সঞ্চয়ন মিত্র, কলকাতা : দেখে মনে হবে খেলনা গাড়ি। জলের তোড়ে ভেসে বেড়াচ্ছে এদিক-ওদিক। হু হু করে জল ঢুকেছে রাস্তায়। জল থৈ থৈ রেললাইন। এই চিত্র তামিলনাডুর। তাও এখনও ল্যান্ডফল হয়নি ঘূর্ণিঝড় মিগজাউমের।
বঙ্গোপসাগরে ( Bay of Bengal ) আরও শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম (Cyclone Michaung) । আপাতত শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়। আছড়ে পড়ার আগেই রবিবার রাত থেকেই তছনছ করা শুরু করল ঘূর্ণিঝড়। ভাসল চেন্নাই সহ তামিলনাডুর একাধিক এলাকা। সোমবার দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু-পুদুচেরি উপকূলে পৌঁছবে। এরপর গতিপথ পরিবর্তন করে শুধুই উত্তর দিকে এগোবে ঘূর্ণিঝড়।
মঙ্গলবার দুপুরে এই ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে আঘাত হানবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে। আবহবিদদের অনুমান, অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও মছলিপত্তনমের মাঝামাঝি এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে স্থলভাগে। সেই সময় এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘন্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার, সর্বোচ্চ ১১০ কিলোমিটার হতে পারে। অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু ও পন্ডিচেরি উপকূলে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ওড়িশা উপকূলে সোম ও মঙ্গলবার সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের।
ঘূর্ণিঝড় নিয়ে আতঙ্কে বাংলার উপকূল অঞ্চলের বাসিন্দারাও। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, বাংলায় তেমন কোনও দুর্যোগের আশঙ্কা নেই। তবে আকাশ মেঘলা থাকবে। সেই সঙ্গে হবে বৃষ্টিও। দক্ষিণবঙ্গে শীতের পথে কার্যত কাঁটা হয়ে উঠেছে এই ঘূর্ণিঝড়। শীতের আমেজ থমকে গিয়েছে বঙ্গে। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গের উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলা গুলিতে।
মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে
- পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
- ঝাড়গ্রাম
- উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
- বাঁকুড়া
- হাওড়া
- হুগলি
- পূর্ব বর্ধমান
- নদিয়া
- কলকাতায়
- বৃষ্টির সঙ্গে দমকা হওয়া বইতে পারে উপকূলের জেলাগুলিতে। সপ্তাহান্তে আবহাওয়ার বদল ঘটতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
অন্যদিকে উত্তরবঙ্গে পার্বত্য এলাকা ছাড়া আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশই থাকবে অন্যান্য জেলাগুলিতে। আগামী তিন চার দিনে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। উত্তরপূর্ব ভারত লাগোয়া জেলাগুলি এবং পার্বত্য এলাকায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়া
সোমবার কলকাতা মেঘলা আকাশ থাকার কথা। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শীতের আমেজ কমে বাড়বে উষ্ণতা। শুক্রবারের পর আবার পারদ নামার ইঙ্গিত। রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রি বেড়ে গিয়েছে। অন্যদিকে সকাল সন্ধেয় শীতের হালকা আমেজও উধাও।
- কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি।
- গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি বেশি।
আরও পড়ুন, অফিসে পদোন্নতি পেতে চান? অবশ্যই খেয়াল রাখুন এই বাস্তু-বিষয়গুলি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে