মোহন প্রসাদ, দার্জিলিং : বড়দিনে (Christmas) সান্তার উপহার। নৈসর্গিক শুভ্রতায় ঢাকা সান্দাকফু (Sandakphu)। পথ, ঘাট, বাড়ি, সবকিছুই বরফের চাদরে ঢাকা ৷ শনিবার মরসুমের প্রথম বরফের স্পর্শ পেল সান্দাকফু। সাদা পরফিসা চাদরে ঢাকল সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক। মরসুমের প্রথম তুষারপাতের (Snow Fall) স্বাদ পেল পেল দার্জিলিংও (Darjeeling)। তুষারপাত হল টাইগার হিলেও (Tiger Hill)। সন্দাকফুর পাশাপাশি, এ দিন সকালে টাইগার হিলে তুষারপাতের সাক্ষী হন পর্যটকরা। পাশাপাশি শিলাবৃষ্টি হয়েছে চটকপুরেও।


একদিকে যখন কনকনে ঠান্ডা পাহাড়, তখন পারদ ঊর্ধ্বমুখী কলকাতায় (Kolkata)। সামান্য বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শনিবার পৌঁছয় ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিক। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে। যার ফলে বছর শেষে শীতের আমেজ  থাকলেও, হাড়কাঁপানো ঠান্ডার সম্ভাবনা আপাতত নেই। ঝঞ্ঝা বিদায় নিলে উত্তুরে হাওয়ার হাত ধরে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। 


আরও পড়ুন- শীতের লম্বা ইনিংসে বাধা পশ্চিমী ঝঞ্ঝা, বড়দিনে হাওয়া বদল বঙ্গের


বড়দিন থেকে শীতের আমেজ অনেকটাই কমবে বলে আগেই পূর্বাভাসে জানিয়েছিল আবহাওয়া দফতর। ঝঞ্ঝা বিদায় নিলে বাধাহীনভাবে বইবে উত্তুরে হাওয়া। তার হাত ধরে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। 


উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা:


শনিবার দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস।


কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস।


কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস।


জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ২৭  ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।


আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস।


দক্ষিণবঙ্গেও বেশকিছু জায়গায় পারদ নেমেছে অনেকটাই।


দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা


পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।


বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।


বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ২৪  ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।


নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।


পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।


বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।