ব্রতদীপ ভট্টাচার্য এবং অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিগজাউম (Cyclone Michaung)। টানা বৃষ্টিতে (Rain) বিপর্যস্ত তামিলনাড়ুর (Tamilnadu) বিস্তীর্ণ এলাকা। চেন্নাইতে (Chennai) মৃত্যু হয়েছে ৮ জনের। পুদুচেরি, তেলঙ্গানা, ওড়িশাতেও সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। আপাতত শক্তি বাড়িয়ে উত্তর দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়। -         

  


আজই অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং মছলিপত্তনমের মাঝে বাপাটলা উপকূলে স্থলভাগে আছড়ে পড়তে পারে। তখন তার গতি ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার হতে পারে বলে আশঙ্কা করছেন আবহবিদরা।  কৃষ্ণা জেলার প্রায় ১২ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কবার্তা। অন্ধ্রপ্রদেশ উপকূলে বুধবার পর্যন্ত ওড়িশা উপকূলে বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।


এদিকে, দুর্যোগের কারণে একাধিক ট্রেন বাতিল ও যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হচ্ছে। আজ এর্নাকুলাম-পাটনা এক্সপ্রেস ও তিরুচিরাপল্লি-হাওড়া এক্সপ্রেস বাতিল করা হয়েছে।


অন্যদিকে,  দুর্যোগের কারণে বন্ধ চেন্নাই বিমানবন্দর। আজ সকাল থেকে চেন্নাইগামী কোনও বিমান কলকাতা থেকে রওনা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এখনই চেন্নাইয়ের বিমান চালু হচ্ছে না বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। দক্ষিণ ভারতের অন্যান্য রুটের বিমানগুলিও ঘুরপথে যাওয়ার দরুণ দেরিতে চলছে। 


আরও পড়ুন, একাধিক অলৌকিক ঘটনা জড়িয়ে কাল ভৈরবের মূর্তি ঘিরে! উজ্জয়িনীর মন্দিরে ছুটে যান ভক্তরা


কলকাতায় কেমন আবহাওয়া? 


মিগজাউমের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ। আজ সকাল থেকেই আকাশ মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা, মাঝারি বৃষ্টির সম্ভাবনা ১১টি জেলায়। আজ বেশি বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া ও কলকাতায়। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়ায়। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে উপকূলের জেলাগুলিতে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। শীতের পথে কার্যত কাঁটা হয়ে উঠেছে ঘূর্ণিঝড়। থমকে শীতের আমেজ। তবে শনিবার থেকে নামতে পারে তাপমাত্রা। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস।                                                      


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে