Cyclone Remal Live News: আসছে 'রেমাল', পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে গভীর হল নিম্নচাপ; ক্যানিং থেকে দূরত্ব ৪৮০ কিমি

IMD Forecast: আবহাওয়া দফতরের (IMD) তরফে সতর্কতা জারি করে বলা হয়েছে, রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৩০ কিলোমিটার

ABP Ananda Last Updated: 25 May 2024 03:01 PM
West Bengal Weather Update: আসছে 'রেমাল', পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে গভীর হল নিম্নচাপ; ক্যানিং থেকে দূরত্ব ৪৮০ কিমি

আসছে 'রেমাল', পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে গভীর হল নিম্নচাপ। ক্যানিং থেকে ৪৮০ কিলোমিটার দূরে রয়েছে এই গভীর নিম্নচাপ। সাগর দ্বীপ থেকে এই মুহূর্তে নিম্নচাপের দূরত্ব ৩৮০ কিলোমিটার। নিম্নচাপের জেরে দিঘায় বাড়ছে ঢেউ, দক্ষিণ ২৪ পরগনাতেও মেঘলা আকাশ। আজ সন্ধের মধ্যে এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। কাল সকালের মধ্যে তা  শক্তিশালী ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। আগামীকাল মধ্যরাতে ভারতের সাগর দ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝখান দিয়ে ঢুকবে 'রেমাল'। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার।


 

Cyclone Remal Live Update: শক্তি বাড়িয়ে এই মুহূর্তে মধ্য বঙ্গোপসাগরে বিরাজ করছে ঘূর্ণিঝড়

প্রাথমিকভাবে ঘূর্ণিঝড় ছিল, পরে শক্তি বাড়িয়ে এই মুহূর্তে বিরাজ করছে মধ্য বঙ্গোপসাগরে। যা বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গে ক্যানিং থেকে ৮০০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

West Bengal Weather Update: দিঘায় বাড়ছে ঢেউ, দক্ষিণ ২৪ পরগনাতেও মেঘলা আকাশ

আরও ঘনীভূত গভীর নিম্নচাপ, সাগর দ্বীপ থেকে এই মুহূর্তে দূরত্ব ৩৮০ কিলোমিটার। দিঘায় বাড়ছে ঢেউ, দক্ষিণ ২৪ পরগনাতেও মেঘলা আকাশ। কাল রাতে বাংলাদেশ ও সাগরদ্বীপের মাঝে ১৩০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পরে 'রেমাল'।

IMD Issues Orange Alert: বৃষ্টির কমলা সতর্কতা জারি করল IMD

কালই বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। বৃষ্টির কমলা সতর্কতা জারি করল IMD।

West Bengal Weather Update: চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল, চার জেলাকে আগাম ব্যবস্থা নেওয়ার নির্দেশ ওড়িশা সরকারের

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। ওড়িশার চার জেলার প্রশাসনকে সতর্ক থাকতে বলল সেরাজ্যের সরকার। আগাম ব্যবস্থা নেওয়ার নির্দেশ।

Cyclone Remal Live Update: রবিবার দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায় অতিভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে

রবিবার দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায় অতিভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে। যার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিমির বেশি। পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝড়। পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে।  সোমবার হাওড়া, হুগলি, কলকাতা, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পশ্চিম মেদিনীপুর,  বর্ধমান, বীরভূম, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে। মঙ্গলবারও ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। 

West Bengal Weather Update: রবিবার কলকাতায় ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৮০-৯০ কিমি

রবিবার  হাওড়া, নদিয়া, পূর্ব মেদিনীপুরে হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিমি। দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি। উত্তর ২৪ পরগনায় ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১১০ কিমি। হুগলি, পূর্ব বর্ধমানে ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৮০ কিমি। বাকি জেলাগুলিতে ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিমি। রবিবার কলকাতায় ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৮০-৯০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিমি।  

Cyclone Remal Live Update: ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে রেমাল

মে মাসে আবার ঘূর্ণিঝড়ের চোখরাঙানি। বাংলা কি আরও একবার প্রবল দুর্যোগের কবলে পড়তে চলেছে? বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর নিম্নচাপটি গত ৬ ঘন্টায় ১৫ কিলোমিটার বেগে উত্তর-উত্তরপূর্ব অভিমুখে এগিয়ে চলেছে। ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে রেমাল। আপাতত ১৭.৮°উ অক্ষাংশ, দ্রাঘিমাংশ ৮৯.৭°পূর্বের কাছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর কেন্দ্রীভূত হয়েছে।  

