বিটন চক্রবর্তী, সুনীত হালদার, সৌরভ বন্দ্যোপাধ্যায়, কলকাতা : আবহাওয়া দফতর বলছে রবিবার মধ্যরাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। যার প্রভাব পড়তে চলেছে এরাজ্যের উপকূলের জেলাগুলিতে। বাসিন্দাদের সতর্ক করতে প্রচার শুরু করেছে প্রশাসন। খোলা হয়েছে কন্ট্রোল রুম, ত্রাণ শিবির। রবি ও সোমবার বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।


একদিকে ভোটের উত্তাপ ! তারমধ্য়ে এবার দুর্যোগের আশঙ্কা ! ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। গত কয়েক বছরে ফণী, আমফান, ইয়াসের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতির সাক্ষী থেকেছে বাংলা। ভোটের মাঝে ঘূর্ণিঝড়ের মোকাবিলা করতে তাই আগেভাগেই সতর্ক প্রশাসন।


কী কী ব্যবস্থা ?



  • উপকূলের জেলাগুলিতে নদী ও সমুদ্র তীরের বাসিন্দাদের সতর্ক করতে মাইকে প্রচার করছে করছে জেলা প্রশাসন।

  • কাঁথি, হলদিয়া, দিঘায় খোলা হয়েছে কন্ট্রোল রুম।

  • দুর্ঘটনা এড়াতে রবি ও সোমবার গাদিয়াড়া থেকে সব ফেরি বন্ধ রাখা হয়েছে।

  • তৈরি রাখা হয়েছে ত্রাণ শিবির।

  • হলদিয়া পুরসভার সমস্ত কর্মী আধিকারিকের ছুটি বাতিল করা হয়েছে।

  • রবি ও সোমবার হাওড়া থেকে কলকাতা সব ফেরি পরিষেবা বন্ধ রাখছে হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি।

  • হাওড়ার শ্যামপুরে হুগলি নদীর তীরে গাদিয়াড়া, শিবগঞ্জ, বাণেশ্বরপুর, গুজারপুর-সহ একাধিক গ্রামে প্রশাসনের তরফ থেকে সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে।

  • এলাকায় পৌঁছেছে ৩০ জনের এনডিআরএফ টিম।

  • ত্রাণ শিবিরগুলিতে পানীয় জল ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।


ব্যবস্থা রেল পরিবহনেও-



  • পূর্ব রেলের তরফ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম।

  • বিভিন্ন স্টেশনে থাকছে হেল্প ডেস্ক।

  • ঝড়ে ওভারহেড তার ক্ষতিগ্রস্ত হলে দ্রুত মেরামতির জন্য টাওয়ার ভ্যান তৈরি রাখা হচ্ছে।

  • ব্যবস্থা করা হচ্ছে বিকল্প ইঞ্জিনের।

  • রবি ও সোমবার বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করেছে দক্ষিণ পূর্ব রেল।


অন্যান্য-



  • হুগলি থেকে খড়দা, পানিহাটি, জগদ্দল যাওয়ার ফেরি পরিষেবা বন্ধ থাকছে রবিবার।

  • জেলা প্রশাসনের তরফ থেকে সতর্ক করা হচ্ছে মৎসজীবীদের।

  • হুগলি-চুঁচুড়া পুরসভার তরফ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

  • সুন্দরবন এলাকায় ঘোড়ামারা, মৌসুনি, জি প্লটের মতো প্রত্যন্ত দ্বীপগুলোতে ইতিমধ্যেই জল ও শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়েছে।

  • বিপর্যয় মোকাবিলায় তৈরি রয়েছে NDRF।

  • ঘূর্ণিঝড়ের মোকাবিলা করতে শনিবার কাকদ্বীপে বৈঠক করেন জেলাশাসক ও পুলিশ সুপার। যেসব জায়গায় মাটির বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে সেগুলি আগেভাগে মেরামত করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে।

    এদিকে রেলের তরফে জানানো হয়েছে, ‘রেমাল’-এর কারণে শিয়ালদহ দক্ষিণ বিভাগ এবং বারাসত-হাসনাবাদ বিভাগে রবিবার রাত ১১টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকছে ট্রেন পরিষেবা। তার জেরে ৪৮টি লোকাল ট্রেন বাতিল হতে চলেছে। তার মধ্যে রয়েছে শিয়ালদা - লক্ষ্মীকান্তপুর, শিয়ালদা-বজবজ, শিয়ালদা-ক্যানিং, শিয়ালদা-ডায়মন্ড হারবার লোকাল। সোমবার বাতিল করা হচ্ছে একাধিক, লক্ষ্মীকান্তপুর-নামখানা , শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর, শিয়ালদা-বজবজ, শিয়ালদা-ক্যানিং, শিয়ালদা-ডায়মন্ড হারবার, শিয়ালদা-সোনারপুর, শিয়ালদা-বারুইপুর, শিয়ালদা-বারাসত-হাসনাবাদ লোকাল।