পার্থপ্রতিম ঘোষ, হিন্দোল দে, দিঘা, বকখালি : অন্ধ্রপ্রদেশ উপকূলের আরও কাছে অশনি। অন্ধ্রের কাঁকিনাড়া থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এবং বিশাখাপত্তনমের ৩৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে এগোচ্ছে উত্তর-পশ্চিম অভিমুখে। ইয়াস, ফণী, আমফানের মতো ঝড়ের ধাক্কা সইতে না হলেও আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র এখনও উত্তাল। 
অশনি সঙ্কেতে রাজ্যের উপকূলবর্তী জেলায় জারি হয়েছে সতর্কতা।  মাছ ধরতে সমুদ্রযাত্রা করতে মানা করা হয়েছে মৎস্যজীবীদের। দুর্যোগ মোকাবিলায়, পূর্ব মেদিনীপুরের দিঘা, হলদিয়া, কাঁথিতে খোলা হয়েছে ত্রাণ শিবির। মজুত রাখা হচ্ছে খাবারও।

  


দিঘার সতর্কতা 
দিঘায় (Digha) সমুদ্রে নামা নিষেধ। প্রস্তুত রয়েছে এনডিআরএফের টিম। দিঘায় পৌঁছেছেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। পর্যটকরা যাতে সমুদ্রে না নামেন, তার জন্য রয়েছে কড়া নজরদারি। চলছে মাইকে প্রচার।


বকখালিতে বৃষ্টি
অশনি  (Asani ) আতঙ্কে দক্ষিণ ২৪ পরগনার বকখালির বাসিন্দারা। গতকাল রাতে বৃষ্টি হয়। আমফান, ইয়াসের তাণ্ডবের কথা মনে করে অশনি ধেয়ে আসার খবরে বুক কাঁপছে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের। পরিস্থিতি মোকাবিলায় তত্পর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা প্রশাসন।


সতর্ক গঙ্গাসাগর
গঙ্গাসাগর (Gangasagar ) উপকূল এলাকায় প্রচার চালান বিডিও। সমুদ্রে স্নান করতে নেমে যাতে কেউ বিপদে না পড়েন, সেজন্য স্পিড বোটে চড়ে অনবরত প্রচার চালাচ্ছে সাগর কোস্টাল থানার পুলিশ।


নৌকোয় প্রচার
সুন্দরবনের বিদ্যাধরী, দুর্গাদোয়ানি, গোমর-সহ বিভিন্ন নদীতে নৌকায় চড়ে মাইকে প্রচার করেন গোসাবার বিধায়ক ও যুগ্ম বিডিও। সঙ্গে ছিলেন সিভিল ডিফেন্সের কর্মীরা। ক্যানিং মহকুমার প্রতিটি ব্লকে খোলা হয়েছে কন্ট্রোল রুম।


নদীবাঁধ নিয়ে আতঙ্ক
নদীবাঁধ নিয়ে আতঙ্কে হিঙ্গলগঞ্জ ও মিনাখাঁর বাসিন্দারা। দ্রুত বাঁধ সংস্কারের দাবি করছেন তাঁরা। 


অন্যদিকে, তেলেঙ্গানায় আগামী দু’ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস। হায়দরাবাদের কয়েকটি জায়গায় আগামী ৪-৫ দিন আবহাওয়া খারাপ থাকার সম্ভাবনা। হতে পারে বৃষ্টি। বইবে দমকা ঝোড়ো হাওয়া। জানিয়েছে আবহাওয়া দফতর।