West Bengal Weather Update: পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে হলদিয়া, কাঁথির এসডিও অফিসে খোলা হয়েছে কন্ট্রোলরুম

পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে হলদিয়া, কাঁথির এসডিও অফিসে খোলা হয়েছে কন্ট্রোলরুম। দুর্যোগ মোকাবিলায় আগেভাগে সতর্কতা নিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। এদিন 'রেমাল' নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যসচিব। বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রসচিব, পুলিশ আধিকারিকরা, স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। নবান্ন সূত্রে খবর, বিপর্যয় মোকাবিলা দল, বিদ্যুৎ দফতর, পূর্ত দফতরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিভিন্ন সরকার হাসপাতালগুলিকেও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

Cyclone Remal Live Update: রেমাল মোকাবিলায় সতর্ক প্রশাসন, বিভিন্ন ব্লকে মজুত রাখা হচ্ছে ত্রাণ সামগ্রী; খোলা হয়েছে কন্ট্রোলরুম

ফের ঘূর্ণিঝড়ের অশনিসঙ্কেত। রবিবার মধ্যরাতে আর ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি এলাকায়। যার প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে বাংলাতেও। তাই আগেভাগেই ঝড় মোকাবিলায় সতর্ক প্রশাসন। উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনায়, সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এখন থেকেই তৈরি রাখা হচ্ছে ফ্লাড শেল্টারগুলিকে। বিভিন্ন ব্লকে মজুত রাখা হচ্ছে ত্রাণ সামগ্রী। খোলা হয়েছে কন্ট্রোলরুম। সবথেকে বেশি ঝড়ের দাপট দেখা যেতে পারে দক্ষিণ ২৪ পরগনায়। তাই আবারও বড় ক্ষতির আশঙ্কা করছেন জেলার মানুষ। 

West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় ২০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা।

Cyclone Remal Live Update: রবিবার রাতে বাংলাদেশ ও সাগরদ্বীপের মাঝে ১৩০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে রেমাল

রবিবার রাতে বাংলাদেশ ও সাগরদ্বীপের মাঝে ১৩০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে রেমাল। দক্ষিণ ২৪ পরগনায় বেশি ক্ষতির আশঙ্কা। 

প্রেক্ষাপট

কলকাতা : শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই গভীর নিম্নচাপ (Depression) থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal Update)। আবহাওয়া দফতরের (IMD) তরফে সতর্কতা জারি করে বলা হয়েছে, রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৩০ কিলোমিটার। এর ফলে দিঘা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলবর্তী এলাকায় সমুদ্রের বাঁধ ভাঙার আশঙ্কাও রয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকায়। 


আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, রবিবার ২৬ মে মাঝরাতে সাগর আইল্যান্ড থেকে বাংলাদেশের খেপুপাড়া ও সাগর দ্বীপের মাঝে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। এই ঘূর্ণিঝড়ের ফলে দুর্যোগের আশঙ্কা সুন্দরবনের উপকূলবর্তী এলাকাগুলিতেও। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলায় ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি। ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে ঝড় এবং প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে সেখানে। জলোচ্ছ্বাসের ফলে সমুদ্রের জল উপচে পড়ে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কাও রয়েছে। উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা। শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের জেরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়।


বর্তমানে গভীর নিম্নচাপের রূপ নিয়ে এটি মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজকের মধ্যেই এই ঘূর্ণিঝড়টি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। শনিবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। এরপর সোজা উত্তরদিকে থাকবে এর অভিমুখ। রবিবার শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে প্রতি ঘন্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এর।


আলিপুর আবহাওয়া দফতরের ডিডিজিএম সোমনাথ দত্ত জানান, বাংলাদেশের খেপুপাড়া থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সাগর আইল্যান্ডের মাঝে রেমালের আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সুন্দরবন এলাকাতে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে রবিবার মাঝরাতে।


ঘূর্ণিঝড় রেমালের জেরে শনিবার থেকেই শুরু হবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে রবি এবং সোমবার। শনিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই তিন জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.