মুন্না আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর: মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) সফর নিয়ে আগেই তেতে ঠিল বালুরঘাট (Balurghat)। সফর ঘিরে সমস্যা তৈরির একাধিক অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। পুজোর উদ্বোধনে যাওয়ার আগে বালুরঘাটে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ও সুকান্ত মজুমদারের ছবি দেওয়া ফ্লেক্স ছিড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। রবিবার সেখানে গিয়েছেন মিঠুন, পুজোর উদ্বোধনও করেছেন। এবার সেই ক্লাবের সম্পাদককে মারধরের অভিযোগ উঠল বালুরঘাটে। তৃণমূলের (TMC) বিরুদ্ধে মারধরের অভিযোগ করা হয়েছে বিজেপির তরফে। পাল্টা তৃণমূলের দাবি, টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে ঝামেলার জেরে এই ঘটনা ঘটেছে।
রবিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে, নিউটাউন ক্লাবের দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/district/the-strike-has-been-called-off-and-the-bus-workers-have-returned-to-work-busses-are-leaving-the-depot-one-after-the-other-923471" data-type="interlinkingkeywords">পুজোর (Durga Puja) উদ্বোধন করেছিলেন বিজেপি (BJP) নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী। মঞ্চে ছিলেন, এলাকার সাংসদ ও বিজেপির রাজ্য সভাপতি (Bjp State President) সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ওই দিন মিঠুনকে সংবর্ধনা জানিয়েছিলেন, ক্লাব সম্পাদক ও বিজেপি কর্মী অরজিৎ মহন্ত। অভিযোগ, তারপরেই সোমবার রাতে তাঁর উপর হামলা হয়। তাঁকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ। ওই ঘটনা থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। আক্রান্ত অরজিৎ মহন্ত একজন বিজেপি কর্মী এবং বালুরঘাটের নিউটাউন ক্লাবের সম্পাদক।
সুকান্তর তোপ:
বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, 'আমি ও মিঠুন দা পুজোয় গিয়েছি বলে তৃণমূলের ১০-১৫ জন দুষ্কৃতী, অরজিতের উপর হামলা চালিয়েছে।'
অভিযোগ অস্বীকার তৃণমূলের:
টাকা-পয়সার ভাগ বাঁটোয়ারা নিয়ে ক্লাব সদস্যদের মধ্যেই গন্ডগোল হয়েছে। সেই কারণেই এমন গন্ডগোল হয়েছে। বিজেপির অভিযোগ একেবারে উড়িয়ে দিয়ে এমনই দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) তৃণমূলের কো-অর্ডিনেটর সুভাষ চাকি বলেন, 'অসত্য কথা। তৃণমূল জড়িত নয়। ওই ক্লাব আশপাশ থেকে টাকা তোলে, তাই নিয়েই নিজেদের মধ্যে গন্ডগোল হয়েছে।'
বারবার তরজা:
এর আগে বালুরঘাটের সার্কিট হাউসে মিঠুন চক্রবর্তী ঘর না পাওয়া নিয়ে বিতর্ক চরমে উঠেছিল। তারপরে তিনি আসার আগে বালুরঘাটে তাঁর ও সুকান্ত মজুমদারের ছবি দেওয়া ফ্লেক্স ছেঁড়া নিয়েও তুঙ্গে উঠেছিল তরজা। এবার যে ক্লাবের পুজোর উদ্বোধন তিনি করেছিলেন, তার সম্পাদকের আক্রান্ত হওয়ার অভিযোগে ঘিরে উত্তপ্ত জেলার রাজনীতি।
আরও পড়ুন: কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ বাস কর্মীদের, ডিপো থেকে রওনা দিচ্ছে একের পর এক বাস