কলকাতা: ১ জানুয়ারি থেকে আরও ৪ শতাংশ ডিএ (DA)। অ্যালেন পার্কের অনুষ্ঠান থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।


বড়দিনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ১ জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মীদের আরও ৪% ডিএ (DA hike)। স্কুলের শিক্ষকদেরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা। বর্ধিত ডিএ-এর সুবিধা পাবেন পেনশনভোগীরাও।


বড়দিনের আগে মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। সরকারি কর্মী, শিক্ষক, অশিক্ষক কর্মীদের জন্য আরও ডিএ ঘোষণা করলেন অ্যালেন পার্কের অনুষ্ঠান মঞ্চ থেকে। মুখ্যমন্ত্রী বলেন, '৪ শতাংশ ডিএ-র জন্য ২ হাজার ৪০০ কোটি খরচ হবে। উপকৃত হবেন প্রায় ১৪ লক্ষ সরকারি কর্মী।' তিনি আরও জানান, এটা বাধ্যতামূলক নয়, ডিএ ঐচ্ছিক। কোষাগারে টান থাকা সত্ত্বেও কর্মী ও তাঁদের পরিবারের কথা ভেবেই ডিএ ঘোষণা করা হল বলে জানালেন তিনি।  পে কমিশন থাকলেও, আমরা এটা বাড়তি দিই, দাবি মুখ্যমন্ত্রীর। কেন্দ্র ও রাজ্যের সার্ভিস রুল আলাদা, সেটাও স্মরণ করিয়েছেন মুখ্যমন্ত্রী।


সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, 'যে পদ্ধতিতে এটা ঘোষণা করা হয়েছে, সরকারি কর্মীদের এটা প্রাপ্য নয়। কোনওরকম বিজ্ঞপ্তির আগে এভাবে ঘোষণা করে দিলেন। আমাদের ৪০ শতাংশ ঘাটতি। সেখানে ৪ শতাংশ দেওয়া হল। এটা ভিক্ষা দেওয়া হল। আমরা এই ডিএ প্রত্যাখান করছি। আমরা বাকি ৩৬ শতাংশ আদায় করে নিতে জানি।'


পাশাপাশি, শূন্যপদের নিয়োগের দাবিও জানান ভাস্কর ঘোষ। ৬ লক্ষ শূন্যপদ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে, অস্থায়ী কর্মচারীদের দাবিগুলিও মানতে হবে বলে জানান তিনি। এই আন্দোলন চলবে বলে জানান তিনি। বাধ্যতামূলক নয়, ডিএ ঐচ্ছিক- এদিন ফের এমনটা বলেছেন মুখ্যমন্ত্রী। সেই কথার তীব্র বিরোধিতা করে ভাস্কর ঘোষ বলেছেন, 'কেন্দ্র ও রাজ্য আলাদা নাকি। উনি কি আলাদা আইন তৈরি করেছেন। এর অর্থ কী?'


কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের দাবি, 'ডিএ কিন্তু নিজের ইচ্ছেমতো হয় না। কনসিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী এটা হয়। কোনও বছর দেবেন না, কোনও বছর দেবেন। নিজের ইচ্ছেমতো দিয়ে দিল। ৩৬ শতাংশ মহার্ঘ ভাতা বাকি। যেটুকু দিয়েছেন সেটা আন্দোলনের চাপেই হয়েছে। আমাদের আন্দোলন চলবে, মামলা এখনও চলছে। আমরা আইনি (High Court) পথেই এগোব।'


আরও পড়ুন: বাড়ির সামনে এলোপাথাড়ি গুলিতে মৃত্যু, তৃণমূল কর্মী খুনে গ্রেফতার অর্জুন সিংহের আত্মীয়