শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: পৃথক উত্তরবঙ্গের (North Bengal) দাবির বিরুদ্ধে এবার পথে নামছে তৃণমূল (Trinamool)। আগামী মঙ্গলবার কোচবিহারে প্রতিবাদ মিছিল করবে তারা। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর, উত্তরকন্যা কেন আছে? পাল্টা প্রশ্ন তুলে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক (BJP MLA) নিখিলরঞ্জন দে।


কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব প্রকাশ্যে সম্মতি না জানালেও পৃথক উত্তরবঙ্গের দাবিতে তাঁরা যে এখনও অনড়, ২৮ অগাস্ট কোচবিহারের ‘ভারতভুক্তি’ দিবসের অনুষ্ঠান মঞ্চেই বুঝিয়ে দিয়েছিলেন বিজেপি দুই বিধায়ক, সুকুমার রায় এবং মালতি রাভা রায়। ঠিক কী বলেছিলেন তাঁরা? বিধায়ক তথা বিজেপির কোচবিহারের সভাপতি সুকুমার রায় বলেন, “উত্তরবঙ্গের জন্যে যে দাবি  উঠছে যে উত্তরবঙ্গ আলাদা রাজ্য করতে হবে, সেই দাবিকেও আমরা সমর্থন করি।’’ তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতি রাভা রায় বলেন, “কিছু নেতা এসে বলে যাচ্ছে উত্তরবঙ্গকে ভাগ করা যাবে না। আমি বলছি উত্তরবঙ্গের মানুষ ঠিক করবে, আলাদা হবে কি না।’’


উত্তরবঙ্গের দাবির বিরুদ্ধে পথে তৃণমূল: এই দাবির বিরুদ্ধে এবার প্রথমবার পথে নামছে তৃণমূল। বিজেপির পৃথক উত্তরবঙ্গ দাবির প্রতিবাদে, ৬ সেপ্টেম্বর কোচবিহারে মিছিল করবে রাজ্যের শাসকদল। কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, “২৮ অগাস্ট গ্রেটার লিডার অনন্ত রায়, বিজেপির তিন বিধায়ক বাংলা ভাগের বিভাজনের কথা বলেছেন। উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের কথা বলেছেন। আমরা বঙ্গ বিভাজনের বিরুদ্ধে। বঙ্গভঙ্গের বিরুদ্ধে ৬ তারিখ মিছিল করব।’’ আগামী মঙ্গলবার, কোচবিহারের রাসমেলা ময়দান থেকে শুরু হয়ে, শহর পরিক্রমা করে রাসমেলা ময়দানে শেষ হবে তৃণমূলের প্রতিবাদ মিছিল। তার জন্য প্রস্তুতিও চলছে ব্লকে ব্লকে।


গত ১২ জুলাই, ধূপগুড়িতে দাঁড়িয়ে পৃথক উত্তরবঙ্গের বিরুদ্ধে এভাবেই নাম না করে বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,  উত্তরবঙ্গ বলে কিছু নেই। আলাদা করে যদি ভাবে, চক্রান্ত করে বাংলা ভাগ করব, তবে বলছি, শেষ রক্তবিন্দু দিয়ে আটকাবো। বাপের বেটা হও, দেখাও বাংলা ভাগ করে দেখাও। তৃণমূলের ৬ সেপ্টেম্বরের কর্মসূচিকে কটাক্ষ করতে গিয়ে, অভিষেকের সেদিনের বক্তব্যকেই হাতিয়ার করেছে বিজেপি। কোচবিহার দক্ষিণ বিজেপি বিধায়ক  নিখিররঞ্জন দে বলেন, “কয়েকদিন আগেই যুবরাজ বলে গেছিলেন, উত্তরবঙ্গ বলে কিছু থাকবে না, তাহলে উত্তরকন্যা, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর কেন? এখানকার মানুষের দাবি, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার। আমরা নির্বাচিত জন প্রতিনিধি। তাই মানুষের যে দাবি, সেটাই আমরা তুলে ধরব। আমাদের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব স্ট্যন্ড পয়েন্ট জানিয়ে দিয়েছে, তবুও বলব- যেহেতু এখানকার দাবি নিয়ে এখানকার ভাবাবেগ রয়েছে, তাই আমরা এই দাবির পক্ষে।’’


আরও পড়ুন: West Burdwan News: কয়লা উত্তোলনের সময় বিস্ফোরণ, একাধিক বাড়িতে ফাটল, ঘরছাড়া বহু