্রায় ১৫ বোতল মদ উদ্ধার
গতকাল রাতে কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে ক্যান্টিন থেকে প্রায় ১৫ বোতল মদ উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীরা। পরে পুন্ডিবাড়ী থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ক্যান্টিনের মালিককে গ্রেফতার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে ঘটনার পরেই ওই এজেন্সিকে ক্যান্টিনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
কেশিয়াড়ি থেকে উদ্ধার হয়েছিল প্রচুর চোলাই মদ ও মদ তৈরির তরল
বাইশ সালে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থেকে উদ্ধার হয়েছিল প্রচুর চোলাই মদ ও মদ তৈরির তরল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়েছিল আবগারি দফতর। উদ্ধার হয়েছিল মদ তৈরির বেশ কিছু সরঞ্জামও। বাইশ সালে ১২ দিনের ব্যবধানে দুই জেলায় মদ খাওয়ার পর বিষক্রিয়ায় মৃত্যুর অভিযোগ উঠেছিল।
পূর্ব বর্ধমানে মদ খাওয়ার পর অসুস্থ হয় ৬ জনের মৃত্যু
পূর্ব বর্ধমানে মদ খাওয়ার পর অসুস্থ হয় ৬ জনের মৃত্যু হয় বলে দাবি। গত মঙ্গলবার হাওড়ার ঘুসুড়িতে, তার পুনরাবৃত্তি হয়। মদে বিষক্রিয়ায় ১১ জনের মৃত্যুর অভিযোগ ওঠে। এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বেশ কয়েকজন। এরইমধ্যে, পশ্চিম মেদিনীপুরে, কেশিয়াড়ি থানার বেলুট গ্রাম থেকে উদ্ধার হল চোলাই মদ তৈরির ২ হাজার ৬০০ লিটার তরল। মিলেছে ৯০ লিটার চোলাই মদ।
মদের বিষক্রিয়া
উদ্ধার হয়েছিল মদ তৈরির সরঞ্জাম। প্রচুর হাঁড়ি। গোপন সূত্রে খবর পেয়ে, ভোরে অভিযান চালান আবগারি দফতরের আধিকারিকরা। সঙ্গে ছিল কেশিয়াড়ি থানার পুলিশ। যদিও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। আবগারি দফতর জানিয়েছিল, আগামী দিনেও এই ধরণের অভিযান চলবে। চলতি মাসের শুরুর দিকেই পূর্ব বর্ধমানে মদের বিষক্রিয়ায় ৬ জনের মৃত্যুর অভিযোগ ছিল।
বিষ মদ
এর আগে ২০১৮-র নভেম্বরে বিষ মদ খেয়ে প্রাণ হারিয়েছিলেন ১২ জন। তার ঠিক এক বছর আগে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে মদের বিষক্রিয়ায় ১৩ জনের মৃত্যু হয়। ২০১৫-র সেপ্টেম্বরে পূর্ব মেদিনীপুরের ময়নায় মদ খাওয়ার পরই অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন ২১ জন! তারও আগে, ২০১৪ সালের জানুয়ারিতে জয়নগরে একই ঘটনা ঘটেছিল। প্রাণ হারিয়েছিলেন ৫ জন।
আরও পড়ুন, পাথরচাপুড়িতে মেলার উদ্বোধনে অনুব্রত, কেন 'একসঙ্গে' দেখা গেল না কাজলকে ?